পাইলট তৌকিরকে দাফন করা হবে রাজশাহীতে, স্বজনদের আহাজারিতে ভারী শহর

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২২ ১২:৪৭:১০
পাইলট তৌকিরকে দাফন করা হবে রাজশাহীতে, স্বজনদের আহাজারিতে ভারী শহর
যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারানো ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম ছবিঃ সংগৃহী

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারানো ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের মরদেহ দাফন করা হবে রাজশাহীতে। আজ মঙ্গলবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৪টায় রাজশাহী মুক্তিযুদ্ধ স্টেডিয়ামে দ্বিতীয় জানাজা শেষে নগরীর সপুরা গোরস্তানে তার দাফন সম্পন্ন হবে।

তৌকিরের চাচা মতিউর রহমান গণমাধ্যমকে জানান, মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে ঢাকা সেনানিবাসে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে হেলিকপ্টারে মরদেহ নিয়ে যাওয়া হবে রাজশাহীতে। সেখানেই বিকেলে দ্বিতীয় জানাজা শেষে সপুরা গোরস্তানে তাকে সমাহিত করা হবে।

তৌকিরের মৃত্যুতে গভীর শোক ছড়িয়ে পড়েছে পুরো রাজশাহী শহরে। সকাল থেকেই তার ভাড়া বাসায় স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা ভিড় করছেন। অনেকেই কান্নায় ভেঙে পড়ছেন। তৌকিরের বন্ধু-বান্ধব ও পরিচিতজনেরা তার আত্মার মাগফিরাত কামনা করছেন।

জেলা প্রশাসন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দোয়া মাহফিলের আয়োজন করেছে। প্রিয় সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ রাজশাহীর মানুষ।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছিল কিছুটা চাঙা। এই দিনে লেনদেনের... বিস্তারিত