ক্ষমতায় গেলে কী হবে সাকিবের? সরাসরি জবাব ফখরুলের

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২১ ১১:৫১:০০
ক্ষমতায় গেলে কী হবে সাকিবের? সরাসরি জবাব ফখরুলের
ছবিঃ সংগৃহীত

সাকিব আল হাসান কি আবার বাংলাদেশের জাতীয় দলে ফিরতে পারবেন? সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত প্রশ্নগুলোর একটি এখন এটি। এ নিয়ে এবার মুখ খুললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে গিয়ে এ প্রশ্নের মুখোমুখি হন ফখরুল। টি স্পোর্টসের এক প্রতিবেদক জানতে চান, বিএনপি যদি ভবিষ্যতে সরকার গঠন করে, তবে সাকিবের জাতীয় দলে ফেরার সম্ভাবনা থাকবে কি না।

জবাবে ফখরুল বলেন, “সেটা সাকিবের ফর্মের ওপর নির্ভর করবে। তখন সে ক্রিকেটে থাকবে কি না, সেটাও গুরুত্বপূর্ণ। আমি কখনো খেলাধুলায় রাজনীতি আনতে চাইনি এবং বিশ্বাসও করি না। যে যোগ্য, সে অবশ্যই দলে আসবে।”

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশ ছেড়ে যান সাকিব। সেই থেকে তিনি জাতীয় দলের বাইরে। এরপর পাকিস্তান ও ভারতের বিপক্ষে বিদেশ সফরে খেললেও দেশে আর ফেরা হয়নি। এমনকি গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলার জন্য দেশে ফিরতে চেয়েছিলেন সাকিব। কিন্তু রাজনৈতিক বিরোধিতা এবং আন্দোলনের মুখে দুবাই থেকে সরাসরি যুক্তরাষ্ট্রে ফিরে যান তিনি।

এই ঘটনার পর সাকিবের বিরুদ্ধে একাধিক মামলা হয়, যা তার দেশে ফেরা এবং দলে ফেরা আরও অনিশ্চিত করে তোলে। অনেকেই মনে করছেন, সাকিব হয়তো বাংলাদেশের হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন।

তবে কয়েকদিন আগে আবারও সাকিবের দলে ফেরার গুঞ্জন ওঠে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম জানিয়েছেন, তিনি সাকিবের সঙ্গে যোগাযোগ করবেন। যদিও এখনো সাকিবের ঘরে ফেরা কিংবা মাঠে নামার তেমন কোনো নিশ্চিত সংকেত মেলেনি।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ