শিক্ষার্থীদের বিক্ষোভের আগুনে উত্তাল সচিবালয়

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২২ ১৪:৪২:৪৮
শিক্ষার্থীদের বিক্ষোভের আগুনে উত্তাল সচিবালয়

রাজধানীর প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ের প্রধান ফটকের সামনে সোমবার (২২ জুলাই) দুপুর সোয়া দুইটার দিকে বিভিন্ন দাবিতে বিক্ষোভে বসে পড়েন একদল শিক্ষার্থী। হঠাৎ করে এ কর্মসূচি শুরু হওয়ায় প্রশাসনিক কার্যক্রমে নিরাপত্তাজনিত ঝুঁকি দেখা দেয় এবং তাৎক্ষণিকভাবে সচিবালয়ে প্রবেশ ও বের হওয়ার সব গেট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা সচিবালয়ের প্রধান ‘এক নম্বর গেট’-এর সামনের সড়কে অবস্থান নিয়ে নানা স্লোগান দিতে থাকেন। এই অবস্থান কর্মসূচির ফলে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ দর্শনার্থীদের চলাচলে স্থবিরতা দেখা যায়। প্রশাসনিক কর্মকাণ্ডে তৈরি হয় ভেতর-বাইরের যোগাযোগ বিচ্ছিন্নতা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীদের উপস্থিতি হঠাৎ এবং পরিকল্পিতভাবে একদম সচিবালয়ের কেন্দ্রীয় প্রবেশপথে হওয়ায় দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে, এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছেন গোয়েন্দা সংস্থার সদস্যরাও।

তবে এই প্রতিবাদ কর্মসূচির পেছনে শিক্ষার্থীদের নির্দিষ্ট দাবিসমূহ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রশাসন সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল দাবি তুলে ধরতে সচিবালয়ে সাক্ষাৎ চাইতে পারে, এবং সেই প্রেক্ষিতে আলোচনার উদ্যোগ নেওয়া হতে পারে।

সংশ্লিষ্টদের ধারণা, সম্প্রতি উচ্চশিক্ষা ও চাকরির সুযোগ সংক্রান্ত বিভিন্ন সংকট, কোটা সংস্কার কিংবা টিউশন ফি বৃদ্ধির মতো ইস্যু শিক্ষার্থীদের প্রতিবাদের কারণ হতে পারে।

-রফিক, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছিল কিছুটা চাঙা। এই দিনে লেনদেনের... বিস্তারিত