"বিচার নয়, প্রতারণা চলছে শহীদের রক্তের সঙ্গে"

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২২ ১২:২০:৩৬
"বিচার নয়, প্রতারণা চলছে শহীদের রক্তের সঙ্গে"
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ বলেছেন, জুলাই মাসজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে সংঘটিত গণহত্যা, শহীদ ও আহতদের প্রতি রাষ্ট্রের ন্যূনতম দায়িত্বশীলতা নেই বলেই প্রতীয়মান হচ্ছে। বিচার প্রক্রিয়ার ধীরগতিকে কটাক্ষ করে তিনি বলেন, “জুলাই গণহত্যার বিচার নিয়ে যে গতি, তা দেখে কচ্ছপও লজ্জা পায়।”

সোমবার (২১ জুলাই) বিকেল ৩টায় হবিগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় ‘জুলাই আন্দোলনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সম্মাননা সমাবেশ’। শহীদ পরিবার, আহত যোদ্ধা ও আন্দোলনের সম্মুখসারির কর্মীদের প্রতি সম্মান জানাতে এই আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ।

রিফাত রশিদ অভিযোগ করেন, “জুলাই সনদ এখন অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক টালবাহানার হাতিয়ার হয়ে উঠেছে। জনগণের সামনে একটি ‘মুলা’ ঝুলিয়ে রাখা হয়েছে, যার পেছনে ছুটতে ছুটতে আমরা আমাদের শহীদের রক্ত ভুলে যাচ্ছি।” তিনি স্পষ্ট করে বলেন, “এই সনদে দেরি মানেই শহীদের রক্তের সাথে প্রতারণা। আহতদের আজীবন অঙ্গহানির দায় থেকে কেউ রেহাই পাবে না।”

তিনি আরও বলেন, “এ বিচার দৃশ্যমান না করা পর্যন্ত অন্তর্বর্তী সরকারের কোনো রাজনৈতিক, নৈতিক বা সাংবিধানিক অবস্থান থাকতে পারে না। সরকার যদি জুলাই গণহত্যার বিচার ও জুলাই সনদের বাস্তবায়ন ব্যতীত অন্য কিছু নিয়ে সময়ক্ষেপণ করে, তবে জনগণ তাকে আর জায়গা দেবে না।”

জুলাই সনদকে ঘিরে রাজনৈতিক দলগুলোর নীরবতা নিয়েও তিনি সমালোচনা করেন। বলেন, “রাজনৈতিক দলগুলো এ সনদ চায় কি চায় না, তা বড় বিষয় নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শহীদ পরিবার ও আহত মানুষেরা সনদ চায় কিনা। কারণ সবচেয়ে বড় ত্যাগ এসেছে তাদের কাছ থেকে তাই সিদ্ধান্তের মূলে থাকতে হবে তারাই।”

সমাবেশে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক আরিফ তালুকদার এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মাহদী হাসান। জেলার বিভিন্ন উপজেলার ছাত্রনেতা, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং গণআন্দোলনের সংগঠকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

-রাফসান, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছিল কিছুটা চাঙা। এই দিনে লেনদেনের... বিস্তারিত