মাদ্রাসা শিক্ষার্থীদের আত্মত্যাগ স্মরণে আজ পালিত হবে 'মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে'

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২১ ১০:৩৮:৩১
মাদ্রাসা শিক্ষার্থীদের আত্মত্যাগ স্মরণে আজ পালিত হবে 'মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে'
আন্দোলনে মাদ্রাসা শিক্ষার্থীদের একাংশ। ছবি : সংগৃহীত

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে মাদ্রাসা শিক্ষার্থীরা বুক চিতিয়ে যে প্রতিরোধ গড়ে তুলেছিলেন, সেই বীরত্বপূর্ণ অধ্যায়কে স্মরণ করে এবারই প্রথম রাষ্ট্রীয়ভাবে পালিত হতে যাচ্ছে ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে’। রাজধানীর যাত্রাবাড়ীতে তৎকালীন সময়ে গুলির মুখে শহীদ হয়েছিলেন অনেক মাদ্রাসা শিক্ষার্থী। যাত্রাবাড়ীর রাজপথ, বিশেষ করে ইবনে সিনা হাসপাতালসংলগ্ন এলাকা, সেদিন হয়ে উঠেছিল রক্তাক্ত সাক্ষ্য।

সোমবার (২১ জুলাই) দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি। রাষ্ট্রীয় উদ্যোগে এই প্রথম মাদ্রাসা শিক্ষার্থীদের আত্মত্যাগকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এ উপলক্ষে বিকেল ৩টা থেকে শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান চলবে। কর্মসূচিতে অংশ নেবেন সরকারের শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার, বিভিন্ন উপদেষ্টা, সচিব, শিল্পী, সাহিত্যিক ও শিক্ষা অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা স্মৃতিচারণ করবেন, আহতরা বলবেন সেই ভয়াল দিনের কথা। পাশাপাশি ২০১৩, ২০২১ ও ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী ছাত্র-আন্দোলনের প্রামাণ্য গল্পও তুলে ধরা হবে।

থাকবে হামদ, নাত, নাশিদ, কবিতা আবৃত্তি ও প্রতিবাদী সংগীত। দুটি তথ্যচিত্রও প্রদর্শিত হবে— ‘ছত্রিশে জুলাই’ ও ‘সাদা জোব্বা, লাল রক্ত’। আরও থাকবে 'প্রতিরোধ ও পুনর্জাগরণের প্রতীকী উপস্থাপনা', ড্রোন শো, আর মাঝে মাঝেই বেজে উঠবে সেই ঐতিহাসিক স্লোগানগুলো, যা একদিন যাত্রাবাড়ীর রাজপথ কাঁপিয়ে দিয়েছিল।

এই আয়োজনের মাধ্যমে সরকার মাদ্রাসা শিক্ষার্থীদের সাহস ও আত্মত্যাগের ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে চায়, যেন ভুলে না যায় কেউ সেই লাল-রঙা অধ্যায়।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ