রাজশাহীতে আতশবাজি নিয়ে বন্ধুর হাতে বন্ধু খুন, তিনজনের যাবজ্জীবন!

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২২ ০৯:২৩:২৩
রাজশাহীতে আতশবাজি নিয়ে বন্ধুর হাতে বন্ধু খুন, তিনজনের যাবজ্জীবন!
রায় ঘোষণা দিন সকাল থেকেই আশিক ইসলামের মাসহ আত্মীয়-স্বজন ও এলাকাবাসী ফাঁসির দাবিতে বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে আদালত চত্বরে দাঁড়িয়ে থাকেন। ছবি: সমকাল

রাজশাহীর চারঘাটে ঈদে আতশবাজি কেনাকে কেন্দ্র করে সংঘর্ষে কলেজছাত্র আশিক ইসলামকে হত্যার ঘটনায় একই পরিবারের তিন সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২১ জুলাই) রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মহিদুজ্জামান এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্তরা হলেন—নিহত আশিক ইসলামের বন্ধু আশিক আলী, তার বাবা কালাম আলী ও বড় ভাই আরিফ আলী।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুন্সি আবুল কালাম আজাদ জানান, দণ্ডিতদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় আসামি আশিক আলীর মা আরিফা বেগমকে খালাস দেওয়া হয়েছে।

মামলার নথিতে বলা হয়, ২০২১ সালের জুলাই মাসে কোরবানির ঈদের আগের দিন রাতে চারঘাট উপজেলার কাঁকড়ামারী বাজারে বন্ধুদের সঙ্গে আতশবাজি কিনতে যায় আশিক ইসলাম। ফেরার পথে তার বন্ধুরা মিলে আশিক আলীর সঙ্গে দেখা করে। তখন আশিক আলী মজা করে তিনটি আতশবাজি নিয়ে পালিয়ে যায়।

রাত ১০টার দিকে আশিক ইসলামসহ কয়েকজন বন্ধু আতশবাজি উদ্ধারে আশিক আলীর বাড়িতে গেলে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আশিক ইসলাম গুরুতর আহত হয় এবং হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার পরদিন আশিক ইসলামের বাবা আসলাম আলী চারঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত তিনজন আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।

রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার ইঙ্গিত দিয়ে আশিক ইসলামের বাবা বলেন, “আমার ছেলেকে যারা হত্যা করেছে, তাদের ফাঁসি চাই। যাবজ্জীবন সাজায় আমরা সন্তুষ্ট নই, আইনগতভাবে আমরা আরও পদক্ষেপ নেব।”

রায় ঘোষণার দিন সকাল থেকেই নিহত আশিক ইসলামের মা, স্বজন ও স্থানীয়রা আদালত চত্বরে ফাঁসির দাবিতে প্ল্যাকার্ড নিয়ে উপস্থিত ছিলেন।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছিল কিছুটা চাঙা। এই দিনে লেনদেনের... বিস্তারিত