পৃথিবীর ঘূর্ণনে গড়চ্ছে সময়, আজকের দিন শেষ হবে ২৪ ঘণ্টার আগেই

প্রযুক্তি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২২ ১২:৩২:২৩
পৃথিবীর ঘূর্ণনে গড়চ্ছে সময়, আজকের দিন শেষ হবে ২৪ ঘণ্টার আগেই
ছবিঃ সংগৃহীত

আজকের দিনটি সম্পূর্ণ ২৪ ঘণ্টাও টিকবে না—শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আন্তর্জাতিক পৃথিবী ঘূর্ণন ও রেফারেন্স সিস্টেম পরিষেবা এবং মার্কিন নৌ-অবজারভেটরির তথ্য অনুযায়ী, ২২ জুলাই হতে যাচ্ছে বছরের দ্বিতীয় সবচেয়ে ছোট দিন। দিনটি ২৪ ঘণ্টার চেয়ে ১.৩৪ মিলিসেকেন্ড কম স্থায়ী হবে।

এর আগে, ১০ জুলাই ছিল চলতি বছরের সবচেয়ে ছোট দিন। সেদিন পৃথিবী ঘূর্ণন শেষ করেছিল ২৪ ঘণ্টার চেয়ে ১.৩৬ মিলিসেকেন্ড কম সময়ে। বিজ্ঞানীদের ধারণা, ৫ আগস্টও এমন একটি ছোট দিনের সাক্ষী হতে পারে পৃথিবী। ওই দিন সময় কমে দাঁড়াতে পারে ১.২৫ মিলিসেকেন্ডে।

পৃথিবী একবার নিজের অক্ষের চারপাশে ঘুরে একটি পূর্ণ দিন তৈরি করে। আদর্শভাবে এই সময়টুকু ৮৬,৪০০ সেকেন্ড বা ২৪ ঘণ্টা। তবে প্রকৃত ঘূর্ণন এই নিখুঁত সময়ের সঙ্গে মেলে না। চাঁদের আকর্ষণ, বাতাসের চাপ, আবহাওয়া, সমুদ্রের ঢেউ এবং পৃথিবীর কেন্দ্রের গতিশীলতার মতো নানা কারণেই ঘূর্ণনের গতি সামান্য হেরফের হয়।

এই সময় হেরফের মাত্র মিলিসেকেন্ডের হওয়ায় দৈনন্দিন জীবনে এর প্রভাব পড়ে না। তবে বিজ্ঞানীদের কাছে এটি গুরুত্বপূর্ণ একটি পর্যবেক্ষণ, কারণ এটি পৃথিবীর ঘূর্ণনগতির পরিবর্তনের সূচক হিসেবে কাজ করে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছিল কিছুটা চাঙা। এই দিনে লেনদেনের... বিস্তারিত