প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত না করলে হবে নির্মম উপহাস: জামায়াত আমির

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ০৩ ১৫:২০:০০
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত না করলে হবে নির্মম উপহাস: জামায়াত আমির

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত না করলে তা হবে জাতির সঙ্গে নির্মম উপহাস—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাঁর দাবি, এক কোটি ১০ লাখ প্রবাসীর ভোটাধিকার নিশ্চিত না করে কোনো জাতীয় নির্বাচন সফল হতে পারে না।

মঙ্গলবার (৩ জুন) রাজধানীর বনানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন,

“রেমিট্যান্স যোদ্ধাদের ভোটাধিকার না দিলে তা হবে নির্মম অবহেলা। এতে দেশের অর্থনীতি কঠিন পরিণতির দিকে যাবে। এ বিষয়ে আমাদের কোনো আপস নেই। নির্বাচন কমিশনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।”

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের আগে প্রবাসীদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া না হলে তা দেশের জন্য ভয়াবহ বার্তা বহন করবে।

জামায়াত আমির বলেন, “আদালতের রায় অনুযায়ী জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। বর্তমান নির্বাচন কমিশন যদি সত্যিকারের দায়িত্ববান হয়, তাহলে তাদের চেয়ারের মর্যাদা রক্ষা করবে। আমরা সহযোগিতা করতে প্রস্তুত, কিন্তু অন্যায় হলে চুপ থাকব না।”

জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশনের কার্যকারিতা প্রমাণের জন্য স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানান জামায়াত আমির। তিনি বলেন, “স্থানীয় নির্বাচন দিয়েই প্রমাণ করতে হবে, কমিশন কতটা নিরপেক্ষভাবে নির্বাচন আয়োজন করতে সক্ষম।”

জামায়াত আমির আরও বলেন, “ফ্যাসিস্টরা বিদায় নিলেও ফ্যাসিজম এখনো রয়ে গেছে। এর কালো ছায়া জাতির ঘাড়ে রয়ে গেছে। দেশের জন্য একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এখন সময়ের দাবি। এর মাধ্যমে একটি ন্যায্য সরকার গঠন হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে।”

তিনি বলেন, “জামায়াতে ইসলামীর রয়েছে গণতান্ত্রিক রাজনীতির ঐতিহ্য। আমরা এই প্রক্রিয়ায় থেকে জনগণের অধিকার আদায়ে কাজ করে যাব।”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ