জবির লিফটে প্রাণঝুঁকি, ছাত্রী অচেতন হয়ে হাসপাতালে

ক্যাম্পাস ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২০ ১৩:৪৯:২৫
জবির লিফটে প্রাণঝুঁকি, ছাত্রী অচেতন হয়ে হাসপাতালে

সত্য নিউজ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের চারটি লিফটে প্রতিদিনই ঘটছে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি। প্রায় ১২০০ ছাত্রী প্রতিদিন যাতায়াত করছেন এসব ত্রুটিপূর্ণ লিফটে। নিয়মিত যান্ত্রিক গোলযোগ, বিদ্যুৎ চলে গেলে বন্ধ হয়ে যাওয়া এবং মাঝপথে লিফট আটকে যাওয়ার ঘটনায় আতঙ্কে দিন কাটছে শিক্ষার্থীদের।

সর্বশেষ ১৯ মে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নাজিফা আনজুম লিফটে আটকে গিয়ে অচেতন হয়ে পড়েন। প্রায় আধাঘণ্টা আটকে থাকার পর তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ঢাকা ন্যাশনাল হাসপাতালে।

১৬ তলা ভবনে মাত্র চারটি লিফট থাকায় প্রতিদিন প্রতিটিতে লম্বা লাইন পড়ে। প্রতিটি লিফটের ধারণক্ষমতা ১২৫০ কেজি লেখা থাকলেও, বাস্তবে ৬-৭ জন উঠলেই তা আর কাজ করে না। অনেক সময় অতিরিক্ত চাপের কারণে লিফট হঠাৎ করে কাঁপতে শুরু করে কিংবা মাঝপথে থেমে যায়।

শুধু নাজিফা নন, একই বিভাগের শিক্ষার্থী তাসনিম খান ঈশাসহ আরও অনেকেই লিফটের ঝাঁকুনিতে আতঙ্কিত হয়েছেন। লিফটে ওঠার পর কাঙ্ক্ষিত ফ্লোরে না থেমে লিফট কখনো ১২ তলায় উঠে গিয়ে বারবার কাঁপে, এতে ভিতরে থাকা ছাত্রীরা চিৎকার করেও কোনো সাড়া পান না।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, বিদ্যুৎ না থাকলে লিফট বন্ধ হয়ে যায় অথবা রান্নার পানি পাশে ফেলার কারণে পানির প্রবাহ লিফটে ঢুকে যান্ত্রিক গোলযোগ তৈরি করে। তবে শিক্ষার্থীরা মনে করছেন, বছরের পর বছর ধরে কোনো রক্ষণাবেক্ষণ না থাকায় লিফটগুলো এখন দুর্ঘটনার উৎসে পরিণত হয়েছে।

শারীরিকভাবে দুর্বল, অসুস্থ কিংবা প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য এসব পরিস্থিতি আরও বেশি ভয়ংকর হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার্থীরা দ্রুত লিফটগুলো মেরামত ও নিয়মিত রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, এমন চলতে থাকলে ভবিষ্যতে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ