খুলনায় রাতের অন্ধকারে ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন, চাঁদাবাজির সন্দেহ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২২ ১০:০৪:৫৬
খুলনায় রাতের অন্ধকারে ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন, চাঁদাবাজির সন্দেহ
ছবিঃ সংগৃহীত

খুলনার নিরালা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জাকির হোসেন (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (২১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নিরালা কাঁচাবাজার সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ছুরিকাঘাতের পর তিনি রাস্তায় পড়ে গেলে স্থানীয়রা দ্রুত তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত জাকির হোসেনের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায়। তিনি খুলনা শহরের নিরালা ১৭ নম্বর সড়কের একটি বাসায় ভাড়া থাকতেন এবং একই এলাকায় তাঁর একটি দোকান ছিল। পাশাপাশি তিনি একটি মশার কয়েল কোম্পানির ডিলার হিসেবে কাজ করতেন।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানান, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে পিঠ ও পেটে আঘাত করে পালিয়ে যায়। ছুরিকাঘাতের পর জাকির হোসেন দৌড়ে একটি দোকানের পাশে পড়ে যান। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওসি আরও জানান, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখনো পরিষ্কার নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—চাঁদাবাজি কিংবা পূর্ব শত্রুতার জেরেই এ ঘটনা ঘটেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

স্থানীয়রা বলছেন, জাকির হোসেন ছিলেন শান্ত স্বভাবের ও পরিচিত ব্যবসায়ী। তাঁর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছিল কিছুটা চাঙা। এই দিনে লেনদেনের... বিস্তারিত