"শ্রমিকরাই অর্থনীতির প্রাণ": জুলাই অভ্যুত্থান দিবসে উপদেষ্টার বার্তা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২০ ০৯:৫১:৩৭
"শ্রমিকরাই অর্থনীতির প্রাণ": জুলাই অভ্যুত্থান দিবসে উপদেষ্টার বার্তা
বস্ত্র ও পাট এবং নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। ছবিঃ সংগৃহীত

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকাশক্তি হল শ্রমিকরা, আর তাদের সকল যৌক্তিক দাবি পূরণে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে। তিনি বলেন, "শ্রমিকদের সব যৌক্তিক দাবি পূরণ করা হবে।"

শনিবার রাজধানীতে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সাখাওয়াত হোসেন জানান, শ্রম আইন ২০০৬ অনুযায়ী শ্রমিকদের অসন্তোষ দূর করতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় মালিক ও শ্রমিক উভয়ের সঙ্গে সমন্বয় করে আগাচ্ছে, যদিও কিছু অসাধু মালিক নতুন করে সমস্যা তৈরি করছে; তবে অনেক মালিক আবার যথেষ্ট দায়িত্বশীল ভূমিকা রাখছেন বলেও তিনি উল্লেখ করেন।

ড. সাখাওয়াত হোসেন আরও বলেন, “অন্তর্বর্তী সরকার শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। শ্রম আইন সংশোধন, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজ চলছে।”

তিনি জানান, সম্প্রতি সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) সম্মেলনে বাংলাদেশ শ্রমিক কল্যাণের পক্ষে জোরালো অবস্থান নিয়েছে।

শ্রমিকদের অধিকার সংরক্ষণে ট্রেড ইউনিয়ন গঠনের নিয়ম আরও সহজ করে ৫ জন শ্রমিক থাকলেই রেজিস্ট্রেশনের সুযোগ রাখা হয়েছে বলেও জানান তিনি। একইসঙ্গে তিনি বলেন, এখন থেকে কোনো শিল্পপ্রতিষ্ঠান ট্রেড ইউনিয়নকে কালো তালিকাভুক্ত করতে পারবে না এবং সামাজিক ক্লাবগুলোও শ্রম আইনের আওতায় আসবে।

দেশের কৃষি, শিল্প, তৈরি পোশাক ও রপ্তানি খাতে শ্রমিকদের কঠোর পরিশ্রমের প্রশংসা করে তিনি বলেন, “এই শ্রমিকদের ঘামেই সচল আছে দেশের অর্থনীতি।” প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করে তুলছে বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার, সমাজকল্যাণ ও নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, এবং ঢাকা বিভাগীয় কমিশনার শরাফ উদ্দিন আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম শফিকুজ্জামান।

সমাবেশ শেষে জুলাই মাসের গণআন্দোলনে নিহত ও আহত শ্রমিকদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়। এ ছাড়াও ১৭ জন শ্রমিক ও তাঁদের পরিবারকেও সহায়তা প্রদান করা হয়।

-হাসানুজ্জামান, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ