ইরান- ইসরায়েল সংঘাত

ইরানে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা প্রকাশ করল মানবাধিকার সংস্থা

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ১৮ ১০:৪৩:৪৯
ইরানে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা প্রকাশ করল মানবাধিকার সংস্থা

ওয়াশিংটন ডিসি-ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস (HRA) জানিয়েছে, চলমান ইসরায়েল-ইরান সংঘাতে ইরানজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ৫৮৫ জন নিহত এবং ১,৩২৬ জন আহত হয়েছেন। এ সংখ্যা ইরান সরকারের প্রকাশিত সর্বশেষ হিসাবের চেয়ে অনেক বেশি।

সংস্থাটির তথ্যমতে, নিহতদের মধ্যে ২৩৯ জন বেসামরিক নাগরিক এবং ১২৬ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। বাকিদের পরিচয় নিশ্চিত হওয়ার কাজ চলছে। হতাহতদের মধ্যে নারী, শিশু এবং প্রবীণদের উপস্থিতির কথাও ইঙ্গিত দিয়েছে সংস্থাটি।

ইরান সরকার সর্বশেষ সোমবার যে পরিসংখ্যান প্রকাশ করেছিল, তাতে বলা হয় ২২৪ জন নিহত এবং ১,২৭৭ জন আহত। এরপর আর কোনো আনুষ্ঠানিক হিসাব দেওয়া হয়নি। সরকারি তথ্যে স্বচ্ছতার অভাব এবং ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর তথ্য নিয়ন্ত্রণ করায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস, যারা ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুর পরের বিক্ষোভ নিয়েও বিশদভাবে ডেটা প্রকাশ করেছিল, জানিয়েছে তারা স্থানীয় সংবাদ, হাসপাতাল সূত্র, প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং তাদের নিজস্ব অভ্যন্তরীণ নেটওয়ার্কের মাধ্যমে তথ্য যাচাই করে হতাহতের সংখ্যা নির্ধারণ করছে। সংস্থাটির এই তথ্য যাচাই পদ্ধতি আন্তর্জাতিক মহলে বিশ্বাসযোগ্য বলে স্বীকৃত।

বেসামরিক এলাকায় হামলা এবং অব্যাহত হতাহতের ঘটনায় ইরানে মানবিক সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। হাসপাতালে চিকিৎসার অভাব, নিরাপত্তাহীন পরিবেশ এবং তথ্যপ্রবাহে নিয়ন্ত্রণের কারণে বাস্তব অবস্থা আরও ভয়াবহ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এই অবস্থায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো স্বচ্ছতা ও জবাবদিহিতা দাবি করছে। একইসঙ্গে যুদ্ধবিধ্বস্ত এলাকায় ত্রাণ ও মানবিক সহায়তা পৌঁছাতে নিরপেক্ষ পথ খোলা রাখার আহ্বান জানানো হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, সরকারি তথ্যের সঙ্গে স্বাধীন উৎসের বিপরীত চিত্র ইঙ্গিত দেয় যে প্রকৃত মানবিক ক্ষয়ক্ষতির মাত্রা এখনও ধোঁয়াশায় রয়ে গেছে।

সূত্র: আল জাজিরা

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ