চলচ্চিত্রের বাইরেও বুবলীর ঝলক, আসছে ‘ময়না’

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২১ ১১:০৪:৪৬
চলচ্চিত্রের বাইরেও বুবলীর ঝলক, আসছে ‘ময়না’
ছবিঃ সত্য নিউজ

চলচ্চিত্রের গানে পারফরম্যান্সের জন্য পরিচিত জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী এবার হাজির হচ্ছেন একেবারে নতুন এক আঙ্গিকে—একটি স্ট্যান্ডঅ্যালোন মিউজিক ভিডিওতে। ‘ময়না’ শিরোনামের এই নাচের গানটি নির্মিত হয়েছে বড় বাজেটে এবং সম্পূর্ণ ফিল্মি ধাঁচে। এটি গানচিল মিউজিকের নতুন প্রজেক্ট ‘বাংলা অরিজিনালস’-এর প্রথম গান, যার কেন্দ্রবিন্দুতে আছেন বুবলী।

গানটিতে বুবলীর সঙ্গে পারফর্ম করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা শরাফ আহমেদ জীবন। গানটির দৃশ্যধারণ হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)-তে নির্মিত একটি বিশাল সেটে, জমকালো আয়োজনের মধ্য দিয়ে।

‘ময়না’ গানটি কণ্ঠ দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী কনাল এবং ভারতের কলকাতার সংগীত পরিচালক আকাশ সেনের সুরে সাজানো এই গানের কথা লিখেছেন আসিফ ইকবাল। এছাড়া নীলয় ডি রকস্টারও কনালের সঙ্গে কণ্ঠ দিয়েছেন গানটিতে।

এই গানটির মাধ্যমে প্রথমবারের মতো চলচ্চিত্রের বাইরে কোনো গানের ভিডিওতে অংশ নিলেন বুবলী। এই অভিজ্ঞতা প্রসঙ্গে বুবলী বলেন, “এটা আমার জন্য একেবারেই নতুন একটা অভিজ্ঞতা। সিনেমার অনেক গানে কাজ করেছি, কিন্তু আলাদা করে শুধু গানের জন্য ভিডিওতে কাজ করা এবারই প্রথম। গানটি এমনই নাচের—শোনামাত্রই মনে হয় পারফর্ম করতে হবে! তাই ভেবেছি, এমন একটা গান থাকা উচিত যেটা মঞ্চে বারবার পরিবেশন করা যায়। এ কারণেই সিনেমার বাইরেও এই গানে অংশ নিয়েছি।”

গানটির ভিডিও পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। এর আগে গানচিলের একাধিক মিউজিক ভিডিও পরিচালনা করেছেন তিনি। নিজের অভিজ্ঞতা নিয়ে অংশু বলেন, “গানচিলের সঙ্গে আমার আগে থেকেই কাজের সম্পর্ক ছিল। এবার যেহেতু ‘বাংলা অরিজিনালস’-এর প্রথম গান, তাই চেয়েছি যেন গানটি মজা, নাচ এবং গানচিলের নিজস্ব ধারা—সবকিছুর সমন্বয় হয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় গানটি দুর্দান্ত হয়েছে বলেই আমার বিশ্বাস।”

লিরিকিস্ট আসিফ ইকবাল সামাজিক মাধ্যমে বুবলীর একটি স্থিরচিত্র শেয়ার করে লিখেছেন, “বুবলী আসছে ‘ময়না’ হয়ে।” গানটি প্রকাশিত হবে ২৪ জুলাই, গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে।

এর আগেও বুবলী ‘মিস বুবলী’, ‘আগুন লাগাইও’, ‘সুরমা সুরমা’, ‘তুমি আমার জীবন’ এবং ‘মেঘের নৌকা’-র মতো হিট সিনেমার গানে পারফর্ম করে দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছেন। এবার তিনি ‘ময়না’-র মাধ্যমে নতুন মাত্রা যোগ করতে চলেছেন তার ক্যারিয়ারে।

-শারমিন সুলতানা, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছিল কিছুটা চাঙা। এই দিনে লেনদেনের... বিস্তারিত