উত্তরায় বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৭, ২০ মরদেহ হস্তান্তর

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২২ ১১:০৭:৫৪
উত্তরায় বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৭, ২০ মরদেহ হস্তান্তর
বিমান বিধ্বস্তের আপডেট তথ্য জানাচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। ছবি: সংগৃহীত

উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। মঙ্গলবার (২২ জুলাই) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

তিনি জানান, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত আরও আটজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ২৫ জনই শিশু। এছাড়া বিমানটির পাইলট ও একজন শিক্ষিকাও মারা গেছেন।

ডা. সায়েদুর রহমান জানান, এ পর্যন্ত ২০ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ছয়জনের মরদেহ এখনও শনাক্ত করা যায়নি। তাদের শনাক্তে ডিএনএ পরীক্ষার কথা ভাবা হচ্ছে। এছাড়া উত্তরা আধুনিক হাসপাতালে এক ব্যক্তির দেহাবশেষ রাখা হয়েছে।

দুর্ঘটনায় আহত ৭৮ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ৪২ জন, সিএমএইচে ২৮ জন এবং ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ৩ জন ভর্তি আছেন।

প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে, যেসব মরদেহ দ্রুত শনাক্ত করা যাবে, সেগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আর বাকিগুলো ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

পোস্টে আরও বলা হয়, আহতদের চিকিৎসা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে প্রধান উপদেষ্টা নিয়মিত খোঁজখবর রাখছেন। একই সঙ্গে হাসপাতাল এলাকায় অপ্রয়োজনীয় ভিড় না করার জন্য সাধারণ মানুষকে অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে দিয়াবাড়ী এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এফটি-৭ বিজিআই মডেলের বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল এবং মাত্র ১২ মিনিট পরই দুর্ঘটনায় পড়ে। বিমানটিতে একাই ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির। বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়, যা ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দেয় পুরো ক্যাম্পাসকে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছিল কিছুটা চাঙা। এই দিনে লেনদেনের... বিস্তারিত