নির্বাচন কমিশনের কঠোর নজরে ১৪৪ নতুন দল, এনসিপির ‘শাপলা’ প্রতীকের লড়াই তীব্র

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২১ ১১:২২:৪২
নির্বাচন কমিশনের কঠোর নজরে ১৪৪ নতুন দল, এনসিপির ‘শাপলা’ প্রতীকের লড়াই তীব্র

নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য দেশের ১৪৪টি দল নির্বাচন কমিশনে আবেদন করলেও, প্রাথমিক যাচাইয়ে কোনোটিই কমিশনের নির্ধারিত শর্ত পূরণ করতে পারেনি। ফলে দলগুলোর ঘাটতি পূরণের জন্য ১৫ দিনের সময় বেঁধে দিয়ে পর্যায়ক্রমে চিঠি পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এদের মধ্যে রয়েছে আলোচিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, চিঠিতে প্রতিটি দলের আবেদনে সুনির্দিষ্ট ঘাটতির বিষয় উল্লেখ করে তা নির্ধারিত সময়ের মধ্যে সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। ইসির যুগ্ম সচিব আব্দুল হালিম বলেন, “প্রথম ধাপে অনেক দলই শতভাগ শর্ত পূরণ করতে পারে না। তাই আমরা নিয়ম অনুযায়ী ঘাটতি পূরণের সময় দিচ্ছি।”

এর মধ্যেই ছড়িয়ে পড়ে গুজব এনসিপির নিবন্ধন আবেদন বাতিল হয়েছে। এনসিপির নেতারা দাবি করছেন, এটি মিথ্যা প্রচার এবং ইসির চিঠি আসলে একটি স্বাভাবিক প্রক্রিয়ার অংশ মাত্র। দলটির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা জানান, “আমরা আইন অনুযায়ী সব শর্ত পূরণ করেছি। কিছু কাগজপত্রে পুনরাবৃত্তি ও কিছু ভোটারের জাতীয় পরিচয়পত্রে তথ্য ঘাটতি ছিল, যেগুলো আমরা দ্রুতই সংশোধন করে জমা দেব।”

২০২৪ সালের ২০ এপ্রিল নির্বাচন কমিশন নতুন দলের নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করে। পরে সময়সীমা বাড়িয়ে ২২ জুন পর্যন্ত করা হয়। এই সময়ের মধ্যে ১৪৪টি দল আবেদন জমা দিলেও, নিয়ম অনুযায়ী কমপক্ষে এক-তৃতীয়াংশ জেলায় কার্যকর কমিটি, ১০০ উপজেলা বা মেট্রো থানায় ২০০ ভোটারের স্বাক্ষর সমর্থন, দলের গঠনতন্ত্র, কেন্দ্রীয় কমিটির তালিকা, ব্যাংক হিসাবসহ সব নথি জমা দিতে হয়নি অনেক দলের পক্ষেই।

এনসিপি গত জুনে জমা দেওয়া আবেদনে ৪৩ হাজার পৃষ্ঠার কাগজপত্র জমা দেয়। তবে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ জানিয়েছেন, এনসিপিও প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হয়নি। এনসিপির দাবি, তাদের বেশিরভাগ শর্ত পূরণ করা হয়েছে, কিছু তথ্য পূর্ণতা না পাওয়ায় কমিশন চিঠি পাঠিয়েছে, যা স্বাভাবিক প্রক্রিয়ার অংশ।

দলের প্রতীক হিসেবে ‘শাপলা’ দাবি করেছিল এনসিপি। একই সঙ্গে তারা ‘কলম’ ও ‘মোবাইল’ প্রতীককেও পছন্দ তালিকায় রেখেছিল। দলটির শীর্ষ নেতারা বিষয়টি নিয়ে দুই দফায় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকও করেন। কিন্তু ১০ জুলাই কমিশন জানায়, শাপলা প্রতীকটি কোনো দলকেই দেয়া হবে না।

প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিন জানান, শাপলাকে ঘিরে নানা জটিলতা এবং আগের একটি দলের দাবি বিবেচনায় প্রতীকের তালিকা থেকে শাপলাকে বাদ দেওয়া হয়েছে।

এনসিপি এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্ত বলে মনে করছে। দলটির যুগ্ম সদস্য সচিব আরিফুল ইসলাম আদীব বলেন, “প্রথম থেকেই ইসি শাপলা প্রতীক নিয়ে রাজনৈতিক আচরণ করছে। আমাদের প্রভাবিত করার চেষ্টা হচ্ছে।”

ইসি জানিয়েছে, চিঠির মাধ্যমে দেওয়া ১৫ দিনের মধ্যে যেসব দল ঘাটতি পূরণ করতে পারবে, কেবল তাদেরই মাঠপর্যায়ের যাচাই-বাছাই শেষে চূড়ান্ত নিবন্ধন প্রদান করা হবে। ইতোমধ্যে ৬২টি দলকে প্রথম দফায় চিঠি দিয়েছে ইসি, দ্বিতীয় দফায় আরও ৮২টি দলকে চিঠি দেওয়া হয়েছে।

নিবন্ধনের এই প্রক্রিয়া ও শর্তপূরণ নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়ছে। এনসিপিসহ নতুন রাজনৈতিক দলগুলোর জন্য এটি এক গুরুত্বপূর্ণ পরীক্ষার সময়। নিবন্ধনের লড়াইয়ের পাশাপাশি প্রতীক নিয়ে বিরোধ ইসির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলছে বিভিন্ন মহল।

-রাফসান, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ