মাইলস্টোন দুর্ঘটনা

উত্তরায় বিমান দুর্ঘটনা: ‘তথ্য গোপনের’ অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি, সরকারের পক্ষ থেকে ব্যাখ্যা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২২ ১০:০৯:০৮
উত্তরায় বিমান দুর্ঘটনা: ‘তথ্য গোপনের’ অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি, সরকারের পক্ষ থেকে ব্যাখ্যা
ছবিঃ সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের বিষয়ে তথ্য গোপন করা হচ্ছে—এমন অভিযোগে রাতভর ওই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দা ও নিহতদের স্বজনদের অনেকে দাবি করেন, ঘটনাস্থলে প্রকৃত পরিস্থিতি আড়াল করার চেষ্টা চলছে।

তবে মঙ্গলবার (২২ জুলাই) সকালে অন্তর্বর্তী সরকারের প্রেস উইং এক বিবৃতিতে এসব অভিযোগ নাকচ করে দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনায় হতাহতের বিষয়ে তথ্য গোপনের যে দাবি করা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।

সরকারি বিবৃতিতে জানানো হয়, “আমরা অত্যন্ত দৃঢ়ভাবে জানাতে চাই, এ ধরনের কোনো তথ্য গোপন করা হয়নি।” এতে আরও বলা হয়, “এই মর্মান্তিক দুর্ঘটনার পর সরকার, সেনাবাহিনী প্রশাসন, স্কুল কর্তৃপক্ষ এবং হাসপাতাল সমন্বিতভাবে কাজ করছে। আহত ও নিহতদের পরিচয় নিশ্চিত করতে রেজিস্ট্রি খাতা, হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের তালিকা এবং প্রয়োজন হলে ডিএনএ টেস্টও করা হচ্ছে।”

প্রেস উইং আরও জানায়, নিখোঁজ ব্যক্তিদের তথ্য জানাতে মাইলস্টোন স্কুলে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। যাঁদের স্বজন এখনও নিখোঁজ রয়েছেন, তাঁদের দ্রুত স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, নিহতদের প্রত্যেকের পরিচয় নিশ্চিত করে তালিকা তৈরি করা হচ্ছে এবং পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে সরকার। মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা চালানো হচ্ছে বলেও জানানো হয়েছে বিবৃতিতে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছিল কিছুটা চাঙা। এই দিনে লেনদেনের... বিস্তারিত