টিএসসির ত্রাণের ৯ কোটি গেল কোথায়? তদন্তের নির্দেশ সারজিসের

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২২ ১৩:৩৫:৫৭
টিএসসির ত্রাণের ৯ কোটি গেল কোথায়? তদন্তের নির্দেশ সারজিসের

ফেনীর সাম্প্রতিক স্মরণকালের ভয়াবহ বন্যা ও দুর্যোগ মোকাবেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রিক ত্রাণ কর্মসূচির অর্থ যথাযথভাবে ব্যয় হয়নি এমন অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এ প্রসঙ্গে মুখ খুলেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

২১ জুলাই রাতে ফেনী সফরে গিয়ে প্রথমে সারজিস আলম রাজধানীর উত্তরায় বিমান ট্র্যাজেডির ঘটনাকে সম্মান জানিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানান। তবে পরবর্তীতে সার্কিট হাউসের প্রবেশমুখে গাড়ি থেকে নেমে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।

তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, “মিডিয়া কখনো ব্যক্তি, দল, গোষ্ঠী বা কোনো পক্ষ হয়ে কাজ করবেন না। পেশাদারিত্ব বজায় রাখুন।” পাশাপাশি তিনি আরও বলেন, “বাংলাদেশে আপনি ফেরেশতা হলেও কিছু লোক আপনাকে শয়তান বলে দাগাবে, কারণ তাদের ব্যক্তিস্বার্থ এবং উদ্দেশ্য এতে বিঘ্নিত হয়।”

সারজিস আলম জানান, “টিএসসিতে এক বছর আগে আমাদের ব্যক্তিগত উদ্যোগে তোলা ত্রাণের অর্থ একটি আন্তর্জাতিক নিরীক্ষা সংস্থার মাধ্যমে অডিট করিয়ে তার পূর্ণাঙ্গ হিসাব সরকারকে দেওয়া হয়েছে। পাই টু পাই অর্থ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ফান্ডে জমা দেওয়া হয়েছিল। কারণ আমাদের তখন পর্যাপ্ত জনবল বা লজিস্টিক সাপোর্ট ছিল না।”

তিনি বলেন, “গত বছরের আগস্ট-সেপ্টেম্বর মাসে এই কাজটি করা হয়। আমরা তখনও অভিজ্ঞ ছিলাম না। যাতে কোনোরূপ অপব্যবহার না হয়, তাই সরকারকেই সেই অর্থের ব্যবহার নিশ্চিত করার জন্য দায়িত্ব দিয়েছি।”

সারজিস বলেন, “ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় তো আওয়ামী লীগের মন্ত্রণালয় নয়। এটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, ড. ইউনূসের সময়কার মন্ত্রণালয়। আমরা যদি এই সরকারের একটি মন্ত্রণালয়ের ওপর আস্থা না রাখি, তাহলে কাদের ওপর রাখব?”

তিনি স্পষ্ট করে বলেন, “এই প্রশ্ন উঠানো উচিত ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে। তাকে জিজ্ঞেস করা উচিত, আপনারা অভ্যুত্থান-পরবর্তী যে ছাত্রদের আন্দোলনের মাধ্যমে উঠে এসেছে, তাদের দেওয়া ৯ কোটি টাকার মতো একটি বড় অঙ্ক থেকে ফেনীর জন্য কত টাকা ব্যয় করা হয়েছে? কতটা করা হয়নি? এবং কেন করা হয়নি?”

এনসিপির কেন্দ্রীয় নেতা সারজিস আলম জানান, ইতোমধ্যে তাদের দলের ফেনী জেলার কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে তারা ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে দেখা করে বিস্তারিত হিসাব চাইবেন।

তিনি ফেনীর সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনারা সকলে একসঙ্গে মন্ত্রণালয়ের কাছে জানতে চান এই অর্থ কীভাবে ব্যবহৃত হয়েছে, আদৌ ব্যবহার হয়েছে কিনা, যদি না হয়ে থাকে তাহলে কেন হয়নি? এবং যদি বেশি খরচ হয়ে থাকে, তাহলে তার পূর্ণ হিসাব প্রকাশ করুন।”

তিনি সতর্ক করে বলেন, “সামনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তাই এখন থেকেই লজিস্টিক প্রস্তুতি নিতে হবে, সরকারি দপ্তরগুলোর জবাবদিহি নিশ্চিত করতে হবে।”

-রাফসান, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছিল কিছুটা চাঙা। এই দিনে লেনদেনের... বিস্তারিত