'বিবাহিত হওয়ার কারণে সব শিক্ষার্থী ফেল করেছে'

শিক্ষা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১১ ১৬:৪৮:১৫
'বিবাহিত হওয়ার কারণে সব শিক্ষার্থী ফেল করেছে'

২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় পিরোজপুর জেলার দুটি মাধ্যমিক বিদ্যালয়ে পাসের হার ছিল শূন্য যা স্থানীয় শিক্ষাব্যবস্থার দুর্বলতা, তদারকির অভাব এবং শিক্ষকের দায়িত্বহীনতার একটি জ্বলন্ত উদাহরণ হয়ে উঠেছে। এই দুই বিদ্যালয় হলো পিরোজপুর সদর উপজেলার জুজখোলা সম্মিলনী বালিকা মাধ্যমিক বিদ্যালয় এবং ভান্ডারিয়া উপজেলার মধ্য চড়াইল মাধ্যমিক বিদ্যালয়। পরীক্ষার ফলাফলে দেখা যায়, জুজখোলা বিদ্যালয় থেকে ১২ জন শিক্ষার্থীর রেজিস্ট্রেশন থাকলেও পরীক্ষায় অংশ নেয় ৫ জন, এবং সবাই অকৃতকার্য হয়। অপরদিকে মধ্য চড়াইল বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশগ্রহণকারী ৫ জন শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি।

প্রধান শিক্ষকরা দায় চাপিয়েছেন শিক্ষার্থীদের ওপর। জুজখোলা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম হালদার জানান, “সব ছাত্রী বিবাহিত হওয়ায় তারা নিয়মিত ক্লাসে আসেনি, পড়ালেখাও করেনি।” কিন্তু স্থানীয়রা বলছেন, বিদ্যালয়ের অবকাঠামোও ভগ্নদশাগ্রস্ত এবং শিক্ষকদের ক্লাস নেওয়ার আগ্রহের অভাব রয়েছে। একজন অভিভাবক অভিযোগ করেন, বর্ষায় ক্লাসরুমে পানি পড়ে, আর সেজন্য শিক্ষার পরিবেশ প্রায় নেই বললেই চলে।

অন্যদিকে মধ্য চড়াইল বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন জানান, “শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস করে না এবং বাসায়ও মনোযোগ দেয় না।” প্রশ্ন উঠেছে, এমপিওভুক্ত এই প্রতিষ্ঠানগুলোতে যখন যথেষ্ট শিক্ষক রয়েছেন, তখন কেন এমন বিপর্যয়কর ফলাফল? এবং কেন শিক্ষক বা স্কুল প্রশাসন অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করেনি?

জেলা শিক্ষা কর্মকর্তা মো. ইদ্রিস আলী আযিযী বলেছেন, “এ বিষয়ে এখনো কোনো তথ্য পাইনি, খোঁজ নিয়ে বলতে পারব।” অথচ ফল প্রকাশের দিনই এই তথ্য সংবাদমাধ্যমে এসেছে। এতে প্রশ্ন ওঠে, শিক্ষা বিভাগের পর্যবেক্ষণ ব্যবস্থা কতটা কার্যকর।

এই শূন্য পাসের ঘটনা শুধু ফলাফল নয়, বরং একটি বৃহৎ শিক্ষাগত ও নৈতিক সংকটের ইঙ্গিত বহন করে। স্কুলে উপস্থিতি নিশ্চিতকরণ, শিক্ষকের জবাবদিহিতা, বিদ্যালয়ের কাঠামোগত উন্নয়ন এবং প্রশাসনিক তদারকির ঘাটতি সবমিলিয়ে গ্রামীণ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতি অবহেলা আজ প্রকটভাবে প্রকাশ পাচ্ছে। অবিলম্বে তদন্ত ও সংস্কারমূলক ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এমন ফলাফল আরও বিস্তৃত হতে পারে। এখনই সময় সচেতন হওয়া এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার।

-ইসরাত, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ