পুড়ে যাওয়া আলবিরাকে কোলে তুলে নিল স্কুলের বড় ভাই

রাজধানী ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২১ ২১:৫৯:৫৩
পুড়ে যাওয়া আলবিরাকে কোলে তুলে নিল স্কুলের বড় ভাই
ছবি:সমকাল

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় এক ভয়াবহ মুহূর্তে জ্বলন্ত ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফিরেছে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রোবাইদা নূর আলবিরা। পোড়া শরীর নিয়ে ছুটে আসা শিশুটিকে বাঁচাতে এগিয়ে যান একাদশ শ্রেণির ছাত্র সায়েম খান। এই মানবিক সাহসিকতা রীতিমতো নাড়া দিয়েছে সবার হৃদয়।

সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আলবিরার পাশে দাঁড়িয়ে সায়েম বলেন, “হঠাৎ বিকট শব্দ শুনি। দেখি বিশাল আগুন। এর মধ্যে দেখি একটা ছোট মেয়ে এগিয়ে আসছে, মুখে বলছে— ভাইয়া আমাকে ধরো। আমি কাছে যেতেই সে আমার কাঁধে পড়ে যায়। ওর আইডি কার্ডটা আমার কাছে রাখি। এরপর একটি রিকশায় করে ওকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করি।”

সায়েম জানান, রাস্তায় এক নারী কাঁদতে কাঁদতে অনুরোধ করেন, “বাবা আমার মেয়েকেও হাসপাতালে নাও।” এরপর দুইজনকে নিয়েই ঘুরে ঘুরে উত্তরার বিভিন্ন হাসপাতালে যান তিনি। কিন্তু কোথাও সঠিক চিকিৎসা পাচ্ছিলেন না। পরে অ্যাম্বুলেন্সে করে আলবিরাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন।

ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আলবিরার মা রওশন ইয়াসমিন বলেন, “সায়েম না থাকলে আমার মেয়ের কী হতো জানি না। ওকে আমরা আগে চিনতাম না। স্কুলের একজন বড় ভাই হয়ে সে যা করেছে, তা আমাদের পরিবারের জন্য আশীর্বাদ।”

চিকিৎসার পর সায়েম বিদায় নিতে গেলে শিশুটির মা চোখ ভেজা চোখে তার হাতে মেয়ের আইডি কার্ডটি বুঝিয়ে নেন। সায়েম বলেন, “আন্টি, এখন বাসায় যাচ্ছি। আবার আসব ওর খোঁজ নিতে।” এ সময় মায়ের চোখের কোণে ঝরছিল অশ্রু।

মানবিক এই ঘটনাটি শুধু সাহসিকতা নয়, বরং এক তরুণ শিক্ষার্থীর মন ছুঁয়ে যাওয়া দৃষ্টান্ত হয়ে উঠেছে— এমন এক সময়ে, যখন চারদিকে হতাশা আর আতঙ্ক ছড়িয়ে রয়েছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছিল কিছুটা চাঙা। এই দিনে লেনদেনের... বিস্তারিত