উত্তরার মর্মান্তিক দুর্ঘটনায় পাকিস্তানের ‘গভীর শোক’ প্রকাশ

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২১ ২২:০৯:৩৪
উত্তরার মর্মান্তিক দুর্ঘটনায় পাকিস্তানের ‘গভীর শোক’ প্রকাশ
ছবিঃ সংগৃহীত

ঢাকার উত্তরা এলাকায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু মানুষের প্রাণহানির ঘটনায় গভীর শোক জানিয়েছে পাকিস্তান। বিশেষ করে মাইলস্টোন স্কুলে ঘটনাটি ঘটায় হতাহতদের মধ্যে শিশুদের সংখ্যাও ছিল উল্লেখযোগ্য, যা পুরো ঘটনায় আরও বেদনাদায়ক রূপ দিয়েছে।

পাকিস্তানের পক্ষ থেকে দেওয়া এক সরকারি বিবৃতিতে জানানো হয়, “ঢাকার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় শিশুদের প্রাণহানিতে আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবার, বাংলাদেশ সরকার এবং দেশের জনগণের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা রইল।” তারা আরও জানায়, এই কঠিন সময়ে বাংলাদেশের পাশে আছে পাকিস্তান এবং ভবিষ্যতেও এই সংহতি অব্যাহত থাকবে।

এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ‘এক্স’-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বলেন, “ঢাকায় একটি স্কুলের ওপর বিমানবাহিনীর জেট বিধ্বস্ত হয়ে অনেক প্রাণহানি ঘটেছে। এতে আমি অত্যন্ত শোকাহত। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। এই দুঃখের মুহূর্তে বাংলাদেশের সরকার ও জনগণের পাশে রয়েছে পাকিস্তান।”

সরকারিভাবে জানানো হয়েছে, এখন পর্যন্ত এই দুর্ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও দেড় শতাধিক মানুষ। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বার্ন ইনস্টিটিউটসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, বেশিরভাগ আহতই দগ্ধ অবস্থায় রয়েছেন।

বিমানটি ‘এফ-৭ বিজেআই’ মডেলের একটি প্রশিক্ষণ বিমান ছিল, যা সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়। ঘটনার পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায় এবং আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায় দূর থেকেও। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সরকার থেকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছিল কিছুটা চাঙা। এই দিনে লেনদেনের... বিস্তারিত