পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানি প্রেসিডেন্ট

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২২ ১৩:২৭:১৮
পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানি প্রেসিডেন্ট
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত

ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ান ২৬ জুলাই ইসলামাবাদ সফরে যাচ্ছেন। তেহরান ও ইসলামাবাদের মধ্যকার ঐতিহাসিক, ধর্মীয় ও কৌশলগত সম্পর্ক পুনরুজ্জীবনের অংশ হিসেবে এই সফরটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই সোমবার এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “এই সফর ইরান-পাকিস্তান সম্পর্কের ঘনিষ্ঠতা ও আস্থার প্রতীক। সাম্প্রতিক আন্তর্জাতিক অস্থিরতা ও মধ্যপ্রাচ্যে ইসরায়েল-যুক্তরাষ্ট্র আগ্রাসনের প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে কৌশলগত বোঝাপড়া আরও জোরদার হয়েছে।”

স্মরণযোগ্য যে, গত ১৩ জুন থেকে টানা ১২ দিন ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়, যার মধ্যে ছিল নাতাঞ্জ ও ইসফাহানের মতো স্পর্শকাতর কেন্দ্র। ২২ জুন যুক্তরাষ্ট্র এই অভিযানে যোগ দিয়ে ইরানের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে বিমান হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় ইরান 'অপারেশন ট্রু প্রমিস থ্রি' নামে পাল্টা সামরিক অভিযান চালিয়ে দখলকৃত ফিলিস্তিনে ইসরায়েলি অবস্থানে ২২ দফা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং কাতারের আল-উদেইদ মার্কিন ঘাঁটিতেও হামলা চালায়। এই রক্তক্ষয়ী সংঘাত ২৪ জুন যুদ্ধবিরতিতে শেষ হয়।

এই উত্তপ্ত প্রেক্ষাপটে ইরান-পাকিস্তান কূটনৈতিক যোগাযোগ বেড়ে গেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করছে, বর্তমান অস্থিতিশীল বিশ্বব্যবস্থায় আঞ্চলিক ঐক্য এবং পারস্পরিক সমর্থন অত্যন্ত জরুরি। প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সফর এই ঐক্যেরই প্রতিচ্ছবি।

এদিকে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনি পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভির সঙ্গে ফোনে কথা বলেন। তিনি সাম্প্রতিক বন্যায় পাকিস্তানে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেন এবং জানান, ইরান এই সংকটকালে পাকিস্তানের পাশে রয়েছে। ইরান বন্যার্তদের জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তা পাঠাতে প্রস্তুত বলেও জানান তিনি।

এই ফোনালাপে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের আসন্ন সফর নিয়েও বিস্তারিত আলোচনা হয়। মোমেনি ধন্যবাদ জানান নকভির সাম্প্রতিক ইরান সফরের জন্য। জবাবে নকভি বলেন, “ইসলামাবাদ প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে স্বাগত জানাতে প্রস্তুত এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নিতে আগ্রহী।”

বিশেষজ্ঞদের মতে, পেজেশকিয়ানের পাকিস্তান সফর কেবল সৌজন্যমূলক রাজনৈতিক সফর নয়, বরং এটি ভবিষ্যতের ইরান-পাকিস্তান বাণিজ্য, নিরাপত্তা এবং সামরিক সহযোগিতার ভিত্তি গঠনে সহায়ক হবে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষিতে মুসলিম দেশগুলোর মধ্যে সংহতি এবং বহুপাক্ষিক সমঝোতার বার্তাও বহন করবে এই সফর।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছিল কিছুটা চাঙা। এই দিনে লেনদেনের... বিস্তারিত