ট্রাম্পের এআই ভিডিওতে ‘গ্রেফতার’ ওবামা, যুক্তরাষ্ট্রজুড়ে তোলপাড়

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২১ ১০:৪৮:৫৫
ট্রাম্পের এআই ভিডিওতে ‘গ্রেফতার’ ওবামা, যুক্তরাষ্ট্রজুড়ে তোলপাড়
ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ করা ওমাবাকে ‘গ্রেফতারের’ এআই ভিডিও থেকে স্ক্রিনশট। ছবি: এক্স

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে এফবিআই কর্তৃক গ্রেফতারের একটি কৃত্রিম ভিডিও প্রকাশ করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২১ জুলাই) ট্রুথ সোশ্যালে এই ভিডিও প্রকাশ করেন তিনি, যেখানে দেখা যায়—ওভাল অফিসে বসে থাকা ট্রাম্পের সামনে এফবিআই এজেন্টরা ওবামাকে হ্যান্ডকাফ পরিয়ে নিচ্ছে। যদিও এটি সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি দিয়ে বানানো একটি ভিডিও, তবে ট্রাম্প তা স্পষ্ট করে কোনো সতর্কতা দেননি।

ভিডিওটির শুরুতে শোনা যায়, ওবামা বলছেন, "বিশেষত প্রেসিডেন্টই আইনের ঊর্ধ্বে।" এরপর একাধিক রাজনীতিকের বক্তব্যে বলা হয়, "কেউ আইনের ঊর্ধ্বে নয়।" এরপরই এআই ভিডিওতে দেখা যায়—গ্রেফতারের দৃশ্য। ভিডিওটির শেষ অংশে কমলা কারাগারের পোশাক পরে ওবামাকে কারাগারে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

এই ভিডিও প্রকাশের পর যুক্তরাষ্ট্রজুড়ে সমালোচনার ঝড় ওঠে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই পদক্ষেপ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং এটি দায়িত্বহীন আচরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

এর আগেও ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট ওবামার বিরুদ্ধে উচ্চপর্যায়ের নির্বাচনী জালিয়াতির অভিযোগ তুলেছিলেন। তাঁর দাবি, ২০১৬ সালের নির্বাচনের পর ওবামা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা তাঁর প্রেসিডেন্সি বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করেছিলেন।

এই প্রেক্ষিতে সম্প্রতি জাতীয় গোয়েন্দা বিভাগের সাবেক পরিচালক তুলসি গাবার্ডও অভিযোগ করেন—ট্রাম্প-রাশিয়া সংযোগের অভিযোগ সাজিয়েছিল ওবামা প্রশাসন। তিনি বলেন, এসব কর্মকর্তাদের বিচার হওয়া উচিত।

তবে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা দপ্তর (ODNI) প্রকাশিত ১১৪ পৃষ্ঠার এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালের নির্বাচনে রাশিয়া সাইবার আক্রমণের মাধ্যমে ভোটের ফল প্রভাবিত করার উদ্দেশ্যে কাজ করেনি। এমনকি নির্বাচনের কয়েকদিন পর প্রেসিডেন্টের দৈনিক ব্রিফেও রাশিয়ার এই ভূমিকার বিষয়ে কোনো সক্রিয় প্রমাণ পাওয়া যায়নি।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ