ঢাকায় আবারও বেড়েছে দূষণ, বাতাস 'অস্বাস্থ্যকর' পর্যায়ে

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২১ ১১:২০:১২
ঢাকায় আবারও বেড়েছে দূষণ, বাতাস 'অস্বাস্থ্যকর' পর্যায়ে
বায়ুদূষণের পরিস্থিতি। ছবি : সংগৃহীত

বিশ্বজুড়ে বেড়ে চলেছে বায়ুদূষণের মাত্রা, যার প্রভাব থেকে বাদ যাচ্ছে না বাংলাদেশও। গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে ঢাকার বায়ুমান কিছুটা উন্নত হলেও সোমবার (২১ জুলাই) সকালে আবারও রাজধানীর বাতাসে দূষণের মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়েছে।

সকালে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার-এর তথ্য অনুযায়ী, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর দাঁড়িয়েছে ১৪৫। এই স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়। ফলে শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের জন্য এই বায়ু পরিস্থিতি ঝুঁকিপূর্ণ।

বিশ্বের দূষিত শহরের তালিকায় এদিন প্রথম অবস্থানে ছিল উগান্ডার রাজধানী কামপালা (AQI ১৫৪)। এরপর ছিল চিলির সান্তিয়াগো (AQI ১৪৮), তৃতীয় স্থানে ছিল ঢাকা, চতুর্থে সংযুক্ত আরব আমিরাতের দুবাই (AQI ১২৯) এবং পঞ্চম স্থানে ছিল ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা।

আইকিউএয়ারের স্কোর অনুযায়ী:

০–৫০: ভালো

৫১–১০০: মাঝারি

১০১–১৫০: সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর

১৫১–২০০: সবার জন্য অস্বাস্থ্যকর

২০১–৩০০: খুব অস্বাস্থ্যকর

৩০১–৪০০: বিপজ্জনক (ঝুঁকিপূর্ণ)

বায়ুদূষণের এই পরিমাপ সাধারণত পাঁচটি দূষকের ওপর ভিত্তি করে করা হয়: পিএম২.৫, পিএম১০, নাইট্রোজেন ডাইঅক্সাইড (NO₂), সালফার ডাইঅক্সাইড (SO₂), কার্বন মনোক্সাইড (CO) এবং ওজোন (O₃)। বিশেষজ্ঞদের মতে, দূষিত বায়ু সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর হলেও সবচেয়ে বেশি বিপদে থাকে শিশু, প্রবীণ, অসুস্থ ও অন্তঃসত্ত্বা নারীরা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, বায়ুদূষণের কারণে প্রতি বছর সারা বিশ্বে প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। এতে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে স্ট্রোক, হৃদরোগ, ফুসফুসের ক্যানসার ও শ্বাসতন্ত্রের জটিল রোগে।

চলমান দূষণের প্রেক্ষাপটে বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন—অপ্রয়োজনে বাইরে বের না হওয়া, মাস্ক ব্যবহার, বায়ু বিশুদ্ধকরণ যন্ত্রের ব্যবহার এবং বাচ্চা ও অসুস্থদের বিশেষভাবে ঘরে রাখা।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ