উত্তরায় মাইলস্টোন স্কুলে আসিফ নজরুলকে তোপের মুখে শিক্ষার্থীদের

রাজধানী ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২২ ১১:৩০:৫৪
উত্তরায় মাইলস্টোন স্কুলে আসিফ নজরুলকে তোপের মুখে শিক্ষার্থীদের
ছবিঃ সংগৃহীত

রাজধানীর উত্তরা এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গিয়ে শিক্ষার্থীদের ক্ষোভের মুখে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শনে গেলে শিক্ষার্থীরা তাকে ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করে। ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এর আগের দিন, সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান এফটি-৭ বিজিআই স্কুলটির ভেতরেই বিধ্বস্ত হয়। মর্মান্তিক এই ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশই ছিল মাইলস্টোন স্কুলের ক্ষুদে শিক্ষার্থী।

দুর্ঘটনার ভয়াবহতা এবং হতাহতদের সংখ্যা নিয়ে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিক্ষার্থীদের সহপাঠীরা এখনো শোকে কাতর, তাদের পরিবারগুলো ভেঙে পড়েছে।

এই পরিস্থিতিতে ড. আসিফ নজরুলের পরিদর্শন শিক্ষার্থীদের কাছে ‘নির্দেশিত বা লোক দেখানো’ বলে মনে হওয়ায় তারা তীব্র প্রতিক্রিয়া জানায়। শিক্ষার্থীরা দাবি করে, তারা চাই না কেউ তাদের ক্ষতি গোপন করার চেষ্টা করুক বা পরিস্থিতি সামাল দিতে লোক দেখানো সহানুভূতির আশ্রয় নিক।

বিমান দুর্ঘটনার কারণ ও ব্যর্থতা নিয়ে তদন্ত চলছে। দুর্ঘটনার আশপাশে থাকা ভবনেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

এদিকে শিক্ষার্থীদের এই প্রতিক্রিয়া দেখিয়ে দিচ্ছে, তারা ন্যায়বিচার ও সত্য তথ্য জানতে চায়, দায়ীদের শাস্তি দেখতে চায়।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছিল কিছুটা চাঙা। এই দিনে লেনদেনের... বিস্তারিত