শাপলা প্রতীক তালিকায় নেই, ক্ষোভে এনসিপি

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৩ ০৯:৩১:৫৬
শাপলা প্রতীক তালিকায় নেই, ক্ষোভে এনসিপি

নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশনের (ইসি) প্রতীক তালিকা থেকে ‘শাপলা’ বাদ দেওয়ার সিদ্ধান্তকে পক্ষপাতমূলক ও প্রহসনমূলক বলে আখ্যায়িত করেছে। দলটি বলছে, এটি শুধু একটি প্রতীক বাছাইয়ের প্রশ্ন নয় বরং জনগণের ইচ্ছাকে অগ্রাহ্য করার এক রাজনৈতিক সিদ্ধান্ত।

নির্বাচন কমিশনের সাম্প্রতিক ঘোষণায় জানা যায়, বর্তমান তফসিলে থাকা ৬৯টি প্রতীকের সঙ্গে নতুন করে আরও ৪৬টি প্রতীক যুক্ত করা হয়েছে। এ নিয়ে মোট প্রতীকের সংখ্যা দাঁড়িয়েছে ১১৫টি, যা ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে নতুন তালিকায় বহু প্রত্যাশিত ‘শাপলা’ প্রতীকটি রাখা হয়নি। এনসিপির নেতারা বলছেন, দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ তাদের প্রথম পছন্দ ছিল এবং এ প্রতীক নিয়ে দলটির পক্ষ থেকে একাধিকবার কমিশনের সঙ্গে বৈঠকও হয়েছে।

এনসিপির পক্ষ থেকে গত ২০ জুন নির্বাচন কমিশনে দলীয় নিবন্ধনের আবেদন জমা দেওয়া হয়। আবেদনে তারা তিনটি প্রতীক উল্লেখ করে শাপলা, মোবাইল ফোন ও কলম। এদের মধ্যে মোবাইল ফোন ও কলম নতুন প্রতীক তালিকায় থাকলেও, শাপলার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে দলটি। তাদের দাবি, ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ কর্মসূচির আওতায় এই তিন প্রতীকই জনসম্পৃক্ততা ও গ্রহণযোগ্যতার দিক থেকে এগিয়ে ছিল।

দলের নেতারা অভিযোগ করেন, ইসি পক্ষপাতিত্ব করে রাজনৈতিক উদ্দেশ্যে ‘শাপলা’ প্রতীক বাদ দিয়েছে। এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, “আমরা বুঝতে চাই, শাপলা প্রতীক কেন দেওয়া হলো না। কমিশন আমাদের স্পষ্ট ব্যাখ্যা দেয়নি। শুধু বলেছে, এটা জাতীয় প্রতীক। কিন্তু শাপলা বাংলাদেশের জাতীয় প্রতীক নয়, বরং জাতীয় ফুল। জাতীয় ফুল হওয়ায় প্রতীক হিসেবে বরাদ্দ না দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। কমিশন যে ব্যাখ্যা দিয়েছে তা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।”

ইসির সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতীক তালিকায় যুক্ত করার জন্য একটি অভ্যন্তরীণ কমিটি প্রাথমিকভাবে ১৫০টি প্রতীক বাছাই করে। এরপর কমিশন তা কাটছাঁট করে ১১৫টিতে নামিয়ে আনে এবং তা ভেটিংয়ের জন্য পাঠায় আইন মন্ত্রণালয়ে। এই চূড়ান্ত তালিকাতেই শাপলা অনুপস্থিত।

উল্লেখ্য, এনসিপি ছাড়াও মাহমুদুর রহমানের নেতৃত্বাধীন নাগরিক ঐক্য দলটিও গত ১৭ এপ্রিল শাপলা প্রতীক দাবি করে নির্বাচন কমিশনে আবেদন করে। ফলে দুই দলই একই প্রতীক নিয়ে ইসির সঙ্গে একাধিকবার আলোচনায় বসে। তবে শেষপর্যন্ত প্রতীকটি বরাদ্দ না দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে উভয় পক্ষ।

‘শাপলা’ প্রতীক বাদ যাওয়ার পরিপ্রেক্ষিতে এনসিপি নির্বাচন কমিশনের কাছে ব্যাখ্যা চেয়ে বৈঠকের সময় চায়। কমিশনের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের একান্ত সচিব মোহাম্মদ আশরাফুল আলম জানিয়েছেন, আগামী রোববার সকাল সাড়ে ১০টায় এনসিপিকে বৈঠকের সময় দেওয়া হয়েছে। সেখানে দলীয় প্রতীক বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা হবে বলে নিশ্চিত করেছেন তিনি।

শাপলা প্রতীক না পাওয়াকে কেন্দ্র করে এনসিপির নেতারা শুধু রাজনৈতিক নয়, আইনি প্রতিরোধ গড়ারও ইঙ্গিত দিয়েছেন। দলটি মনে করে, প্রতীক নিয়ে বৈষম্যমূলক আচরণ এবং স্বচ্ছ ব্যাখ্যার অভাব গণতন্ত্র ও নির্বাচনী সমতার পরিপন্থী। এজন্য তারা নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাতে আদালতেও যেতে প্রস্তুত বলেও আভাস দিয়েছেন।

-শরিফুল, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ