উত্তরায় স্কুল ভবনে বিমান বিধ্বস্ত, ১৯ জন নিহত, আহত ১১৬

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২১ ১৯:৪৫:১২
উত্তরায় স্কুল ভবনে বিমান বিধ্বস্ত, ১৯ জন নিহত, আহত ১১৬
গুরুতর দগ্ধ ব্যক্তিদের চিকিৎসার জন্য নিয়ে আসা হয় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটেছবি: শুভ্র কান্তি দাশ

রাজধানীর উত্তরায় ভয়াবহ এক দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। আহত হয়েছেন অন্তত ১১৬ জন, যাঁদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে সংশ্লিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের দ্রুত বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাঁদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

আহতদের মধ্যে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ২৩ জনকে, শিনশিন জাপান হাসপাতালে ১১ জন, ক্রিসেন্ট হাসপাতালে ১৫ জন, লুবানা হাসপাতালে ২০ জন, ইস্টওয়েস্ট হাসপাতালে ১ জন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে ৩৮ জনকে।

বিমানটি আজ সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে। পরে অল্প সময়ের মধ্যেই উত্তরার মাইলস্টোন স্কুল ভবনের ওপর বিধ্বস্ত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বিমানটি প্রশিক্ষণের অংশ হিসেবেই উড্ডয়ন করেছিল।

ঘটনার পরপরই উদ্ধারকাজে নামে ফায়ার সার্ভিস, সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন উর্ধ্বতন কর্মকর্তারা। দুর্ঘটনার সঠিক কারণ জানতে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছিল কিছুটা চাঙা। এই দিনে লেনদেনের... বিস্তারিত