মাইলস্টোন দুর্ঘটনা: নিখোঁজ শিক্ষার্থীদের খুঁজে পেতে জরুরি হটলাইন নম্বর প্রকাশ

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২১ ১৮:১৮:৫৯
মাইলস্টোন দুর্ঘটনা: নিখোঁজ শিক্ষার্থীদের খুঁজে পেতে জরুরি হটলাইন নম্বর প্রকাশ
ছবিঃ সত্য নিউজ

ঢাকার উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের পর নিখোঁজ শিক্ষার্থীদের খুঁজে পেতে জরুরি যোগাযোগ নম্বর প্রকাশ করেছে সরকার। এই নম্বরগুলোর মাধ্যমে স্বজনরা প্রয়োজনীয় তথ্য পেতে এবং সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, নিচের নম্বরগুলোতে যোগাযোগ করে নিখোঁজদের অবস্থান এবং চিকিৎসা সংক্রান্ত তথ্য জানা যাবে—

মিলিটারি রেসকিউ ব্রিগেড: ০১৭৬৯০২৪২০২

সিএমএইচ বার্ন ইউনিট: ০১৭৬৯০১৬০১৯

সিএমএইচ জরুরি বিভাগ: ০১৭৬৯০১৩৩১১

মাইলস্টোন স্কুল প্রশাসনিক কর্মকর্তা: ০১৮১৪৭৭৪১৩২

উপাধ্যক্ষ, মাইলস্টোন স্কুল: ০১৭৭১১১১৭৬৬

এছাড়া, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করেও বাংলাদেশ পুলিশের জরুরি সেলের মাধ্যমে বার্ন ইউনিটের সঙ্গে যোগাযোগ সম্ভব।

এ দুর্ঘটনায় এখন পর্যন্ত বহু শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়েছেন, যাদের অনেকে বার্ন ইউনিটে ভর্তি আছেন। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা দ্রুত উদ্ধার কাজ শুরু করে। হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

প্রিয়জনদের খোঁজে উদ্বিগ্ন অভিভাবকরা যেন সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পেতে পারেন, সে লক্ষ্যে সরকার এ উদ্যোগ নিয়েছে। জনসাধারণকে গুজবে কান না দিয়ে কেবলমাত্র নির্ধারিত নম্বরগুলোর মাধ্যমেই তথ্য গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

-সুত্রঃ বি এস এস

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছিল কিছুটা চাঙা। এই দিনে লেনদেনের... বিস্তারিত