উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: উদ্ধারকাজ আজকের মতো সমাপ্ত, নিহত বেড়ে ২০

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২১ ২১:৪০:৪৮
উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: উদ্ধারকাজ আজকের মতো সমাপ্ত, নিহত বেড়ে ২০
মঙ্গলবার সকালে আবারও উদ্ধারকাজ শুরু হবে/ছবি: জাগো নিউজ

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আজকের মতো উদ্ধার কার্যক্রম শেষ হয়েছে। সোমবার (২১ জুলাই) রাতে ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মহিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, “ঘটনাস্থলে আর কোনো মরদেহ পাওয়া যায়নি। আমাদের উদ্ধারকাজ আজকের মতো শেষ হয়েছে। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিমানবাহিনী, সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সাধারণ মানুষ, শিক্ষার্থী ও সংবাদকর্মীরাও সহযোগিতা করেছেন—এজন্য সবাইকে ধন্যবাদ জানাই।”

ডিসি আরও বলেন, “পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাইলস্টোন কলেজ ক্যাম্পাস সিলগালা থাকবে। কেউ প্রবেশ করতে পারবে না। মঙ্গলবার সকাল থেকে সিআইডি, বিমানবাহিনী ও অন্যান্য সংশ্লিষ্ট বিশেষজ্ঞ দল আবারও কাজ শুরু করবেন।”

এর আগে দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করে। কিছুক্ষণ পরেই সেটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার হল ভবনের ক্যানটিনের ছাদে আছড়ে পড়ে। তাৎক্ষণিকভাবে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করে ফায়ার সার্ভিস।

ঘটনার পর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও অন্তত ১৭১ জন।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছিল কিছুটা চাঙা। এই দিনে লেনদেনের... বিস্তারিত