জনসংঘর্ষপূর্ণ এলাকায় বিমান প্রশিক্ষণের তীব্র সমালোচনা বিএনপির

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২২ ১৪:৫৭:২৩
জনসংঘর্ষপূর্ণ এলাকায় বিমান প্রশিক্ষণের তীব্র সমালোচনা বিএনপির
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় অনুষ্ঠিত এক দোয়া মাহফিলে দেশের সাম্প্রতিক বিমান দুর্ঘটনা প্রসঙ্গে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি প্রশ্ন তোলেন, কেন একটি প্রশিক্ষণ বিমান, যা মূলত যুদ্ধকালীন ফাইটার পাইলটদের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয়, জনবহুল রাজধানীর উত্তরা এলাকার মতো জনসংঘর্ষপূর্ণ স্থানে চালানো হলো?

গয়েশ্বর বলেন, "প্রশিক্ষণ কার্যক্রম সাধারণত জনশূন্য বা নির্জন এলাকায় সম্পাদিত হয়। আমরা জানি, বিমান বাহিনী অত্যন্ত সতর্কতার সঙ্গে দূরবর্তী বা জনবহুল নয় এমন স্থানে এই ধরনের মহড়া করে থাকে। তবে কেন এই ফাইটার বিমানটির প্রশিক্ষণ এমন একটি জনবহুল নগরীতে হলো, তা জনগণের মধ্যে যথেষ্ট প্রশ্নের জন্ম দিয়েছে।"

তিনি আরো বলেন, “মানুষের স্বাভাবিক প্রশ্ন হলো, বিমান বাহিনী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে পূর্ব অভিজ্ঞতা এবং যথাযথ নিরাপত্তার নিশ্চয়তা ছিল কিনা? যেহেতু আমাদের দেশে যুদ্ধকালীন মহড়া প্রতিবছর হলেও তা সাধারণত জনবহুল এলাকা থেকে অনেক দূরে অনুষ্ঠিত হয়।”

এর আগে, একই দিনে বিএনপি রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত শিশু শিক্ষার্থীদের আত্মার শান্তির জন্য বিশেষ মোনাজাত করে। দোয়া মাহফিলের আয়োজন করা হয় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে, যেখানে দলের নেতাকর্মীরা উপস্থিত থেকে শোক প্রকাশ করেন এবং কালো পতাকা উত্তোলন করে জাতীয় শোক পালনের মধ্য দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

দোয়া মাহফিলের এক সংক্ষিপ্ত ভাষণে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “যারা মারা গেছেন, তাদের জন্য আমরা আল্লাহর কাছে শোক নিবেদন করছি। বেঁচে থাকা পরিবারগুলোও যেন এই ট্রাজেডি থেকে সুস্থভাবে বেরিয়ে আসতে পারে, সেটাই কামনা করি। এই শিশুরা আমাদের ভবিষ্যৎ, তাদের চলে যাওয়া শুধু তাদের পরিবার নয়, গোটা জাতির জন্য অপূরণীয় ক্ষতি।”

দোয়া মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সঞ্চালনা করেন। এতে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, জাসাসের হেলাল খান, জাকির হোসেন রোকন, ছাত্র দলের রাকিবুল ইসলাম রাকিবসহ অন্যান্য নেতারা।

-শরিফুল,নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছিল কিছুটা চাঙা। এই দিনে লেনদেনের... বিস্তারিত