লিবিয়ায় নয় মাসের বন্দিজীবন শেষে দেশে ফিরলেন সাগর ও তানজির

প্রবাস ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৯ ১৫:০৯:৪৮
 লিবিয়ায় নয় মাসের বন্দিজীবন শেষে দেশে ফিরলেন সাগর ও তানজির

দীর্ঘ নয় মাস লিবিয়ায় দালালচক্রের হাতে বন্দি থেকে অমানবিক নির্যাতনের শিকার হন ঝিনাইদহের মতিউর রহমান সাগর ও কুষ্টিয়ার তানজির শেখ। একপর্যায়ে তাদের মৃত ভেবে ফেলে রেখে যায় পাচারকারীরা। অবশেষে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তায় দেশে ফিরেছেন এই দুই তরুণ।

বুধবার (৯ জুলাই) সকালে বুরাক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা দেশে পৌঁছান। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল সাড়ে ৭টায় অবতরণ করা ওই ফ্লাইটে তাদের সঙ্গে আরও ১৬০ জন বাংলাদেশি দেশে ফিরেছেন, যারা বিভিন্ন সময়ে লিবিয়ায় আটকা পড়েছিলেন।

ব্র্যাকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৩ সালে গ্রামের দালালদের প্রলোভনে পড়ে সাগর ও তানজির প্রায় ৪ লাখ টাকা খরচ করে লিবিয়ায় পাড়ি জমান। সেখানে চাকরির আশ্বাস থাকলেও তাদের কোনো কাজ দেওয়া হয়নি। পরবর্তীতে পাচারকারীরা তাদের এক মাফিয়া চক্রের কাছে বিক্রি করে দেয়।

তাদের ৮০ জন বাংলাদেশির সঙ্গে একটি অন্ধকার কক্ষে আটক রেখে লোহার রড, লাঠি ও বৈদ্যুতিক শক দিয়ে নির্যাতন চালানো হয়। বাড়ি থেকে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে এই নির্যাতন চলতে থাকে দিনের পর দিন।

এক সময় শারীরিক অবস্থা এতটা খারাপ হয়ে পড়ে যে, পাচারকারীরা সাগর ও তানজিরকে মৃত ভেবে ফেলে রেখে যায়। এরপর তারা কোনোমতে লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে এক আত্মীয়ের বাসায় গিয়ে ওঠেন। পরিবার ব্র্যাকের শরণাপন্ন হলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ট্রাফিকিং ইন পারসনস (TIP) অফিস এবং আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল জাস্টিস মিশনের সহায়তায় আইওএম (আন্তর্জাতিক অভিবাসন সংস্থা) এই দুইজনকে উদ্ধার করে।

আইওএমের মাধ্যমে তাদের একটি নিরাপদ আবাসনে (safe home) রাখা হয় এবং আইনি প্রক্রিয়া শেষে দেশে পাঠানো হয়।

ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের ব্যবস্থাপক আল-আমিন নয়ন বলেন, “এই প্রত্যাবাসন শুধু দেশে ফেরা নয়, এটি এক জীবন্ত গল্প—জীবন ফিরে পাওয়ার গল্প। এটি ভবিষ্যতের জন্য একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ