মাইলস্টোন দুর্ঘটনা

উত্তরায় বিমান দুর্ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীদের ৬ দফা দাবি, শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২২ ১১:৩৯:৩৪
উত্তরায় বিমান দুর্ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীদের ৬ দফা দাবি, শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি
ছবিঃ সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনের গোলচত্বরে মঙ্গলবার সকাল ১০টা থেকে জড়ো হতে থাকেন শত শত শিক্ষার্থী। কিছুক্ষণের মধ্যেই পুরো এলাকা মিছিল, স্লোগান আর প্রতিবাদে মুখর হয়ে ওঠে।

একদিন আগে তাদের কলেজ প্রাঙ্গণে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সহপাঠী, শিক্ষক এবং বিমান পাইলটসহ অন্তত ২৭ জন। এ ঘটনায় শোকাহত শিক্ষার্থীরা প্রতিবাদের ভাষা খুঁজে নিয়েছেন ৬ দফা দাবির মধ্য দিয়ে।

‘বিচার চাই না, সন্তানের লাশ চাই’, ‘সঠিক লাশের হিসাব চাই’—এমন সব ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে শিক্ষার্থীরা গোলচত্বরের সড়কে বসে অবস্থান নেন। একাধিকবার পুলিশ সরে যেতে বললেও তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যান।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, “আমরা সহিংসতা চাই না। কিন্তু এত বড় দুর্ঘটনার পরও কেউ দায় নিচ্ছে না, কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি—এটা মেনে নেওয়া যায় না। আমরা এর সঠিক বিচার ও প্রতিকার চাই।”

তাদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে—

নিহতদের সঠিক নাম-ঠিকানা প্রকাশ

আহতদের নির্ভুল তালিকা প্রদান

শিক্ষকদের সঙ্গে যেকোনো অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা

প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ক্ষতিপূরণ নিশ্চিতকরণ

ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ বিমান বাতিল

সামরিক প্রশিক্ষণের পদ্ধতিতে কাঙ্ক্ষিত সংস্কার

এর আগে সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান এফটি-৭ বিজিআই দিয়াবাড়ি এলাকায় উড্ডয়ন করে। কিন্তু কিছু সময়ের মধ্যেই সেটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হয়।

আইএসপিআর জানিয়েছে, বিমানটিতে স্কোয়াড্রন লিডার তৌকির ছিলেন। দুর্ঘটনার সময় হায়দার হল নামক ভবনটিতে আগুন ধরে যায়। নিহতদের মধ্যে ২৫ জনই শিশু শিক্ষার্থী। বাকি দুজন হলেন বিমানটির পাইলট ও এক নারী শিক্ষিকা।

বিমান দুর্ঘটনা, আগুন, প্রাণহানি—সবকিছু মিলে গভীর শোক আর ক্ষোভে ফুঁসছে শিক্ষার্থীরা। শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির মাধ্যমে তারা প্রশাসনের প্রতি তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছিল কিছুটা চাঙা। এই দিনে লেনদেনের... বিস্তারিত