উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে শহরে এসে লাশ হয়ে ফিরল উক্য চিং

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২২ ১০:৪৮:২২
উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে শহরে এসে লাশ হয়ে ফিরল উক্য চিং
ছবিঃ সংগৃহীত

রাজধানীর উত্তরা দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর দগ্ধ হওয়া শিক্ষার্থী উক্য চিং মারমা মারা গেছেন। সোমবার (২১ জুলাই) গভীর রাতে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উক্য চিং মারমা রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া কলেজ পাড়া এলাকার বাসিন্দা উসাইমং মারমার ছেলে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল সে।

ছাত্রটির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার মাসি নেলী মারমা। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে গ্রাম থেকে ঢাকায় এসেছিল আমার বোনের ছেলে। অথচ আজ তাকে লাশ হয়ে ফিরতে হলো। এ শোক আমরা কিছুতেই মেনে নিতে পারছি না।’ নেলী মারমা জানান, উক্য চিংয়ের মরদেহ তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

এর আগে, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (এফটি-৭ বিজিআই) বিধ্বস্ত হয়। বিমানটি মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। তখন ক্যাম্পাসেই অবস্থান করছিল উক্য চিং। আগুনে তার পুরো শরীর দগ্ধ হয়।

দুর্ঘটনার পরপরই তাকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। কিন্তু শরীরের শতভাগ দগ্ধ অবস্থায় কয়েক ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়াই করে হেরে যায় ছোট্ট ছেলেটি।

এই হৃদয়বিদারক দুর্ঘটনায় আরও কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছিল কিছুটা চাঙা। এই দিনে লেনদেনের... বিস্তারিত