দুই ট্রলারসহ ৩৪ ভারতীয় জেলে বাংলাদেশে আটক

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২১ ১০:৫৯:০৪
 দুই ট্রলারসহ ৩৪ ভারতীয় জেলে বাংলাদেশে আটক
ছবি: হিন্দুস্তান টাইমস

বাংলাদেশের জলসীমা অতিক্রম করে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে আটক ৩৪ জন ভারতীয় মৎস্যজীবীর সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়ে ঢাকা কর্তৃপক্ষের কাছে কনস্যুলার অ্যাক্সেসের অনুরোধ জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ১৪ থেকে ১৫ জুলাই মধ্যরাতে মংলা বন্দরের নিকটবর্তী বঙ্গোপসাগরের জলসীমা লঙ্ঘন করে মাছ ধরার সময় বাংলাদেশ নৌবাহিনী দুটি ভারতীয় ট্রলারসহ ওই ৩৪ জন জেলেকে আটক করে। তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী বাংলাদেশের জলসীমা অতিক্রম করে বেআইনিভাবে মাছ ধরার অভিযোগ আনা হয়েছে।

ভারত সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, আটক সংক্রান্ত তথ্য পাওয়ার পরপরই ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে। আলোচনার মাধ্যমে বিষয়টির দ্রুত সমাধানের লক্ষ্যে তাৎক্ষণিকভাবে কনস্যুলার অ্যাক্সেস চাওয়া হয়েছে, যাতে ভারতীয় কূটনৈতিকরা জেলেদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন এবং তাদের আইনি ও মানবিক সহায়তা নিশ্চিত করা যায়।

সম্প্রতি বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কে কিছুটা টানাপোড়েন দেখা দিলেও মানবিক ভিত্তিতে উভয় দেশই পারস্পরিক সহযোগিতা অব্যাহত রেখেছে। জানা গেছে, চলতি বছরের ৫ জানুয়ারি বাংলাদেশ ৯৫ জন ভারতীয় মৎস্যজীবীকে ভারতের কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করে। এর প্রতিদানে ভারতও ৯০ জন বাংলাদেশি জেলেকে নিজ দেশে ফিরিয়ে দেয়। যদিও গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর থেকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে কিছুটা শীতলতা অনুভূত হচ্ছে।

এই অঞ্চলে প্রতিবছরই ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে এ ধরনের ঘটনা ঘটে থাকে। সমুদ্রসীমা স্পষ্টভাবে চিহ্নিত না থাকা এবং অধিকাংশ মাছ ধরার ট্রলারে জিপিএস বা ন্যাভিগেশন প্রযুক্তির অনুপস্থিতির কারণে বহু জেলে অনিচ্ছাকৃতভাবে প্রতিবেশী দেশের জলসীমায় ঢুকে পড়ে।

-রাফসান, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ