২০২৫ সালের এসএসসি: ফলাফল বলছে কে এগিয়ে, কে পিছিয়ে

শিক্ষা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১০ ১৫:০৩:৪৬
২০২৫ সালের এসএসসি: ফলাফল বলছে কে এগিয়ে, কে পিছিয়ে

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় একযোগে প্রকাশ করেছে দেশের ১১টি শিক্ষা বোর্ড। এবার গড় পাসের হার হয়েছে ৬৮ দশমিক ৪৫ শতাংশ। এই ফলাফল পূর্ববর্তী বছরের তুলনায় কিছুটা নিম্নমুখী। শিক্ষাবোর্ড ও নীতিনির্ধারকদের মতে, এই চিত্র দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে শিক্ষার মান, কাঠামো এবং সুযোগ-সুবিধার বৈষম্যকেই তুলে ধরছে।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এ বছর পাসের হারে সবার শীর্ষে রয়েছে রাজশাহী বোর্ড। সেখানে ৭৭ দশমিক ৬৩ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে যশোর বোর্ড, যেখানে পাসের হার ৭৩ দশমিক ৬৯ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে কারিগরি শিক্ষা বোর্ড, যেখানে পাস করেছে ৭৩ দশমিক ৬৩ শতাংশ শিক্ষার্থী। চট্টগ্রাম বোর্ডেও ফলাফল তুলনামূলক ভালো ৭২ দশমিক ০৭ শতাংশ।

অন্যদিকে ঢাকা বোর্ডে পাসের হার ৬৭ দশমিক ৫১ শতাংশ, সিলেটে ৬৮ দশমিক ৫৭, দিনাজপুরে ৬৭ দশমিক ০৩, কুমিল্লায় ৬৩ দশমিক ৬০, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৬৮ দশমিক ০৯ এবং ময়মনসিংহ বোর্ডে মাত্র ৫৮ দশমিক ২২ শতাংশ। সবচেয়ে কম পাসের হার দেখা গেছে বরিশাল বোর্ডে, যেখানে মাত্র ৫৬ দশমিক ৩৮ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

শিক্ষাবিদরা মনে করছেন, পাসের হারে এত বৈচিত্র্য দেশের শিক্ষা ব্যবস্থার ভেতরে বিদ্যমান আঞ্চলিক ও কাঠামোগত বৈষম্যের প্রতিফলন। বরিশাল ও ময়মনসিংহের মতো বোর্ডগুলোতে ফলাফল কেন এতোটা নিম্নমুখী হলো, তা বিশ্লেষণ করে প্রয়োজনীয় নীতিগত ও অবকাঠামোগত হস্তক্ষেপ জরুরি। একই সঙ্গে রাজশাহী, যশোর ও চট্টগ্রামের মতো এলাকায় ভালো ফলাফলের পেছনে কার্যকরী শিক্ষা ব্যবস্থার দৃষ্টান্ত খুঁজে বের করে তা অন্যান্য অঞ্চলে প্রয়োগ করাও গুরুত্বপূর্ণ।

এই ফলাফল শুধু সংখ্যার হিসাব নয়, বরং দেশের শিক্ষা বাস্তবতার এক গভীর প্রতিচ্ছবি। তাই পাসের হার বাড়ানো নয়, শিক্ষার গুণগত মান উন্নয়নে দীর্ঘমেয়াদি ও পরিকল্পিত উদ্যোগ গ্রহণের দিকেই মনোযোগী হওয়া এখন সময়ের দাবি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ