ব্ল্যাক বক্স খুঁজবে উত্তর, গল্প বানানো চলবে না: উপদেষ্টা সাখাওয়াত

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২২ ১২:১৪:৪০
ব্ল্যাক বক্স খুঁজবে উত্তর, গল্প বানানো চলবে না: উপদেষ্টা সাখাওয়াত

রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার (২২ জুলাই) সকালে ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন। এসময় তিনি বলেন, "ঘটনার কারণ কী, তা ব্ল্যাক বক্স বিশ্লেষণ করলেই জানা যাবে। এখানে গল্প বানানোর কোনো সুযোগ নেই। বাস্তবতাই বলবে কী ঘটেছে।"

তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, “এই দুর্ঘটনার ক্ষয়ক্ষতি অপূরণীয়। শিশুরা আহত হয়েছে, একজন মারা গেছে। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে, যাতে এমন ঘটনা আর কখনও না ঘটে। নীতিনির্ধারকদের অবশ্যই ভেবে দেখতে হবে ঘনবসতিপূর্ণ এলাকায় ভবিষ্যতে এমন প্রশিক্ষণ কার্যক্রম চালানো কতটা যৌক্তিক।”

দুর্ঘটনায় ব্যবহৃত বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমান নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি জানান, “যদিও এ বিমানের কাঠামো কিছুটা পুরনো, তবে ইঞ্জিন ও অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ আধুনিকায়ন করা হয়েছে। এটি ব্যবহার উপযোগী ছিল বলে প্রশিক্ষণে ব্যবহৃত হচ্ছিল।”

আহতদের চিকিৎসা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখছে। বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আনার প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামীকালই সিঙ্গাপুর থেকে অভিজ্ঞ চিকিৎসকদের একটি টিম ঢাকায় পৌঁছাবে। যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, চিকিৎসকদের সুপারিশ অনুযায়ী প্রয়োজনে তাদের সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে। শিশুর জীবন বাঁচাতে যা যা দরকার, সরকার তা করবে।”

উল্লেখ্য, সোমবার দুপুরে একটি এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান উত্তরার দিয়াবাড়ি এলাকায় অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হয়। এতে ৮ জন শিশু আহত হয় এবং একজন ছাত্র নিহত হয়। এই মর্মান্তিক ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে।

-রফিক, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছিল কিছুটা চাঙা। এই দিনে লেনদেনের... বিস্তারিত