১০৯ বছর পর সমুদ্রে খুঁজে পাওয়া গেল প্রথম বিশ্বযুদ্ধের ডুবে যাওয়া ব্রিটিশ যুদ্ধজাহাজ

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২২ ১১:৫৯:৪১
১০৯ বছর পর সমুদ্রে খুঁজে পাওয়া গেল প্রথম বিশ্বযুদ্ধের ডুবে যাওয়া ব্রিটিশ যুদ্ধজাহাজ
ছবিসূত্র: স্টিফেন স্কোলজ/বিবিসি

প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মান সাবমেরিনের হামলায় ডুবে যাওয়া ব্রিটিশ রয়্যাল নেভির যুদ্ধজাহাজ ‘এইচএমএস নটিংহ্যাম’-এর ধ্বংসাবশেষ অবশেষে খুঁজে পাওয়া গেছে ১০৯ বছর পর। স্কটল্যান্ড উপকূল থেকে প্রায় ৬০ মাইল দূরে, সাগরের ৮২ মিটার গভীরে জাহাজটির সন্ধান পান ডুবুরির একটি দল।

আন্তর্জাতিক অনুসন্ধান প্রকল্প ‘প্রজেক্ট এক্সপ্লোর’-এর নেতৃত্বে দশ সদস্যের একটি ডুবুরি দল এই ইতিহাসগড়ার অভিযানে অংশ নেয়। যুক্তরাজ্যের আশপাশে ডুবে যাওয়া ঐতিহাসিক জাহাজগুলোর অবস্থান শনাক্ত করাই তাদের প্রধান লক্ষ্য।

এইচএমএস নটিংহ্যাম ১৯১৬ সালের ১৯ আগস্ট একটি নজরদারি অভিযানে থাকা অবস্থায় জার্মান ইউ-বোটের টর্পেডো হামলার শিকার হয়। মাত্র সকালে শত্রুপক্ষের সাবমেরিনটি চোখে পড়লেও এক নাবিক ভুল করে সেটিকে মাছ ধরার নৌকা ভেবে উপেক্ষা করেন। পরে ওই সাবমেরিন থেকে ছোড়া টানা তিনটি টর্পেডো জাহাজটির বাম পাশে আঘাত হানে এবং তা দ্রুত ডুবে যায়।

জাহাজটি ছিল ৪৫৭ ফুট লম্বা। হামলায় ৩৮ জন নাবিক প্রাণ হারান। তবে রয়্যাল নেভির দুটি ডেস্ট্রয়ার দ্রুত পৌঁছে গিয়ে ২০ জন কর্মকর্তা ও ৩৫৭ জন ক্রু সদস্যকে উদ্ধার করতে সক্ষম হয়।

প্রজেক্ট এক্সপ্লোর জানায়, জাহাজটির গঠন, নাম, যন্ত্রাংশ এবং অন্যান্য বৈশিষ্ট্য সবই ঐতিহাসিক তথ্যের সঙ্গে মিলেছে। এমনকি জাহাজটির পেছনের অংশে ‘নটিংহাম’ খোদাই করা লেখা এবং রয়্যাল নেভির নীল মুকুট চিহ্নযুক্ত একটি সাদা ডিনার প্লেটও পাওয়া গেছে, যা সুনিশ্চিত করে এটি এইচএমএস নটিংহ্যাম।

এই অনুসন্ধানের পেছনে বহু দশক ধরে চেষ্টা চলছিল। প্রজেক্ট এক্সপ্লোর ২০২৪ সালের সেপ্টেম্বরে বিভিন্ন নৌ-দলিল, মানচিত্র ও টেলিগ্রাম বিশ্লেষণ করে অনুসন্ধান শুরু করে। চলতি বছরের এপ্রিল মাসে সোনার ক্যামেরা দিয়ে সাগরের তলদেশ স্ক্যান করে সম্ভাব্য ধ্বংসাবশেষের সংকেত পাওয়া যায়। এরপর তিন মাসের মধ্যে ডুবুরিরা সরাসরি গিয়ে নিশ্চিত হন এটি সেই হারিয়ে যাওয়া ঐতিহাসিক যুদ্ধজাহাজ।

প্রজেক্ট এক্সপ্লোর এই আবিষ্কারকে যুক্তরাজ্যের নৌ ইতিহাসে এক ‘গুরুত্বপূর্ণ মুহূর্ত’ বলে আখ্যায়িত করেছে।

সূত্র : বিবিসি

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছিল কিছুটা চাঙা। এই দিনে লেনদেনের... বিস্তারিত