এসএসসি ফলাফল হাতে পেল ১৯ লাখ শিক্ষার্থী, এবার কেমন হল?

শিক্ষা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১০ ১৪:২২:৪৩
এসএসসি ফলাফল হাতে পেল ১৯ লাখ শিক্ষার্থী, এবার কেমন হল?

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার (১০ জুলাই) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। দুপুর ২টায় সারাদেশে একযোগে এই ফল প্রকাশিত হয়, যা এবারের শিক্ষাবর্ষে মূল্যায়ন প্রক্রিয়ার গতিশীলতা ও দক্ষ ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রচলিত ধারার বাইরে গিয়ে এবার ফল প্রকাশ উপলক্ষে কোনো আনুষ্ঠানিক অনুষ্ঠান আয়োজন করা হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ফল প্রকাশ সম্পন্ন হয়েছে অনাড়ম্বর পরিবেশে, শুধুমাত্র ওয়েবসাইট ও মোবাইল এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হয় ফলাফল। এতে সময় ও সম্পদের সাশ্রয় যেমন হয়েছে, তেমনি প্রযুক্তিনির্ভর ও ডিজিটাল প্রশাসনিক সংস্কৃতির প্রতিফলনও ঘটেছে।

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল, শেষ হয় ১৩ মে। অর্থাৎ মাত্র ৫৮ দিনের ব্যবধানে ফল প্রকাশ সম্ভব হয়েছে, যা বাংলাদেশে একটি বিরল দৃষ্টান্ত। এর মাধ্যমে বোর্ডগুলো পরীক্ষার গ্রহণ, মূল্যায়ন ও ফলাফল প্রকাশের প্রক্রিয়ায় যে দক্ষতা ও স্বচ্ছতা বজায় রেখেছে, তা প্রশংসাযোগ্য।

এবারের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন, যা গত বছরের তুলনায় প্রায় এক লাখ কম। এই সংখ্যা কমে আসার পেছনে রয়েছে জনসংখ্যাগত পরিবর্তন, কোভিড-পরবর্তী শিক্ষাক্ষেত্রে ঝরেপড়া প্রবণতা এবং শিক্ষাব্যবস্থায় সামগ্রিক মনোভাবের রূপান্তর। নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের একত্রে মূল্যায়নের মধ্য দিয়ে সরকার সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে চেয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

ফলাফল যাচাইয়ের জন্য শিক্ষার্থীরা www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে নিজের ফলাফল দেখতে পারছে। পাশাপাশি, মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে ‘SSC (বোর্ডের প্রথম তিন অক্ষর) (রোল নম্বর) 2025’ ফরম্যাটে ১৬২২২ নম্বরে পাঠিয়েও ফল জানা যাচ্ছে। দাখিল পরীক্ষার্থীদের জন্যও রয়েছে আলাদা অনলাইন ও এসএমএস পদ্ধতি।

প্রতিষ্ঠানভিত্তিক ফল জানার জন্য প্রধান শিক্ষকরা eboardresults.com ওয়েবসাইটে গিয়ে EIIN নম্বর ব্যবহার করে প্রতিষ্ঠানের সমষ্টিগত ফলাফল ডাউনলোড করতে পারছেন। এছাড়াও, কেন্দ্র সচিবদের মাধ্যমে বোর্ড নির্ধারিত পদ্ধতিতে ফল সংরক্ষিত কপি সংগ্রহ ও বিতরণের কার্যক্রমও চলমান।

বিশ্লেষকদের মতে, ফলাফল প্রকাশের এই আধুনিক ও কার্যকর পদ্ধতি শিক্ষার্থীদের মানসিক চাপ কমিয়ে এনেছে এবং অভিভাবকদের জন্যও ফলাফল প্রাপ্তি সহজতর করেছে। একইসঙ্গে, ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অভিযাত্রায় এটি একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে প্রতীয়মান।

-রফিক, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ