হাসনাতের হুঁশিয়ারি
সরকারকে জিম্মি করলে কঠোর প্রতিরোধ: হাসনাত

সরকারের সংস্কার কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হলে তা প্রতিরোধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, "সরকারকে জিম্মি করা হলে পরিস্থিতি ভালো হবে না। সচিবালয়ের ভেতর থেকে কেউ যদি সংস্কারে বাধা দেন, জনগণকে সঙ্গে নিয়ে সেই বাধা কঠোর হস্তে প্রতিরোধ করা হবে।"
সোমবার দুপুরে চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সফর শুরুর প্রাক্কালে ষোলশহরের বিপ্লব উদ্যানের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
সরকারি কর্মকর্তাদের প্রতি ইঙ্গিত করে হাসনাত আবদুল্লাহ বলেন, "আপনারা ভাববেন না, আপনাদের বিকল্প নেই। জনগণ বিকল্প খুঁজে নেবে। আপনারা সরকারের মুখোমুখি দাঁড়িয়ে যদি সংস্কারে বাধা দেন, জনগণের চোখে আপনারা বৈধতা হারাবেন।"
তিনি আরো বলেন, "যখন দেশে গণহত্যা হচ্ছিল, ৫ আগস্টের মতো দিনে সাধারণ মানুষকে গুলি করে মারা হচ্ছিল তখন তো কোনো সচিব বা সরকারি কর্মকর্তা পদত্যাগ করেননি। আজ যখন একটি নির্বাচিত সরকার সংস্কার উদ্যোগ নিয়েছে, তখন কেন আপনারা বাধা হচ্ছেন?"
সরকারি কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের যদি সংস্কার নিয়ে আপত্তি বা প্রস্তাব থাকে, তাহলে আলোচনার টেবিলে আসুন। কিন্তু সরকারের বিরুদ্ধে অবস্থান নিলে, আপনারা জনগণের রোষানলে পড়বেন। কারণ, এই সংস্কার শুধুই সরকারের নয় এটি দেশের ভবিষ্যৎ নির্মাণের অংশ।”
চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সফরের অংশ হিসেবে এনসিপির পক্ষ থেকে ছয়টি উপজেলায় পাঁচটি পথসভা অনুষ্ঠিত হচ্ছে। সভাগুলোর আয়োজন করা হয়েছে রাঙ্গুনিয়ার রোয়াজারহাট, রাউজান বাসস্ট্যান্ড, হাটহাজারী ডাকবাংলো, ফটিকছড়ির বিবিরহাট, মীরসরাইয়ের বারইয়ারহাট ও সীতাকুণ্ড বাজারে। প্রতিটি সভায় হাসনাত আবদুল্লাহ বক্তব্য দেবেন বলে জানিয়েছেন আয়োজকরা।
সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু, মো. আতাউল্লাহ এবং কেন্দ্রীয় সংগঠক আরমান হোসেন। তারা সংস্কার কার্যক্রমকে জাতীয় প্রয়াস হিসেবে উল্লেখ করে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।
-আরাফাত, নিজস্ব প্রতিবেদক
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে গেম্বলারদের দৌরাত্ম্য: আস্থা ফেরাতে চাই কঠোর শাস্তি ও কাঠামোগত সংস্কার
- বাংলাদেশে সেনা-সরকার উত্তেজনা ও ‘কু’ এর গুঞ্জন: নেপথ্যে কি?
- নতুন রাজনৈতিক সমীকরণে কারা টিকে থাকবে, কারা হারিয়ে যাবে?
- জবি’র সাবেক অধ্যাপক আনোয়ার বেগম হত্যাচেষ্টা মামলায় সুত্রাপুরে আটক
- সেনাপ্রধানের বক্তব্য, জুলকারনাইন তাতে যা বললেন!
- তারকা পরিচিতি: রক্ষাকবচ না কি সমাজবিমুখ অব্যাহতি?
- নাহিদের স্পষ্ট বার্তা: এনসিপিতে নেই দুই উপদেষ্টা আসিফ ও মাহফুজ
- বিএনপির সালাউদ্দিনকে নিয়ে কি লিখলেন প্রেস সচিব শফিকুল?
- সড়ক দুর্ঘটনায় সেনা কর্মকর্তা নিহত
- বাংলাদেশে আন্তর্বর্তী সরকারের পদক্ষেপে মৌলিক অধিকার হুমকিতে
- মুহাম্মদ ইউনূস প্রশাসনের ভবিষ্যৎ কেন অনিশ্চিত
- ডিসেম্বরে নির্বাচন চান সেনাপ্রধান
- "ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সব রাজনৈতিক দল অকুণ্ঠ সমর্থন জানিয়েছে"
- জেনে নিন ঈদের ছুটিতে কোন কোন এলাকায় ব্যাংক খোলা থাকবে
- ভারত-পাকিস্তান সংঘাতের পর চীনের পুরস্কার