মাইলস্টোন দুর্ঘটনায় শোক প্রকাশ তারেক রহমানের, বিএনপি নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর আহ্বান

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২১ ১৮:১১:২৬
মাইলস্টোন দুর্ঘটনায় শোক প্রকাশ তারেক রহমানের, বিএনপি নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর আহ্বান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবিঃ বি এস এস

ঢাকার উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ বিকেলে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “মাইলস্টোন কলেজে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। একটি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের মর্মান্তিক অভিজ্ঞতার শিকার হওয়ার কথা কোনো শিক্ষার্থীর নয়। যেখানে তাদের নিরাপদে শিক্ষা গ্রহণ ও বিকাশের কথা, সেখানেই ঘটেছে এই ভয়াবহতা।”

তারেক রহমান আরও বলেন, “এই কঠিন সময়টিতে আমার প্রার্থনা রয়েছে ক্ষতিগ্রস্ত কোমলমতি শিক্ষার্থীদের জন্য। আমি বিএনপির সকল নেতাকর্মী ও সংশ্লিষ্ট পেশাজীবীদের আহ্বান জানাচ্ছি, যেন তারা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ায়। একতাবদ্ধ জাতি হিসেবে আমাদের এই বিপর্যয় মোকাবিলা করতে হবে।”

এ সময় তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং নিহতদের আত্মার শান্তি ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিএনপির পক্ষ থেকে এ ধরনের মানবিক আহ্বান রাজনৈতিক সহানুভূতির পাশাপাশি জাতিগত সংহতির বার্তাও বহন করে। এ ঘটনায় ইতোমধ্যেই সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে, এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একযোগে সহানুভূতি প্রকাশ করছে।

-সুত্রঃ বি এস এস

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছিল কিছুটা চাঙা। এই দিনে লেনদেনের... বিস্তারিত