১৩৪ প্রতিষ্ঠান থেকে কেউই পাস করেনি, ২০২৫ সালে পাসের হার হ্রাস

শিক্ষা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১০ ২০:৩৭:৫২
১৩৪ প্রতিষ্ঠান থেকে কেউই পাস করেনি, ২০২৫ সালে পাসের হার হ্রাস

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় ১৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। যা গত বছরের তুলনায় প্রায় তিনগুণ বেশি। ২০২৪ সালে এ সংখ্যা ছিল ৫১টি।

অন্যদিকে, শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও উল্লেখযোগ্য হারে কমেছে। এবার ৯৮৪টি প্রতিষ্ঠান শতভাগ পাসের কৃতিত্ব দেখাতে পেরেছে। গত বছর এ সংখ্যা ছিল ২ হাজার ৯৬৮টি।

বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা বোর্ডের চেয়ারম্যান ও আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির।

তিনি জানান, এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। গত বছর এ হার ছিল ৮৩ দশমিক ৪ শতাংশ। ফলে পাসের হার কমেছে ১৪ দশমিক ৯৫ শতাংশ।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ১০ এপ্রিল। নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। যা ২০২৪ সালের তুলনায় প্রায় এক লাখ কম।

শিক্ষা বিশ্লেষকরা বলছেন, ফলাফল বিশ্লেষণে দেখা যাচ্ছে শিক্ষার্থীদের মৌলিক বিষয়ে দুর্বলতা এবং করোনাপরবর্তী শিক্ষাগত ঘাটতির প্রভাব এখনও কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। শিক্ষাব্যবস্থায় দীর্ঘমেয়াদি কাঠামোগত উন্নয়নের আহ্বান জানানো হচ্ছে।

সত্য প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ