শহীদ জিয়ার আদর্শেই বদলাবে বাংলাদেশ: মানিকগঞ্জে জিন্নাহ কবির

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২১ ১০:৪৮:৫২
শহীদ জিয়ার আদর্শেই বদলাবে বাংলাদেশ: মানিকগঞ্জে জিন্নাহ কবির

মানিকগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস.এ. জিন্নাহ কবির বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের ৩১ দফা কর্মসূচি নিয়ে তৃণমূলে জনগণের দ্বারে দ্বারে যেতে হবে। সেইসঙ্গে ধানের শীষ প্রতীকের পক্ষে জনসমর্থন আদায়ে চলমান প্রচারণা আরও বেগবান করতে হবে।

রবিবার (২০ জুলাই) বিকেলে মানিকগঞ্জের ঘিওর উপজেলার নালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি, যুবদল এবং অঙ্গসংগঠনসমূহের যৌথ আয়োজনে হেলাচি বাজারে অনুষ্ঠিত এক প্রচারণামূলক পথসভায় তিনি এসব কথা বলেন। সেখানে শত শত নেতাকর্মী ও স্থানীয় জনগণ অংশ নেন। সভা শেষে লিফলেট বিতরণ এবং ব্যাপক গণসংযোগ কর্মসূচি পরিচালনা করা হয়।

সভায় জিন্নাহ কবির বলেন, স্বাধীনতার বিরোধী শক্তি বিশেষ করে জামায়াতে ইসলাম এবং এনসিপি বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র ও মিথ্যাচার চালাচ্ছে। এ চক্রটি শুধু মুক্তিযুদ্ধের সময় নয়, এখনো রাষ্ট্র ও বিএনপিকে লক্ষ্য করে কটূক্তি ও বিভ্রান্তিমূলক প্রচার চালাচ্ছে। তিনি অভিযোগ করেন, দেশের স্বাধীনতা অর্জনের জন্য ৩০ লাখ শহীদের রক্ত এবং দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই রাষ্ট্রের প্রকৃত সুফল এখনো সাধারণ মানুষের কাছে পৌঁছেনি।

তারেক রহমানের ৩১ দফা রূপরেখার কথা উল্লেখ করে জিন্নাহ কবির বলেন, এই কর্মসূচিতে কৃষক, শ্রমিক, দিনমজুর ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নের সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে। এসব দফা বাস্তবায়ন হলে জাতি একটি কার্যকর ও জবাবদিহিমূলক সরকারব্যবস্থা পাবে।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, যারা গত ১৫ বছর বিএনপির আন্দোলন-সংগ্রামে অনুপস্থিত ছিলেন এবং সুবিধাবাদী আচরণে লিপ্ত থেকে আওয়ামী লীগ সরকারের সঙ্গে গোপন সমঝোতা করে বিদেশে বিলাসী জীবনযাপন করেছেন, তারাই এখন মনোনয়ন প্রত্যাশায় মাঠে নেমেছেন। এরা দলের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং তৃণমূল নেতাকর্মীদের আস্থা বিনষ্ট করছে।

জিন্নাহ কবির বলেন, তৃণমূলকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার হাতে গড়া বিএনপিকে সুসংগঠিত রাখতে হবে। তিনি বিশ্বাস করেন, ধানের শীষ প্রতীকে জয়ী হয়ে ভবিষ্যতে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। এজন্য তিনি দলীয় নেতাকর্মী ও দেশবাসীর কাছে তারেক রহমান ও খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়ার আহ্বান জানান।

পথসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. হাসেম বিশ্বাস দুদু এবং সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন রতন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতৃবৃন্দ, ঘিওর ও দৌলতপুর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল ও অন্যান্য অঙ্গসংগঠনের শীর্ষ পর্যায়ের নেতারা।

-শরিফুল, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ