খুলনায় চলতি বছরের প্রথম করোনায় মৃত্যু

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২১ ১২:২১:০২
খুলনায় চলতি বছরের প্রথম করোনায় মৃত্যু
ছবিঃ সংগৃহীত

খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দীপ রায় (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২১ জুলাই) রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। চলতি বছর খুলনায় এটি প্রথম করোনা সংক্রমণে মৃত্যু।

খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ও করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. খান আহমেদ ইশতিয়াক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দীপ রায় খুলনার বটিয়াঘাটা উপজেলার স্বপ্নপুরী এলাকার বাসিন্দা ছিলেন। করোনা আক্রান্ত হয়ে তিনি প্রথমে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে রোববার বিকেলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ