"সবার আগে আমার মরার কথা ছিল"

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২২ ১২:৫০:৪৭
"সবার আগে আমার মরার কথা ছিল"
ছবি: সংগৃহীত

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ভয়াবহ ঘটনার একদিন পরেও সেখানে আতঙ্ক ও শোকের ছায়া ঘনীভূত। নিহত ও আহত শিশুদের স্মৃতি যখন গোটা জাতিকে কাঁদাচ্ছে, তখন ধ্বংসস্তূপ থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে ফেরা একজন কর্মীর কণ্ঠে উঠে এসেছে মানবিক বিপর্যয়ের অন্তর্নিহিত বেদনা।

মোহাম্মদ নুরুন্নবি মনা, মাইলস্টোন স্কুলের হায়দার আলী অ্যাকাডেমিক ভবনের হেড পিয়ন, ছিলেন দুর্ঘটনার সময় সরাসরি ঘটনাস্থলে। অভিভাবকদের কাছে শিক্ষার্থীদের হস্তান্তরের নিয়মিত দায়িত্ব পালন করতে করতেই ঘটনার মুহূর্তে তিনি ছিলেন একেবারে ভবনের মাঝ বরাবর, কো-অর্ডিনেটর রুমে। তাঁর ভাষায়, “আমি ঠিক তখন আলমারির চাবি ঢোকাচ্ছিলাম, হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ কানে এলো। এক সেকেন্ডের জন্য কিছুই শুনতে পাচ্ছিলাম না। মাথা ঝাঁকিয়ে দেখি পুরো ভবন কাঁপছে।”

তিনি কাঁপা কণ্ঠে বলেন, “প্রতিদিন স্কুল ছুটি পর্যন্ত, মানে দুপুর ১টা ৩০ পর্যন্ত আমি দায়িত্বে থাকি। ওই সময় আমি যদি নিচে থাকতাম, বা শিক্ষার্থীদের ভিড়ে থাকতাম, তাহলে হয়তো আজ আমি বেঁচে থাকতাম না। সবার আগে আমার মরার কথা ছিল। আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন।”

বিমান বিধ্বস্ত হওয়ার পরে স্কুলের পরিস্থিতি ছিল রীতিমতো বিভীষিকাময়। মনা জানান, “বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ভবনের দক্ষিণ পাশে থাকা শিক্ষার্থীরা চিৎকার করতে থাকে। আমরা দৌঁড়ে গিয়ে রুম থেকে বের হই। দেখি আগুন লেগেছে, কালো ধোঁয়ায় চারদিক ঢেকে যাচ্ছে। তখনই সিদ্ধান্ত নেই—যা পারি, যাদের পারি, বাঁচাতে হবে।”

তিনি বলেন, “আমি অনেক শিশুকে জানতাম, তাদের হাত ধরে প্রতিদিন গেটে দিতাম। সেই মুখগুলো আগুনে পুড়তে দেখেছি। কিছুই করতে পারিনি। তখন শুধু দৌঁড়েছি, ধোঁয়ার ভেতর চিৎকার শুনে কারা বেঁচে আছে, খুঁজতে খুঁজতে হতাশ হয়ে যাচ্ছিলাম।”

ঘটনার পর একদিন পার হলেও মনা অভিযোগ করেন, “আমি এখনও এখানে আছি, ঘটনাস্থলে। কিন্তু কেউ এক গ্লাস পানি পর্যন্ত দেয়নি। কোনো খাবার বা বিশ্রামের ব্যবস্থা নেই। আমরা যারা নিচ থেকে উদ্ধার করেছি, তারাও মানসিকভাবে ভেঙে পড়েছি।”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছিল কিছুটা চাঙা। এই দিনে লেনদেনের... বিস্তারিত