মাইলস্টোন দুর্ঘটনা

উত্তরার দুর্ঘটনায় নিহত বেড়ে ২৭, ২৫ জনই শিশু

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২২ ০৮:৫৬:০৮
উত্তরার দুর্ঘটনায় নিহত বেড়ে ২৭, ২৫ জনই শিশু
ছবিঃ সংগৃহীত

রাজধানীর উত্তরা দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। নিহতদের মধ্যে ২৫ জনই শিশু, যাদের বয়স অনেকের ১২ বছরের নিচে। দুর্ঘটনায় আরও একজন চিকিৎসক ও একজন পাইলট প্রাণ হারিয়েছেন।

মঙ্গলবার (২২ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

তিনি জানান, বর্তমানে ৭৮ জন আহত ব্যক্তি দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে দুজন ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে ভেন্টিলেশনে আছেন। তিনি বলেন, “আহত শিশুদের অনেকের শরীরের বড় অংশ দগ্ধ হয়েছে। আমরা তাদের বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

দুর্ঘটনাটি ঘটে সোমবার দুপুর ১টা ১৮ মিনিটে, যখন বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফটি-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান দিয়াবাড়ী এলাকার মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। বিমানটি উড্ডয়ন করেছিল দুপুর ১টা ৬ মিনিটে, আর মাত্র ১২ মিনিট পরই দুর্ঘটনায় পড়ে।

প্রশিক্ষণ বিমানটিতে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির একাই ছিলেন। বিমানটি মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়, যা স্কুলের শ্রেণিকক্ষে ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ প্রাণহানির কারণ হয়।

সরকার, সামরিক বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো ঘটনাটি তদন্তের প্রস্তুতি নিচ্ছে। সারাদেশে চলছে শোক আর হতবিহ্বলতা। নিহত শিশুদের প্রতি শ্রদ্ধা জানাতে এরই মধ্যে রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছিল কিছুটা চাঙা। এই দিনে লেনদেনের... বিস্তারিত