প্রবাস জীবন
বাহরাইনের মানামায় বিএনপির সাংগঠনিক পুনর্গঠন, নেতৃত্বে আক্তার হোসেন

মোঃ মাহির তালুকদার আলম
বাহরাইন প্রতিনিধি

বাহরাইনের রাজধানী মানামায় ৫১ সদস্যবিশিষ্ট মানামা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রবিবার (স্থানীয় সময় রাত ৯টায়) দেশটির একটি পাঁচতারকা মানের ইন্টারন্যাশনাল হোটেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এ কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই আয়োজনে বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ মানামা মহানগর কমিটির আহ্বায়ক হিসেবে মোল্লা মোঃ আক্তার হোসেন-এর নাম ঘোষণা করেন। নতুন কমিটিতে ৫১ জন সদস্য অন্তর্ভুক্ত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সভাপতি ফয়সাল মাহমুদ চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ আকবর হোসেন কচি এবং সিনিয়র উপদেষ্টা খ. ম. আশরাফ উদ্দিন সিনিয়র। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ। এছাড়া বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, শিল্প বিষয়ক সম্পাদক মিলাদুর রহমান সজীব, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসাদুল্লাহ। উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, রুবেল সরদার, আসিদ বাসিদ, রেজোয়ান আহমেদ, মোস্তাক আহমেদ, হারিস খলিফা, রাসেদ, মামুন, মাকসুদ, সবুজ আহমেদ, জসিম, শাহনেওয়াজ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ দুলাল তালুকদার ও জিয়াউল হক জিয়া।
নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সাইদুল হক ভূঁইয়া, মোঃ মোবারক হোসেন, সামসুল আলম, আইনুল হক রিপন, আনোয়ার, মাসুদ আহমেদ, শামীম আহমেদ, আক্তার হোসেন রাফি, সাইফুল ইসলাম, আব্দুল সালাম, ফয়সাল আহমেদ ও রুহুল আমীন মুজুমদার। অনুষ্ঠানের শেষ পর্বে হাফেজ মুহাম্মদ শাহ আলম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এরপর নবগঠিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান বাহরাইন কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ।
এ আয়োজন শুধু একটি সাংগঠনিক ঘোষণায় সীমাবদ্ধ ছিল না, বরং এটি বিএনপির প্রবাসভিত্তিক সংগঠনগুলোর সক্রিয়তা, নবায়ন এবং পুনর্গঠনের একটি বার্তাও বহন করে। দীর্ঘ সময় ধরে প্রবাসে বিএনপির বিভিন্ন শাখায় নেতৃত্বের স্থবিরতা ও দলে বিভক্তির অভিযোগ থাকলেও, এই আয়োজনের মাধ্যমে একটি ঐক্যবদ্ধ, গতিশীল ও নবীন নেতৃত্বের উত্থান প্রত্যক্ষ করা গেল। ৫১ সদস্যের এই কমিটিতে নতুন ও তরুণ মুখের অন্তর্ভুক্তি ভবিষ্যৎ নেতৃত্বের সম্ভাবনা সৃষ্টি করেছে, যা প্রবাসে দলকে আরও শক্তিশালী করার ইঙ্গিত।
বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় প্রবাসী সংগঠনগুলোর প্রভাব অনেক সময়ই অদৃশ্য হলেও গুরুত্বপূর্ণ। রেমিট্যান্স নির্ভর অর্থনীতির পেছনে থাকা এই জনগোষ্ঠীর রাজনৈতিক মনোভাব দলের জন্য একটি কৌশলগত সম্পদ। এমন প্রেক্ষাপটে মানামায় কমিটি গঠন শুধু বাহরাইনে নয়, বিএনপির আন্তর্জাতিক সংগঠনিক অবস্থানের দিক থেকেও তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা যেতে পারে।
সবশেষে বলা যায়, মানামা মহানগর কমিটির এই নবনির্মাণ প্রবাসী রাজনীতিতে বিএনপির নতুন সম্ভাবনা, দলীয় ঐক্য ও নেতৃত্বের পুনর্গঠনের এক বাস্তব প্রমাণ, যা ভবিষ্যতের রাজনৈতিক প্রেক্ষাপটে দলের কৌশলগত শক্তি হিসেবেও কাজ করতে পারে।
ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ৭ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে সাতজন বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সাতজন বাংলাদেশির সবার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নে।
৫ নম্বর ওয়ার্ড সারিকাইত ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
দুর্ঘটনার বিবরণ
জানা গেছে, দুর্ঘটনাকবলিত গাড়িতে মোট ১১ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। নিহত সাতজন বাংলাদেশির মধ্যে পাঁচজনের নাম-পরিচয় পাওয়া গেছে: বাবলু, সাহাবুদ্দিন, আমিন সওদাগর, আরজু ও রকি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুকুম সিদরা এলাকার সাগর থেকে মাছ ধরে ফেরার সময় প্রবাসীদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। বর্তমানে মরদেহগুলো দুকুম হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ওমানপ্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতদের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। স্থানীয় বাংলাদেশ দূতাবাসও বিষয়টি তদারক করছে।
ভাগ্যের চাকা ঘুরলো হারুন সর্দারের: দুবাইয়ে এক দিনেই কোটিপতি বাংলাদেশী ড্রাইভার!
একটি মাত্র ফোন কল আর মুহূর্তেই প্রায় ৬৬ কোটি টাকারও বেশি অর্থ! এই অবিশ্বাস্য ঘটনা ঘটেছে দুবাইতে বসবাসকারী বাংলাদেশী প্রবাসী হারুন সর্দারের জীবনে, যিনি স্থানীয় এক আরব পরিবারের ব্যক্তিগত ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন। এক সামান্য ড্রাইভার থেকে লটারির বদৌলতে কোটিপতি হয়ে ওঠা এই গল্প এখন প্রবাসীদের মুখে মুখে।
১৫ বছরের প্রবাস জীবনের মোড় ঘুরিয়ে দিল বিগ টিকিট
৪৪ বছর বয়সী হারুন সর্দার গত প্রায় দেড় দশক ধরে সংযুক্ত আরব আমিরাতে কাজ করছেন। তার দীর্ঘদিনের অভ্যাস ছিল প্রতি মাসে বিগ টিকিটের লটারি কেনা। বিগ টিকিট হলো আরব আমিরাতের একটি জনপ্রিয় লটারি ড্র, যেখানে নির্দিষ্ট অর্থের টিকিট কিনে কোটি টাকার পুরস্কার জেতার সুযোগ থাকে। হারুন সর্দারও সেই আশাতেই প্রতি মাসে টিকিট কিনতেন, এই ভাবনা নিয়ে যে হয়তো একদিন তার ভাগ্য ফিরবে।
১৪ সেপ্টেম্বর তিনি ১০০০ দিরহাম (বাংলাদেশী মুদ্রায় প্রায় ৩০,২০০ টাকা) দিয়ে দুটি বিগ টিকিট কিনেছিলেন। তবে গল্পের মোড় নেয় অন্য দিকে – তিনি সরাসরি কেনা টিকিটগুলোতে জেতেননি। বিগ টিকিটের নিয়ম অনুযায়ী, কেউ যদি একই ধরনের দুটি টিকিট কেনেন, তবে বোনাস হিসেবে আরও দুটি টিকিট দেওয়া হয়। এই বোনাস টিকিটগুলোর একটিতেই হারুন সর্দারের ভাগ্য খুলে যায়!
একসাথে দশ জনের ভাগ্য বদল
অবশেষে তিনি প্রাইজ মানি হিসেবে জিতেছেন ২০ মিলিয়ন দিরহাম, যা বাংলাদেশী টাকায় প্রায় ৬৬ কোটি ৫০ লাখ টাকা। তবে এই বিশাল অঙ্কের টাকা তিনি একা পাচ্ছেন না। কারণ এই ১০০০ দিরহামের টিকিট তিনি আরও ১০ জন সঙ্গীর সঙ্গে যৌথভাবে কিনেছিলেন। তার দলের সদস্যরাও সবাই সাধারণ প্রবাসী—কেউ ক্ষুদ্র ব্যবসায়ী, কেউবা নির্মাণ শ্রমিক। ফলে, এই বিপুল পরিমাণ অর্থ তাদের ১১ জনের মধ্যে ভাগ হয়ে যাবে। প্রত্যেকের ভাগে পড়বে প্রায় ৬ কোটি টাকা করে, যা কোনো অংশেই কম নয়!
ভবিষ্যৎ পরিকল্পনা: আরব আমিরাতেই ব্যবসা
হারুন সর্দার জানিয়েছেন, তারা এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি এই বিশাল অঙ্কের অর্থ দিয়ে কী করবেন। তবে তাদের ইচ্ছা এই অর্থ সঠিক উপায়ে ব্যবহার করে সংযুক্ত আরব আমিরাতেই একটি ব্যবসা দাঁড় করানো। এর মাধ্যমে তারা নিজেদের আয় আরও বাড়াতে চান এবং ভবিষ্যতে নিজেদের টিকিয়ে রাখার পাশাপাশি তাদের পরিবারকে বাংলাদেশে থেকে আরব আমিরাতে নিয়ে আসার স্বপ্ন দেখছেন।
উল্লেখ্য, হারুন সর্দার প্রথম কোনো বাংলাদেশী নন যিনি বিগ টিকিটের লটারি জিতেছেন। এর আগেও সবুজ মিয়া নামক একজন প্রবাসী বিগ টিকিটে প্রায় ৬৫ কোটি টাকা জিতেছিলেন। হারুন সর্দারের এই জয় অন্যান্য প্রবাসীদের মধ্যেও আশার সঞ্চার করেছে, যা প্রমাণ করে ভাগ্য কখন কার দুয়ারে কড়া নাড়ে, তা বলা মুশকিল।
আমিরাতে ধরপাকড় বেড়েছে, বিপাকে প্রবাসী বাংলাদেশিরা
সংযুক্ত আরব আমিরাতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ধরপাকড় বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন অনেক বাংলাদেশি কর্মী। গত বছর আমিরাতের সাধারণ ক্ষমার সুযোগ কাজে লাগাতে না পারায়, তাদের এখন কারাভোগ শেষে দেশে নির্বাসিত করা হচ্ছে। ইতোমধ্যে অনেক বাংলাদেশি কর্মী এক কাপড়ে দেশে ফিরতে বাধ্য হয়েছেন। দেশে ফেরা কর্মীদের অভিযোগ, দেশীয় স্পন্সরকে পর্যাপ্ত টাকা দেওয়ার পরও তাদের ভিসা নবায়ন করা হয়নি। ভিসার মেয়াদ শেষ হওয়ায় তারা অবৈধ হয়ে পড়েন।
কুমিল্লার চৌদ্দগ্রামের মোহাম্মদ কামরুল প্রায় সাত বছর আমিরাতে কাজ করেছেন। তিনি জানান, শেষবার ভিসা নবায়নের জন্য বাংলাদেশি স্পন্সরকে সাত হাজার দিরহাম (প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা) দিলেও তার ভিসা নবায়ন করা হয়নি। দুই বছর অবৈধভাবে থাকার পর তিনি আটক হন এবং কারাভোগ শেষে গত ১৮ সেপ্টেম্বর দেশে ফিরেছেন। তার সঙ্গে একই ফ্লাইটে আরও ১৭ জন বাংলাদেশি ফিরেছেন।
দেশে ফেরা কর্মীদের অভিযোগ
বরিশালের মোহাম্মদ শাহীন এবং বগুড়ার বাবুল মিয়াও একই অভিযোগ করেছেন। তাদের দাবি, বাংলাদেশি স্পন্সর দীর্ঘদিন ধরে তাদের ভিসা নবায়ন করেননি, যার ফলে তারা অবৈধ হয়ে পড়েছেন। ভিসার মেয়াদ শেষ হওয়ায় কারাভোগ শেষে দেশে ফিরেছেন নোয়াখালীর জাকির হোসেন, চাঁদপুরের ছমির উদ্দিন এবং সিলেটের মোহাম্মাদ মিজানও।
মোহাম্মাদ মিজান জানান, আবুধাবির সুইহান কারাগারে বহু বাংলাদেশি আটক আছেন। তাদের কাউকে এক সপ্তাহ, কাউকে ১৫ দিন, আবার কাউকে এক মাস কারাভোগ শেষে দেশে পাঠানো হচ্ছে।
দূতাবাসের তথ্য
আবুধাবি দূতাবাসের শ্রম কাউন্সেলর মোহাম্মদ উল্লাহ খান জানান, চলতি বছরের ১ জুলাই থেকে গত মঙ্গলবার পর্যন্ত দূতাবাসের আউটপাস নিয়ে ৫০২ জন দেশে ফিরেছেন। সর্বশেষ ৯ দিনে নির্বাসিত হয়েছেন ৭৯ জন।
আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ জানান, “সংযুক্ত আরব আমিরাতে অবৈধ বাংলাদেশিদের সঠিক পরিসংখ্যান দূতাবাসে নেই, সংখ্যাটি পরিবর্তনশীল।” তিনি বলেন, “ভিসা শেষ হওয়ার পর কেউ কেউ অভিযোগ করেন, তবে তাদের সংখ্যা খুবই নগণ্য। অনেকে নিজেরা ব্যবস্থা করেন।”
বাংলাদেশ মিশনের তথ্য অনুযায়ী, গত বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত চার মাসের সাধারণ ক্ষমায় প্রায় ৫০ হাজার বাংলাদেশি নিজেদের বৈধতা নিশ্চিত করেছিলেন।
মালয়েশিয়ায় প্রবাসীদের ভোট নিয়ে নতুন আলোচনা, বিএনপিতে বিভাজন
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রবাসী ভোটকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে মালয়েশিয়ার রাজনৈতিক অঙ্গন। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে প্রভাব বিস্তার ও পোস্টাল ভোটে নিজেদের অবস্থান নিশ্চিত করতে মালয়েশিয়া বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মালয়েশিয়া শাখার তৎপরতা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।
বিএনপিতে নেতৃত্ব সংকট, দুর্বল সাংগঠনিক তৎপরতা
একসময় প্রবাসী বাংলাদেশিদের রাজনীতিতে অন্যতম প্রভাবশালী সংগঠন ছিল মালয়েশিয়া বিএনপি। কিন্তু বর্তমানে এটি একাধিক গ্রুপে বিভক্ত। দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, নেতৃত্ব সংকট এবং মনোনয়নকেন্দ্রিক ব্যস্ততার কারণে সাংগঠনিক তৎপরতায় স্থবিরতা তৈরি হয়েছে। মালয়েশিয়ায় যুবদল প্রায় আট বছর ধরে নেতৃত্বহীন, এবং শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দল কার্যত নিষ্ক্রিয়।
মালয়েশিয়া বিএনপির সহ-সাধারণ সম্পাদক কাজি সালাহ উদ্দিন সরাসরি সাংগঠনিক দুর্বলতার কথা স্বীকার করে বলেছেন, “আমাদের সাধারণ কর্মীরা সচেতন নন। প্রবাসী ভোটে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে, যদি হাইকমান্ড এগিয়ে এসে এর গুরুত্ব না বোঝায়।”
সহ-সভাপতি তালহা মাহমুদ অভিযোগ করেছেন যে, সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনয়ন নিয়ে ব্যস্ত থাকায় সাংগঠনিক কার্যক্রম উপেক্ষা করছেন। এ সংকট নিরসনে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যদিকে, সভাপতি বাদলুর রহমান খানের সমর্থকরা বলছেন, বিদেশে রাজনৈতিক দল পরিচালনা আইনের মধ্যে পড়ে না। তাই যেটুকু করা সম্ভব আমরা করছি এবং মালয়েশিয়া বিএনপি সবচেয়ে সুসংগঠিত।
জামায়াতে সাংগঠনিক দক্ষতা ও সুশৃঙ্খলতা
সাম্প্রতিক ডাকসু ও জাকসু নির্বাচনে ছাত্রশিবিরের সক্রিয় ভূমিকার পর প্রবাসেও সাংগঠনিক দক্ষতা ও সুশৃঙ্খল কর্মকাণ্ডের জন্য আলোচনায় এসেছে জামায়াত। দলটির নেতারা দাবি করছেন, তাদের আদর্শভিত্তিক কার্যক্রম, জবাবদিহিমূলক রাজনীতি এবং কর্মীদের একনিষ্ঠ অংশগ্রহণ সংগঠনটিকে মালয়েশিয়ায়ও শক্ত অবস্থানে রেখেছে।
জামায়াতে ইসলামী মালয়েশিয়া শাখার ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক জানিয়েছেন, প্রবাসীরা ভোটাধিকার প্রয়োগে আগ্রহী ও সচেতন। প্রশাসনিক সহযোগিতা পেলে তারা উৎসাহের সঙ্গে ভোট দেবেন এবং দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে ভূমিকা রাখবেন।
১৫ লাখ প্রবাসীর ভোট, কে পাবে সুবিধা?
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মালয়েশিয়ায় বসবাসকারী প্রায় ১৫ লাখ প্রবাসীর ভোট বাংলাদেশের আসন্ন নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিএনপির বিভক্তি, নেতৃত্ব সংকট ও সাংগঠনিক দুর্বলতা যদি কাটানো না যায়, তবে সংগঠিত ও শৃঙ্খলাবদ্ধ জামায়াত পোস্টাল ভোটে এগিয়ে যেতে পারে।
আখতার হোসেনকে ডিম নিক্ষেপ: গ্রেপ্তার যুবলীগ নেতা মিজানুর জামিন পেলেন
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত ড. ইউনূসের প্রতিনিধি দলের সদস্য আখতার হোসেনকে ডিম নিক্ষেপ করা যুবলীগ নেতা মিজানুর রহমান জামিনে মুক্তি পেয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টায় জামিনে মুক্তি পান তিনি। ওয়াশিংটন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম জাগো নিউজকে এই খবর নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকার নবান্ন রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে নিউইয়র্ক পুলিশ।
ডিম নিক্ষেপের ঘটনা
সোমবার ড. ইউনূসের প্রতিনিধি দলে থাকা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে ডিম মেরে লাঞ্ছিত করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইট নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর এই ঘটনা ঘটে।
আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপি সদস্যসচিব আখতার হোসেন এবং এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাকে ঘিরে স্লোগান দিতে থাকেন। এ সময় আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। একইসঙ্গে তাসনিম জারাকেও অশালীন ভাষায় গালিগালাজ করা হয়। পরে পুলিশের সহায়তায় তারা বিমানবন্দর এলাকা ত্যাগ করেন।
সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ
সৌদি আরবে অবৈধভাবে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর এসেছে। দেশটির সরকার কর্মক্ষেত্র থেকে পলাতক (হুরুবপ্রাপ্ত) প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এসব প্রবাসী নতুন কোম্পানি বা নিয়োগকর্তা খুঁজে কুয়া প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে তাদের বৈধতা দেওয়া হবে।
সৌদি আরবে বর্তমানে প্রায় ৩২ লাখ বাংলাদেশি প্রবাসী রয়েছেন, যাদের মধ্যে অনেকেই হুরুবপ্রাপ্ত হওয়ার কারণে অবৈধ হয়ে পড়েছিলেন। নতুন এই উদ্যোগের ফলে তারা বৈধভাবে কাজ করার সুযোগ পাবেন।
বৈধ হওয়ার প্রক্রিয়া
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হুরুবপ্রাপ্ত প্রবাসীরা কুয়া প্ল্যাটফর্মে গিয়ে নতুন কোম্পানি বা কফিল ঠিক করে আবেদন করতে পারবেন। এরপর কাফালা বা ট্রান্সফারের মাধ্যমে তাদের বৈধতা দেওয়া হবে। এই ট্রান্সফারের জন্য কত ফি লাগবে, তা আবেদন করার পরেই কুয়া প্ল্যাটফর্মে জানা যাবে।
উদ্যোগের সুবিধা
এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা। তারা বলছেন, এতে এতদিন অবৈধভাবে থাকা প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ তৈরি হয়েছে এবং তাদের নানা সমস্যার সমাধান হবে। প্রবাসীরা মনে করেন, এই সুযোগ কাজে লাগিয়ে সবাইকে বৈধ পথে ফিরে আসা উচিত। এতে তাদের জীবন যেমন স্বাভাবিক হবে, তেমনি দেশের অর্থনীতিও আরও শক্তিশালী হবে।
তবে কর্তৃপক্ষ একটি বিষয় স্পষ্ট করেছে: যারা সৌদি আরবে আসার এক বছরের মধ্যেই কফিল কর্তৃক হুরুবপ্রাপ্ত হয়েছেন, তারা এই সুযোগের আওতায় আসবেন না।
জিরো থেকে পাবলিকেশন: গবেষণায় নতুন দৃষ্টিভঙ্গি দিল বিআরটিসি কোর্স
সম্প্রতি বাংলাদেশ অ্যাডভান্সড রিসার্চ ট্রেইনিং সেন্টার (বিআরটিসি) আয়োজিত উন্নত গবেষণা প্রশিক্ষণ কোর্স ‘কমপ্লিট রিসার্চ ট্রেনিং: ফ্রম জিরো টু পাবলিকেশন’ সফলভাবে সম্পন্ন হয়েছে। এ কর্মসূচিতে অনলাইনের মাধ্যমে অংশ নেন দুই হাজারেরও বেশি শিক্ষার্থী ও গবেষক, যা দেশ-বিদেশের গবেষণা আগ্রহীদের মধ্যে এক বিরল সাড়া জাগিয়েছে।
এই কোর্সের মূল বক্তা ছিলেন আন্তর্জাতিকভাবে স্বনামধন্য গবেষক প্রফেসর ড. মঈন উদ্দিন খন্দকার। বর্তমানে তিনি মালয়েশিয়ার সানওয়ে ইউনিভার্সিটির অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড রেডিয়েশন টেকনোলজিস বিভাগে অধ্যাপনায় নিয়োজিত আছেন। তিনি বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস-এর ফেলো এবং Elsevier–Stanford তালিকাভুক্ত বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের অন্যতম। ইতিমধ্যে এসকোপাস ইনডেক্সড জার্নালে তার প্রকাশিত গবেষণা প্রবন্ধের সংখ্যা ৭৫০ ছাড়িয়েছে, যা ২০ হাজার বারেরও বেশি উদ্ধৃত হয়েছে একটি অসাধারণ আন্তর্জাতিক স্বীকৃতি।
প্রশিক্ষণে ড. খন্দকার অংশগ্রহণকারীদের শেখান কীভাবে গবেষণার সঠিক বিষয় নির্বাচন করতে হয় এবং গবেষণার মানোন্নয়নের মাধ্যমে সমাজে বাস্তব ও ইতিবাচক প্রভাব সৃষ্টি করা যায়। তিনি বিশেষভাবে গুরুত্ব আরোপ করেন লিটারেচার রিভিউ-এর ওপর। তার মতে, এটি কেবল তথ্যসংগ্রহ বা সারসংক্ষেপ নয়; বরং সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণার শূন্যতা চিহ্নিতকরণ এবং নতুন গবেষণার দিকনির্দেশনা খুঁজে বের করার একটি কার্যকর প্রক্রিয়া।
রোববার এক সাক্ষাৎকারে তিনি বলেন, শক্তিশালী ও বিশ্লেষণধর্মী লিটারেচার রিভিউ আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ফেসবুক, ইউটিউব ও জুম প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচারিত এই প্রশিক্ষণে প্রায় ১ হাজার ৫০০ জন অংশগ্রহণকারী রিয়েল-টাইমে যুক্ত হন। সব মিলিয়ে অংশগ্রহণকারীর সংখ্যা ২ হাজার ছাড়িয়ে যায়। পরবর্তীতে প্রশিক্ষণের রেকর্ডিং প্রকাশের পরও এটি বিপুল সাড়া জাগায়।
কোর্সের অন্যতম আকর্ষণ ছিল প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব। অংশগ্রহণকারীরা গবেষণা বিষয়কে নতুনভাবে উপস্থাপন, লিটারেচার রিভিউতে ফাঁকফোকর শনাক্ত, প্রবন্ধ রচনার কাঠামো নির্ধারণ এবং আন্তর্জাতিক জার্নালে প্রকাশের কৌশল নিয়ে প্রশ্ন করেন। ড. খন্দকার প্রতিটি প্রশ্ন ধৈর্য সহকারে উত্তর দেন এবং নিজের অভিজ্ঞতা থেকে ব্যবহারিক উদাহরণ উপস্থাপন করেন।
তিনি জোর দিয়ে উল্লেখ করেন, গবেষণার কাজ শুধুমাত্র তথ্য সংগ্রহে সীমাবদ্ধ নয়; বরং সমালোচনামূলক চিন্তাভাবনা, বিশ্লেষণ এবং নতুন জ্ঞান সংযোজনই গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করে।
অংশগ্রহণকারীদের অভিমত, এই প্রশিক্ষণ তাদের গবেষণা যাত্রায় এক নতুন দৃষ্টিভঙ্গি যুক্ত করেছে। তারা উপলব্ধি করেছেন যে, লিটারেচার রিভিউ কেবল পুরোনো তথ্য সাজানো নয়; বরং এটি গবেষকের নিজস্ব চিন্তা, বিশ্লেষণ এবং জ্ঞানের মৌলিক অবদান রাখার এক গুরুত্বপূর্ণ ক্ষেত্র।
-রাফসান
ইতালির পথে আবারও ট্রাজেডি, ভূমধ্যসাগরে প্রাণহানি
একজন বাংলাদেশি অভিবাসী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির লাম্পেদুসা উপকূলে পৌঁছানোর সময় নৌকাতেই মারা গেছেন। ইতালীয় কোস্টগার্ড এবং আর্থিক পুলিশের সদস্যরা সোমবার রাতে ১০ মিটার দীর্ঘ একটি নৌকা থেকে তার মরদেহ উদ্ধার করেন। একই নৌকা থেকে আরও ৫১ জন অভিবাসীকে জীবিত উদ্ধার করা হয়েছে। তার পরিচয় এখনো নিশ্চিত করা হয়নি।
সন্দেহ বিষাক্ত ধোঁয়া
কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, সম্ভবত নৌকাটির জ্বালানির বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি কালা পিসানার মর্গে পাঠানো হয়েছে। চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
উদ্ধার হওয়াদের মধ্যে বাংলাদেশিরা শীর্ষে
উদ্ধার হওয়া ৫১ জন অভিবাসীর মধ্যে মিসরীয়, বাংলাদেশি, ইরিত্রীয়, ইথিওপীয়, সিরীয় এবং সুদানের নাগরিকরা রয়েছেন। এদের মধ্যে দুজন নারী এবং একজন অপ্রাপ্তবয়স্কও রয়েছে। তাদের সবাইকে ইতালির দক্ষিণাঞ্চলীয় ইমব্রিয়াকোলা জেলার অভিবাসনকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। সোমবার রাতে লাম্পেদুসার ফাভারোলো জেটিতে পৌঁছানোর পর অভিবাসীরা জানান, উদ্ধারকারীরা আসার আগেই তাদের একজন সঙ্গী সমুদ্রে পড়ে যান এবং তাকে আর উদ্ধার করা সম্ভব হয়নি।
অভিবাসী পরিস্থিতি
ইতালি সরকারের কঠোর পদক্ষেপের কারণে ২০২৪ সাল থেকে দেশটিতে অনিয়মিত অভিবাসীর সংখ্যা কমেছিল। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে অনিয়মিত অভিবাসীর সংখ্যা কিছুটা বেড়েছে। ২০২৪ সালের শুরু থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত এই সংখ্যা ছিল ৪২,৯৯৯ জন, যা চলতি বছর একই সময়ে বেড়ে দাঁড়িয়েছে ৪৩,৮৬০ জনে। তবে ২০২৩ সালের একই সময়ের তুলনায় (১,১৪,৮৬৭ জন) এই সংখ্যা এখনো অনেক কম।
চলতি বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছানো অভিবাসীদের মধ্যে বাংলাদেশিরা শীর্ষে রয়েছে। প্রায় ১৩,২৭১ জন বাংলাদেশি এভাবে ইতালিতে পৌঁছেছেন। এরপরই আছে ইরিত্রিয়া (৫,৮১১ জন) এবং মিসর, পাকিস্তান, সুদান, ইথিওপিয়া ও সোমালিয়ার নাগরিকরা।
সূত্র : ইনফোমাইগ্রেন্টস/আনসা
জার্মানিতে নানা আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে জার্মানি বিএনপি। এ উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) বার্লিনে স্থানীয় একটি হলরুমে আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।
দিনব্যাপী আয়োজনে অংশ নেন জার্মানির বিভিন্ন প্রদেশ থেকে আগত বিপুলসংখ্যক বিএনপি নেতাকর্মী। এছাড়া অনেকেই ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জার্মান বিএনপির সদ্য সাবেক সভাপতি আকুল মিয়া এবং সঞ্চালনা করেন সদ্য সাবেক সাধারণ সম্পাদক গনি সরকার। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচনা করেন যুবদল নেতা আবু তাহের। এরপর জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করেন প্রবাসী শিল্পী তাহ্মিনা ফেরদৌসি।
সভাপতির বক্তব্যে আকুল মিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রগঠনের অবদান তুলে ধরেন। তিনি বলেন, জিয়াউর রহমান ছিলেন একজন সফল রাষ্ট্রনায়ক, যিনি স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সদ্য সাবেক সাধারণ সম্পাদক দলীয় বিভাজন ভুলে মিলেমিশে রাষ্ট্রগঠনের লক্ষ্য সামনে রেখে একসাথে কাজ করার গুরুত্ব তুলে ধরেন। সদ্য সাবেক প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক মান্নান নেতাকর্মীদের আহ্বান জানান, সকল মতবিরোধ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে দলের কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
বার্লিন বিএনপির সাবেক সভাপতি জসিম শিকদার বলেন, “আমরা যে কোনো আলোচনায় বসতে প্রস্তুত, তবে বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না।”
ফ্রাংকফুর্ট থেকে আগত জার্মান বিএনপির সদ্য সাবেক উপদেষ্টা মিজানুর রহমান (ফিরোজ) তাঁর বক্তব্যে দলের ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
এছাড়া গুরুত্বপূর্ণ বক্তব্য দেন জার্মান বিএনপির সদ্য সাবেক সহ-সভাপতি কাজী রেজাউল হক সাঈদ, বার্লিন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাবুল ব্যাপারী, বিএনপি নেতা মাশরুল আলম বাবলী, আনহার মিয়া, সাইফুল ইসলামসহ অনেকে। সভায় উপস্থিত ছিলেন যুবদলকর্মী রুহেল আহমদে, রেদওয়ান আহমদসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জিয়া সাইবার ফোর্সের নেতারা। মো. মাহবুবুর রহমান অনুষ্ঠান শেষে কবিতা আবৃত্তি করেন।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন মিউনিখের সদ্য সাবেক সভাপতি রিয়াজ শরিফ ও সাধারণ সম্পাদক আব্দুল হোসাইন, এনআরভি’র সদ্য সাবেক সভাপতি গোলাম মাহবুব ও সাধারণ সম্পাদক আমজাদ আলী, বাডেনবুর্টেমবার্গের সদ্য সাবেক সভাপতি তরিকুল ইসলাম মুক্তি ও সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম, হেসেনের সদ্য সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম এবং ফ্রাংকফুর্টের সদ্য সাবেক সাধারণ সম্পাদক রুবেল খান।
-রাফসান
পাঠকের মতামত:
- ০৩ নভেম্বর: ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলের নামাজের সময়সূচি
- বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার চলছে: তারেক রহমান
- ত্বকের যত্ন মানে দামি ক্রিম নয়,আপনার দৈনন্দিন যে ৬টি ভুল ত্বককে ক্ষতি করছে
- উচ্চকক্ষ আর নিম্ন কক্ষের ব্যবধান করলে গরুর মতোই এমপিদের দরকষাকষি শুরু হবে: ফুয়াদ
- বিদেশি ‘সরকার পরিবর্তন বা জাতি গঠনের’ মার্কিন নীতির দিন শেষ: তুলসী গ্যাবার্ড
- আইন উপদেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থান নিল এনসিপি
- আইন উপদেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থান নিল এনসিপি
- ভোটার তালিকা হালনাগাদ শেষে দেশে মোট ভোটার সংখ্যা জানালেন ইসি সচিব
- ড. ইউনুস বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের মধ্যে ৫০তম
- ১২১তম ১০০ টাকা প্রাইজবন্ড ড্র, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- জীবনের শ্রেষ্ঠ সম্পদ ধৈর্য নবীজি (সাঃ) এর হাদিস ও কোরআনের আলোকে গুরুত্ব
- উত্তর বাড্ডার এক বাসা থেকে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার
- সংস্কার ও বিচার বাদ দিয়ে নির্বাচন নয় জামায়াত নেতার কঠোর বার্তা
- পানি জাহাঙ্গীরের বিরুদ্ধে ১০০ কোটি টাকার অর্থ পাচারের মামলা
- ধানের শীষ-শাপলা কলি: ত্রয়োদশ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই
- এলপি গ্যাস ও অটোগ্যাসে দাম কমানো হলো যত টাকা
- বেসরকারি ব্যাংক ঘিরে প্রবাসী রেমিট্যান্সের মূল প্রবাহ
- শরীয়তপুরে আবারও দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষ
- ইসরায়েলের হামলা ও সীমিত হিউম্যানিটেরিয়ান সাহায্য: গাজা-লেবাননে নতুন উত্তেজনা
- ‘আল্লাহ ও তাঁর রসুলকে রেখেছি’: আশারাতুল মুবাশশারার অন্তর্ভুক্ত প্রথম খলিফার গল্প
- মানসিক স্বাস্থ্য সেবার সমস্যাসমূহ: থেরাপি, ওষুধ ও মানসিক রোগ নির্ণয়ের “অযাচিত ক্ষতি”
- স্বল্প খরচে বিদেশ ভ্রমণ সাশ্রয়ী ভিসা ও কম খরচে ঘোরার সেরা ৫ দেশ
- পানিতে ডুবে মরা ভালো' চুপ্পুর হাতে জুলাই সনদ গ্রহণের চেয়ে: হাসনাত
- ‘গণভোট নিয়ে তর্ক বন্ধ করুন’- বিএনপি–জামায়াতকে নাসীরুদ্দীন পাটওয়ারী
- বাড্ডায় দারোয়ান ও তাঁর স্ত্রীর লাশ উদ্ধার, মৃত্যুর রহস্যে ধোঁয়াশা
- ৮ম শ্রেণির রেজিস্ট্রেশন কার্ড বিতরণে বোর্ডের সময়সূচি প্রকাশ
- প্রেসিডেন্টের আদেশ মানে জুলাই বিপ্লবের কফিনে শেষ পেরেক: নাহিদ
- ক্যান্সার কি আপনার শরীরে বাসা বাঁধছে প্রাথমিক অবস্থায় দেখা যাওয়া ৫টি লক্ষণ
- আওয়ামী লীগ থেকে বিএনপিতে শতাধিক নেতাকর্মীর যোগদান
- প্রতীকের বিতর্ক শেষ ইসির শাপলা কলি নিতে সম্মত হলো এনসিপি
- বার্সেলোনার তারকা ইয়ামালের প্রেম ভেঙেছে, বাবা দিলেন বিয়ের ঘোষণা
- ৩০০ আসনে প্রার্থিতার পরিকল্পনা করছে এনসিপি
- গিজার পিরামিডের পাশেই নতুন স্থাপনা বিশ্বের বৃহত্তম জাদুঘরে কী আছে
- শফিকুর রহমানের ওপর আস্থা রাখল জামায়াত টানা তৃতীয়বারের মতো নির্বাচিত
- ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে একাডেমিক সংলাপ: জ্ঞানচর্চায় উপনিবেশের ছায়া কাটাতে আহ্বান বিশিষ্ট সমাজবিজ্ঞানীর
- ০২ নভেম্বর ডিএসই লেনদেনের সারসংক্ষেপ
- ০২ নভেম্বর ডিএসই লেনদেনে শীর্ষ লুজার তালিকা প্রকাশ
- ০২ নভেম্বর ডিএসই লেনদেনে শীর্ষ গেইনার তালিকা প্রকাশ
- জাকির নায়েকের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন ধর্ম উপদেষ্টা
- জাকির নায়েকের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন ধর্ম উপদেষ্টা
- ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ১০ দিনের কর্মসূচি ঘোষণা
- চীন সরকারের নজিরবিহীন সফলতা ৩০০ মিলিয়ন ভিজিটরের চোখে অন্য শিনচিয়াং
- বিশ্ব ইজতেমার সময় পরিবর্তন ঝুঁকি এড়াতে সরকার কী কৌশল নিল,জানালেন ধর্ম উপদেষ্টা
- শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত জুলাই গণহত্যাকে সমর্থন দিচ্ছে : নাহিদ ইসলাম
- ইউএই ভ্রমণ সহজ হবে, যদি জানেন এই ৭টি ভিসা চেকলিস্ট
- শেয়ারহোল্ডারদের জন্য সুখবর
- "অপুর সঙ্গে কাজের বিরতি, কিন্তু সম্পর্ক এখনো বন্ধুত্বপূর্ণ"
- উত্তরাঞ্চলে শীতের ঢেউ, আবহাওয়াবিদদের সতর্কবার্তা
- "মাঠে নামলে সরকার টিকবে কি?"
- দাম্পত্য জীবনে সম্পর্ক রক্ষার কৌশল ও নৈতিক দিকনির্দেশনা
- রাজনীতি, নির্বাসন ও নৈতিকতা: শেখ হাসিনার সাক্ষাৎকার দক্ষিণ এশিয়ার বাস্তবতাকে কোথায় নিচ্ছে
- ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে একাডেমিক সংলাপ: জ্ঞানচর্চায় উপনিবেশের ছায়া কাটাতে আহ্বান বিশিষ্ট সমাজবিজ্ঞানীর
- IFIC ব্যাংকের Q3 আর্থিক প্রতিবেদন প্রকাশ
- ধ্বংসস্তূপ থেকে মহাশক্তি: চীনের পুনর্জন্মের বিস্ময়গাঁথা
- পূবালী ব্যাংকের Q3 আর্থিক প্রতিবেদন প্রকাশ
- ইতিহাসের পাতায় আজ: ৩০ অক্টোবর - বিজয়, বিপ্লব আর বেদনার দিন
- ২৮ অক্টোবরের ডিএসই লেনদেনে শীর্ষ গেইনার তালিকা প্রকাশ
- ২৯ অক্টোবর ডিএসই লেনদেনের সারসংক্ষেপ
- ঘূর্ণিঝড় ‘মন্থা’ প্রভাবে ৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- আজকের বাজারের সেরা এবং খারাপ পারফরমার: লাভের সম্ভাবনা কোথায়?
- রিলায়েন্স ইন্স্যুরেন্স এর Q3 আর্থিক ফলাফল প্রকাশ
- GSP ফাইন্যান্স এর Q3 আর্থিক ফলাফল প্রকাশ
- চঞ্চল চৌধুরীর সঙ্গে আবারও পর্দায় পূজা চেরি
- মেট্রোরেল দুর্ঘটনায় বাবা হারানো: দুই শিশুর ভবিষ্যৎ নিয়ে স্ত্রীর আকুল আবেদন
- ২৮ অক্টোবর ডিএসই লেনদেনের সারসংক্ষেপ








