বলিউড

রূপের সংজ্ঞা ভেঙে এগিয়ে চলেছেন বাণী কাপুর

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২২ ১১:৩৫:৪৯
রূপের সংজ্ঞা ভেঙে এগিয়ে চলেছেন বাণী কাপুর
ছবিঃ সত্য নিউজ

বলিউডে পা রাখা কখনোই সহজ ছিল না অভিনেত্রী বাণী কাপুরের জন্য। বিশেষ করে যখন তিনি ইন্ডাস্ট্রির বাইরের একজন, তখন সৌন্দর্যের প্রচলিত মানদণ্ড পেরিয়ে জায়গা করে নেওয়াটা হয়ে ওঠে আরও চ্যালেঞ্জিং। রূপ, গায়ের রঙ এবং শরীরের গঠন নিয়ে যেভাবে এক বহিরাগতকে বিচার করা হয়, তা আজও আড়ালে রয়ে গেছে বহু প্রতিভাবান নারীর কণ্ঠ।

নিউ দিল্লি থেকে মুম্বাইয়ে এসে অভিনয়ের জগতে নিজের অবস্থান গড়তে গিয়ে বহু কটু অভিজ্ঞতা সয়ে নিতে হয়েছে ‘শুদ্ধ দেশি রোমান্স’ খ্যাত এই অভিনেত্রীকে। সংবাদমাধ্যম News18 Showsha-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বাণী স্মরণ করেন, এক নির্মাতা শুধুমাত্র তাঁর গায়ের রঙ "দুধে-আলতা" না হওয়ায় তাকে একটি চলচ্চিত্র থেকে বাদ দিয়েছিলেন। যদিও সরাসরি না বললেও, এই খবর তার কানে পৌঁছায় অন্যদের মাধ্যমে। নির্মাতার মন্তব্য ছিল—“সে যথেষ্ট ফর্সা নয়।”

এই অভিজ্ঞতা প্রসঙ্গে বাণী বলেন, “আমি নিজেকে বলেছি, ব্যাপারটা যেমনই হোক, যদি এমন রঙের প্রয়োজন থাকে, তাহলে আমি ওই প্রকল্পে থাকতে চাই না। তিনিও তাঁর ‘ফেয়ার অ্যান্ড লাভলি’ অভিনেত্রী খুঁজে নিন। আমি জানি, আমার জন্য আরও ভালো পরিচালক অপেক্ষা করছেন।” তিনি আরও যোগ করেন, এটি অনেক আগের ঘটনা এবং সেই পরিচালক মুম্বাইয়ের কেউ ছিলেন না।

তবে এখনো মাঝে মাঝে তাঁকে শরীর নিয়ে বিদ্রুপ সহ্য করতে হয়। “অনেকে বলেন আমি খুব শুকনো, ওজন বাড়ানো উচিত। কিন্তু আমি যেমন আছি, তেমনটাই পছন্দ করি। আমি ফিট, সুস্থ এবং নিজের শরীর নিয়ে খুশি। অনেকে হয়তো সদিচ্ছা থেকে বলেন, কিন্তু আমি নিজেকে বদলাতে চাই না,” বলেন বাণী।

চলচ্চিত্রের বাইরেও নারীদের আত্মপ্রকাশ নিয়ে সমাজের দৃষ্টিভঙ্গি নিয়েও স্পষ্ট বক্তব্য তাঁর। “মেয়েরা যখন নিজেদের পক্ষে কথা বলে, তখন তা রাগ হিসেবে ধরা হয়। সবাই ভাবেন, আমরা বুঝি সবসময় রেগে আছি! অথচ, নিজের মত প্রকাশ করাই তো আত্মবিশ্বাসের প্রকাশ,” বলেন তিনি।

পেশাগতভাবে বাণী এখন ব্যস্ত ‘Mandala Murders’ নামক একটি ওয়েব সিরিজ নিয়ে, যেখানে তাঁকে দেখা যাবে এক দৃঢ়চেতা তদন্ত কর্মকর্তার ভূমিকায়। সিরিজটি সহ-পরিচালনা করেছেন ‘মর্দানি’ খ্যাত গোপী পুথরান। গোপীর মতে, এখনকার সময়টি ‘অ্যাংরি ইয়াং ওম্যান’-দের গল্প বলার সময়—এ নিয়ে বাণীরও তৃপ্তি প্রকাশ স্পষ্ট।

-শারমিন সুলতানা, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছিল কিছুটা চাঙা। এই দিনে লেনদেনের... বিস্তারিত