ইসরায়েলে যুক্তরাষ্ট্রের ১৫০ কোটি ডলারের সামরিক ঘাঁটি প্রকল্প

যুক্তরাষ্ট্র ইসরায়েলের অভ্যন্তরে একাধিক সামরিক অবকাঠামো নির্মাণ প্রকল্পে প্রায় ১৫০ কোটি ডলার বিনিয়োগ করছে। এই বিনিয়োগের আওতায় বিমানঘাঁটি, হেলিকপ্টার হ্যাঙ্গার, গোলাবারুদ সংরক্ষণাগার, কমান্ড সেন্টার এবং ইসরায়েলের বিশেষ নৌ-কমান্ডো ইউনিট শায়েতেত ১৩-এর জন্য একটি আধুনিক সদর দপ্তর গড়ে তোলা হচ্ছে। বুধবার (৯ জুলাই) ইরানভিত্তিক সংবাদমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রকল্পগুলো সরাসরি তত্ত্বাবধান করছে যুক্তরাষ্ট্র নিজেই, যা সাধারণ সামরিক সহায়তা কর্মসূচির তুলনায় এক নতুন কৌশলগত মাত্রা নির্দেশ করে। এই নির্মাণ কার্যক্রম ২০১৬ সালে ওবামা প্রশাসনের সময় নির্ধারিত বার্ষিক ৩.৮ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা চুক্তির অংশ হিসেবে বাস্তবায়িত হচ্ছে। ইসরায়েলের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে এটি যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির প্রতিফলন বলেই বিশ্লেষকরা মনে করছেন।
প্রকল্পে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সময়ে ইসরায়েলকে সরবরাহ করা সিএইচ-৫৩কে হেভি লিফ্ট হেলিকপ্টার এবং কেসি-৪৬ পেগাসাস ট্যাংকার বিমান ব্যবস্থার জন্য অবকাঠামোগত সহায়তা। এ ছাড়াও ৯০০ মিলিয়ন ডলারের পৃথক এক টেন্ডারের মাধ্যমে ইসরায়েলের বর্ধিত এফ-১৫আইএ এবং স্টেলথ এফ-৩৫ যুদ্ধবিমান বহরের জন্য নতুন সুবিধাদি নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে। অর্থাৎ, যুক্তরাষ্ট্র শুধু অস্ত্র সরবরাহ করছে না, সেই অস্ত্র পরিচালনার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো নির্মাণেও সরাসরি জড়িত।
ওয়াশিংটনের এই বিপুল সামরিক বিনিয়োগ এমন সময়ে সামনে এলো, যখন মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা ক্রমেই বাড়ছে। বিশেষ করে, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সাম্প্রতিক ১২ দিনের আগ্রাসনের ঠিক আগেই এই প্রকল্পগুলোর নকশা ও প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছিল। যদিও এই প্রকল্পগুলোর সঙ্গে সরাসরি ওই আগ্রাসনের সম্পর্ক নেই বলে দাবি করা হচ্ছে, তবু সময়কাল এবং কৌশলগত অবস্থান বিবেচনায় বিষয়টি নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।
যুক্তরাষ্ট্রের দাবি, এই সামরিক সহায়তা শুধুমাত্র ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা জোরদার করার অংশ। তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এই প্রচেষ্টা যুক্তরাষ্ট্রের ভূ-রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার কৌশল বলেও দেখছেন। ইসরায়েলে সামরিক উপস্থিতি আরও ঘনিষ্ঠ করায় যুক্তরাষ্ট্র সেখানে কেবল ‘সহযোগী’ নয়, বরং একটি ‘স্থিতিশীল সামরিক ঘাঁটি’র ভূমিকায় অবতীর্ণ হচ্ছে।
এই বিশাল বিনিয়োগ এমন এক সময় সামনে এলো, যখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নিয়ে আন্তর্জাতিক সমালোচনা বাড়ছে। বিশেষ করে, ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের পক্ষপাতদুষ্ট অবস্থান এবং ইরানের প্রতি প্রকাশ্য শত্রুতাপূর্ণ নীতির কারণে অঞ্চলজুড়ে অস্থিরতা বাড়ছে। প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, এই সামরিক অবকাঠামোগত সম্প্রসারণের মাধ্যমে ইসরায়েলকে আঞ্চলিক আধিপত্যে সহায়তা দেওয়াই মূল লক্ষ্য।
বিশ্লেষকদের মতে, এই বিনিয়োগ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ‘কৌশলগত অদ্ভুত সম্পর্কের’ নতুন দৃষ্টান্ত। এটি শুধু অস্ত্র বাণিজ্যের ক্ষেত্র নয়, বরং সরাসরি সামরিক অবকাঠামো নির্মাণের মাধ্যমে ইসরায়েলের অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রভাব প্রতিষ্ঠার প্রচেষ্টা হিসেবেও বিবেচিত হচ্ছে।
যুক্তরাষ্ট্রের এই সামরিক বিনিয়োগের প্রকৃত উদ্দেশ্য নিয়ে বিশ্বজুড়ে নানা আলোচনা-সমালোচনা চললেও এটুকু পরিষ্কার যে, এটি কেবল ইসরায়েলের নিরাপত্তা জোরদার করার প্রচেষ্টা নয়। বরং মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি সামরিক প্রভাব ও ভূ-রাজনৈতিক প্রতিপত্তি বজায় রাখতে যুক্তরাষ্ট্র যে কৌশল নিচ্ছে, এই প্রকল্প তারই বহিঃপ্রকাশ। আর তাতে ইসরায়েলের সঙ্গে তার সম্পর্ক হয়ে উঠছে অস্ত্র, প্রযুক্তি ও সামরিক যৌথ পরিচালনার এক গভীর ও বহুমাত্রিক বলয়।
-রফিক, নিজস্ব প্রতিবেদক
শরিয়াহবিরোধী,আখ্যায় আফগানিস্তানে নারীদের বিউটি পার্লার বন্ধে কঠোর অবস্থান
আফগানিস্তানে গোপনে পরিচালিত নারীদের সব বিউটি পার্লার বন্ধের নির্দেশ দিয়েছে তালেবান সরকার। এক ঘোষণায় তারা জানিয়েছে, যেসব পার্লার লুকিয়ে চালু আছে, সেগুলো আগামী এক মাসের মধ্যে বন্ধ করে দিতে হবে। অন্যথায় এসব পার্লারের মালিক ও কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জীবিকা ও অধিকার কেড়ে নেওয়া
তালেবান সরকারের দাবি, নারীদের জন্য বিউটি পার্লার ‘ইসলামী শরিয়াহবিরোধী’, তাই এগুলো কোনোভাবেই চালু রাখা যাবে না। তাদের এই সিদ্ধান্তে যারা গোপনে এই ব্যবসা চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন, তারা এখন নতুন করে ভয় ও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। তালেবান সরকার ২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে সব বিউটি পার্লার বন্ধ করে দিয়েছিল, যার ফলে প্রায় ১২ হাজার ব্যবসা বন্ধ হয়ে যায় এবং অন্তত ৫০ হাজার নারী চাকরি হারান।
৩৮ বছর বয়সী এক নারী, ছদ্মনামে ফ্রেশতা, বলেন—তার স্বামী অসুস্থ, আর তিন সন্তানের ভরণপোষণের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। তিনি বলেন, “যখন কোনো নারী আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সৌন্দর্য দেখে হাসতেন, সেই আনন্দ আমার আনন্দ হয়ে যেত। শুধু টাকার জন্য নয়, নিজের কাজের জন্যও আমি খুশি হতাম। কিন্তু এখন ঝুঁকি এত বেশি যে হয়তো আর চালিয়ে যাওয়া সম্ভব নয়।” ফ্রেশতা বলেন, “আমি আর কোনো কাজ জানি না, অথচ আমাদের অবস্থা খুব খারাপ। এই পৃথিবীতে আমাদের আর্তনাদ শোনার কেউ নেই।”
তালেবান কর্তৃপক্ষ কমিউনিটি নেতা ও স্থানীয় প্রবীণদের নির্দেশ দিয়েছে, তারা যেন গোপন বিউটি পার্লারের খোঁজ দিয়ে মালিকদের পুলিশের হাতে তুলে দেন।
নারীদের ওপর কঠোর বিধিনিষেধ
২০২১ সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকেই তালেবান নারীদের ওপর নানা ধরনের কঠোর বিধিনিষেধ আরোপ করে চলেছে। অধিকাংশ নারীদের চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে এবং মেয়েদের মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনা নিষিদ্ধ করা হয়েছে।
মানবাধিকার সংস্থাগুলো বলছে, তালেবান কার্যত নারীদের বিরুদ্ধে এক ধরনের “লিঙ্গভিত্তিক বর্ণবাদ” চালু করেছে। নারীরা এখন পুরুষ অভিভাবক ছাড়া ভ্রমণ করতে পারেন না, পার্কে হাঁটতে, জিম বা সেলুনে যেতে পারেন না। এমনকি তাদের বাইরে বের হলে পুরো শরীর ঢেকে রাখতে হয় এবং জনসমক্ষে তাদের কণ্ঠস্বরও শোনা যায় না।
/আশিক
ট্রাম্পের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে, কী বলছে হোয়াইট হাউস?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে অদ্ভুত এক গুজব ছড়িয়ে পড়েছে। এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে শনিবার পর্যন্ত ‘ট্রাম্প মারা গেছেন’ শিরোনামে ৫৬ হাজারেরও বেশি পোস্ট হয়েছে। এতে ৭৯ বছর বয়সী প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনা আরও জোরালো হয়েছে।
এর আগেও ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠেছিল। জুলাই মাসে তার হাতের ওপর ক্ষতচিহ্ন ও গোড়ালিতে ফোলাভাব দেখা যায়। সে সময় হোয়াইট হাউস দ্রুত জানায়, এটি গুরুতর কিছু নয়। তবে সম্প্রতি তার হাতের ক্ষত ঢাকতে মেকআপ ব্যবহার করা হয়েছে বলে যে ছবি প্রকাশ্যে এসেছে, তা নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
ভাইস প্রেসিডেন্টের মন্তব্যে বিতর্ক
গুজব আরও জোরালো হয় যখন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের একটি মন্তব্য প্রকাশ্যে আসে। ২৭ আগস্ট ইউএসএ টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যদি কোনো ‘ভয়াবহ দুর্ঘটনা’ ঘটে, তবে তিনি দায়িত্ব নিতে প্রস্তুত। যদিও তিনি একইসঙ্গে জোর দিয়ে বলেন, ট্রাম্প এখনো চমৎকার ফিট এবং মজবুত। ভ্যান্স বলেন, “গত ২০০ দিনে আমি দারুণ অন-দ্য-জব ট্রেনিং পেয়েছি। আল্লাহ না করুক, যদি কোনো ভয়াবহ বিপর্যয় ঘটে, তবে এই অভিজ্ঞতাই হবে সবচেয়ে কার্যকর প্রস্তুতি।”
উল্লেখ্য, ৭৯ বছর বয়সে ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট। অন্যদিকে, ৪১ বছর বয়সী ভ্যান্স দেশের তৃতীয় কনিষ্ঠ ভাইস প্রেসিডেন্ট।
‘ব্রুইজ মিস্ট্রি’ বা ক্ষতের রহস্য
ট্রাম্পের হাতে হঠাৎ দেখা দেওয়া ক্ষতকে অনেকেই সন্দেহজনক বলে মনে করছেন। কয়েক দিন আগে ওভাল অফিসের বৈঠকে তার ডান হাতে একটি ক্ষত দেখা যায়, যা মেকআপ দিয়ে ঢাকার চেষ্টা করা হয়েছে বলে সমালোচকরা দাবি করছেন। একই সপ্তাহে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং-এর সঙ্গে বৈঠকের ছবিতেও তার হাতে একই চিহ্ন দেখা গেছে।
এর আগে জুলাই মাসে হোয়াইট হাউস জানায়, ট্রাম্পের গোড়ালিতে ফোলাভাব হয়েছে। চিকিৎসকরা বলেছিলেন, এটি শিরায় রক্তপ্রবাহজনিত একটি সমস্যা যা সাধারণত বয়স্কদের মধ্যে দেখা যায়।
হোয়াইট হাউসের ব্যাখ্যা
প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক সংবাদ সম্মেলনে বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিদিন হাজারো মানুষের সঙ্গে হাত মেলান। এর ফলে এমন ছোটখাটো ক্ষত হওয়া অস্বাভাবিক কিছু নয়।” ট্রাম্পের ব্যক্তিগত চিকিৎসক শন বার্বাবেলাও এক বিবৃতিতে জানান, প্রেসিডেন্টের হাতে দেখা দেওয়া ক্ষত কেবল সফট টিস্যু ইরিটেশন, যা বারবার হাত মেলানো ও অ্যাসপিরিন ব্যবহারের কারণে হয়ে থাকে।
তবে সরকারি ব্যাখ্যা সত্ত্বেও সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পকে ঘিরে ষড়যন্ত্র তত্ত্ব ও গুজব থামছে না। এর আগে ২০২৩ সালেও ট্রাম্প জুনিয়রের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে ট্রাম্পের ভুয়া মৃত্যুসংবাদ ছড়ানো হয়েছিল।
সূত্র : ইন্ডিয়া টুডে
সংসদ ভবনে আগুন দিল বিক্ষোভকারীরা
শ্রমজীবীদের জন্য অপ্রতুল মজুরি এবং রাষ্ট্রের নীতিনির্ধারকদের বিলাসবহুল জীবনযাপনকে কেন্দ্র করে ইন্দোনেশিয়ায় শুরু হওয়া অসন্তোষ এখন দেশব্যাপী বিক্ষোভে রূপ নিয়েছে। রাজধানী জাকার্তায় এক বিক্ষোভকারীর পুলিশ গাড়িচাপায় মৃত্যুর ঘটনাকে ঘিরে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে এবং বিদ্যমান উত্তেজনা যেন নতুন করে উসকে যায়।
সর্বশেষ সুলাওয়েসি প্রদেশের আঞ্চলিক সংসদ ভবনে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেয়। শুক্রবার রাতে সংঘটিত এই ঘটনায় অন্তত তিনজন প্রাণ হারান এবং পাঁচজন গুরুতর আহত হন। ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এক বিবৃতিতে জানায়, নিহতরা সংসদ ভবনের ভেতরে আটকে গিয়ে দগ্ধ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আহতদের মধ্যে দুজন আতঙ্কে ভবন থেকে লাফিয়ে পড়ে গুরুতরভাবে আহত হন।
মূলত জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি, সংসদ সদস্যদের ভাতা বৃদ্ধি, এবং রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের দাবিতে বৃহস্পতিবার শত শত মানুষ জাকার্তায় জাতীয় সংসদ ভবনের বাইরে সমবেত হন। শিক্ষাখাতের বাজেট সংকোচন ও সরকারি স্কুল মিল কর্মসূচি নিয়েও তারা ক্ষোভ প্রকাশ করেন। পরদিন শুক্রবার এই আন্দোলন সহিংস রূপ নেয়। পার্লামেন্ট ভবনের সামনে পুলিশের সাথে সংঘর্ষের সময় আইনশৃঙ্খলা বাহিনীর একটি গাড়ি বিক্ষোভকারীদের ভিড়ের মধ্যে ঢুকে পড়ে এবং এতে এক যুবক ঘটনাস্থলেই প্রাণ হারান।
এমন সংকটময় পরিস্থিতিতে জাতিকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। নিহত বিক্ষোভকারীর পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে তিনি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেন। প্রেসিডেন্ট আরও বলেন, পুলিশ কর্মকর্তাদের অতিরিক্ত অ্যাকশন তাকে হতবাক ও হতাশ করেছে।
এদিকে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার জাকার্তায় বিচ্ছিন্নভাবে লুটপাটের ঘটনা ঘটে এবং এতে পরিবহন অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়। একইসঙ্গে বান্দুং ও জগজাকার্তা শহরেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভের কারণে রাজধানীর জনপরিবহন ব্যবস্থাও স্থবির হয়ে যায়। শনিবার জাকার্তার মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, বিক্ষোভস্থলের নিকটবর্তী একটি স্টেশনে ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়। পাশাপাশি প্রাদেশিক মালিকানাধীন ট্রান্সজাকার্তা বাস সার্ভিসও বন্ধ ঘোষণা করা হয়।
-রফিক
ভারত আমাদের হাত বেঁধে, মুখ ঢেকে বন্দীদের মতো করে নিয়ে যায়—এরপর সমুদ্রে ফেলে দেয়
নুরুল আমিন তার ভাইয়ের সঙ্গে শেষবার গত ৯ মে কথা বলেছেন। ফোনকলে তিনি জানতে পারেন, তার ভাই কায়রুলসহ ৪০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে বিতাড়িত করেছে ভারত সরকার। এই ৪০ জন শরণার্থী প্রাণ বাঁচাতে কয়েক বছর আগে মিয়ানমার থেকে ভারতে আশ্রয় নিয়েছিলেন। বর্তমানে মিয়ানমারে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ চলছে, যেখানে সামরিক জান্তার অনুগত বাহিনীর সঙ্গে ক্ষুদ্র-জাতিগোষ্ঠীর মিলিশিয়া ও প্রতিরোধ বাহিনীর সংঘাত চলছে। এই পরিস্থিতিতে নুরুলের জন্য তার পরিবারকে আবার দেখার সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায়।
বিতাড়নের তিন মাস পর বিবিসি মিয়ানমারে থাকা সেই শরণার্থীদের সঙ্গে যোগাযোগ করেছে। তাদের বেশিরভাগই মিয়ানমারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সামরিক বাহিনীর সঙ্গে লড়াইরত ‘বা হ্তু আর্মি (বিএইচএ)’ প্রতিরোধ দলের সঙ্গে আশ্রয় নিয়েছেন।
শরণার্থী সৈয়দ নুর ভিডিও কলে বিবিসিকে বলেছেন, “আমরা মিয়ানমারে নিরাপদ বোধ করি না। এখানে পুরো এলাকা যুদ্ধক্ষেত্রের মতো।” তিনি একটি কাঠের তৈরি আশ্রয়শিবিরে ছিলেন, তার চারপাশে আরও ছয়জন শরণার্থী ছিলেন।
দিল্লিতে থাকা নুরুল আমিন বলেন, “আমি মানতেই পারি না যে আমার মা-বাবা ও যাঁদের বিতাড়ন করা হয়েছে, তাঁরা কী কষ্টে আছেন।” তিনি আরও বলেন, “মানুষকে কীভাবে শুধু সমুদ্রে ফেলা যায়? বিশ্বে মানবিকতা বেঁচে আছে, কিন্তু আমি ভারত সরকারের মধ্যে কোনো মানবিকতা দেখিনি।”
বিতাড়নের প্রক্রিয়া
বিবিসি জানায়, এই রোহিঙ্গা শরণার্থীদের প্রথমে দিল্লি থেকে উড়োজাহাজে করে বঙ্গোপসাগরের একটি দ্বীপে নিয়ে যাওয়া হয়। এরপর নৌযানে করে আন্দামান সাগরে নিয়ে জীবনরক্ষাকারী জ্যাকেট পরিয়ে পানিতে ফেলে দেওয়া হয়। সাঁতরে তাঁরা তীরে পৌঁছান এবং এখন মিয়ানমারে অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হয়েছেন।
জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার থমাস অ্যান্ড্রু বলেছেন, ভারতের বিরুদ্ধে এ অভিযোগের সপক্ষে ‘গুরুত্বপূর্ণ প্রমাণ’ রয়েছে। তিনি জেনেভায় ভারতের মিশনপ্রধানের কাছে এই তথ্য উপস্থাপন করলেও কোনো প্রতিক্রিয়া পাননি। বিবিসিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেও কোনো উত্তর পায়নি।
একজন শরণার্থী জন তার ভাইকে ফোনে বলেছেন, “তারা (ভারতীয় কর্তৃপক্ষ) আমাদের হাত বেঁধে, মুখ ঢেকে বন্দীদের মতো করে নিয়ে গেছে। তারপর (নৌকায় উঠিয়ে) সমুদ্রে ফেলে দিয়েছে।”
বিতাড়িত শরণার্থীদের ওপর নির্যাতন
সৈয়দ নুর বলেন, উড়োজাহাজ থেকে নামার পর তাদের দুটি বাসে ওঠানো হয়, যার পাশে ‘ভারতীয় নৌসেনা’ লেখা ছিল। তিনি আরও বলেন, “আমাদের হাত প্লাস্টিক দিয়ে বাঁধা হয়েছিল এবং মুখ কালো কাপড়ে ঢেকে দেওয়া হয়েছিল।” বাসে থাকা লোকজন হিন্দি ভাষায় কথা বলতেন।
নৌকায় হাত খোলা ও মুখের কাপড় সরানোর পর শরণার্থীরা বুঝতে পারেন, তারা একটি বড় যুদ্ধজাহাজে আছেন। অনেকেই টি-শার্ট, কালো প্যান্ট ও কালো সেনা বুট পরা ছিলেন। সৈয়দ নুর বলেন, নৌকায় তারা ১৪ ঘণ্টা ছিলেন। খাবার হিসেবে দেওয়া হয়েছিল চাল, ডাল ও পনির।
কিছু পুরুষ শরণার্থী অভিযোগ করেছেন, নৌকায় তাদের ওপর নির্যাতন ও অপমান করা হয়েছে। ফয়েজ উল্লাহ নামের একজন তার ডান কনুইয়ে ক্ষত দেখিয়ে বলেন, তাকে বারবার পেটানো, থাপ্পড় মারা ও বাঁশের লাঠি দিয়ে আঘাত করা হয়েছে। তাদের জিজ্ঞাসা করা হচ্ছিল, কেন তারা অবৈধভাবে ভারতে আছেন।
মে মাসে বিতাড়িত হওয়া ৪০ জনের মধ্যে ১৫ জন খ্রিস্টান ছিলেন। নুর বলেন, “দিল্লি থেকে যাওয়ার সময় শরণার্থীদের আটক করা ব্যক্তিরা বলতেন, ‘তুমি হিন্দু হওনি কেন? খ্রিস্টান হওয়ার কারণ কী?’” তিনি আরও বলেন, ‘খৎনা হয়েছে কি না দেখার জন্য আমাদের বিবস্ত্র হতে বাধ্য করা হয়েছে।’
এক শরণার্থী ইমান হোসেন বলেন, সেনারা তাকে কাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ করেন। এই হত্যাকাণ্ডে রোহিঙ্গাদের জড়িত থাকার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
নৌকা থেকে ফেলে দেওয়া
৮ মে সন্ধ্যায় শরণার্থীদের নৌযানের পাশে থাকা সিঁড়ি দিয়ে নেমে আসতে বলা হয়। সেখানে কালো রাবারের চারটি ছোট নৌকা দেখতে পান তারা। দুটি নৌকায় ২০ জন করে শরণার্থীকে স্থানান্তর করা হয়। ৭ ঘণ্টার বেশি হাতবাঁধা অবস্থায় ভ্রমণের পর সৈন্যরা তাদের জীবন রক্ষাকারী জ্যাকেট পরিয়ে হাতের বাঁধন খুলে পানিতে ঝাঁপ দিতে বলে। নুর বলেন, “আমরা দড়ি ধরে ১০০ মিটারের বেশি সাঁতার কেটে তীরে পৌঁছেছি।” এরপর তাদের বলা হয়, তারা ইন্দোনেশিয়ায় পৌঁছেছেন, এবং তারপর সৈন্যরা চলে যায়।
৯ মে ভোরে স্থানীয় জেলেরা তাদের খুঁজে পান এবং জানান, তারা মিয়ানমারে আছেন। এরপর জেলেরা তাদের ফোন ব্যবহার করতে দিয়েছিলেন যেন তারা ভারতে থাকা স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
জাতিসংঘ বলেছে, ভারতীয় কর্তৃপক্ষ যখন এই রোহিঙ্গা শরণার্থীদের আন্দামান সাগরে পাঠায়, তখনই তাদের জীবন চূড়ান্ত ঝুঁকিতে ফেলে।
ক্ষতিপূরণের আবেদন ও আতঙ্ক
১৭ মে নুরুল আমিন ও অন্যান্য পরিবারের সদস্যরা ভারতের সুপ্রিম কোর্টে একটি পিটিশন দায়ের করেছেন। সেখানে তাদের স্বজনদের দিল্লিতে ফিরিয়ে আনা, বিতাড়ন বন্ধ করা এবং ৪০ জনকে ক্ষতিপূরণ দেওয়ার আবেদন জানানো হয়। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী কলিন গঞ্জালেস বলেন, “এটি রোহিঙ্গা বিতাড়নের ভয়াবহতার কথা দেশবাসীর সামনে তুলে ধরে। যুদ্ধক্ষেত্রে জীবনরক্ষাকারী জ্যাকেট পরিয়ে কেউ মানুষকে সমুদ্রে ফেলে দিতে পারে, তা স্বাভাবিকভাবে বিশ্বাস করা কঠিন।”
তবে পিটিশনের জবাবে দুই সদস্যের বেঞ্চের এক বিচারক এ অভিযোগকে ‘কাল্পনিক ধারণা’ বলে উল্লেখ করেছেন।
এ ঘটনা ভারতে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। নুরুল আমিন বলেন, “আমার মনে শুধু এই ভয় যে ভারত সরকার আমাদেরও নিয়ে যাবে ও সমুদ্রে ফেলে দেবে। এখন আমরা বাড়ি থেকে বের হতে ভয় পাই।”
ঐতিহাসিক রায়ে ট্রাম্পের বৈশ্বিক শুল্ক অবৈধ ঘোষণা
যুক্তরাষ্ট্রের একটি আপিল আদালত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা বেশিরভাগ বৈশ্বিক শুল্ককে অবৈধ বলে রায় দিয়েছে। এই রায় ট্রাম্প প্রশাসনের বৈদেশিক বাণিজ্য নীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিবিসির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়।
আপিল আদালত তার রায়ে বলেছে, ট্রাম্পের এই পদক্ষেপ আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের (আইইইপিএ) অধীনে অনুমোদিত নয়। সাত-চার ভোটে দেওয়া এই রায়ে আদালত ট্রাম্পের শুল্কগুলোকে ‘আইনের পরিপন্থী ও অবৈধ’ হিসেবে উল্লেখ করেছে। এই রায়টি ১৪ অক্টোবরের আগে কার্যকর হবে না, যাতে প্রশাসন সুপ্রিম কোর্টে আপিলের জন্য আবেদন করার সময় পায়।
আপিল আদালতের রায়ের তীব্র সমালোচনা করেছেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ তিনি লিখেছেন, এই সিদ্ধান্ত বহাল থাকলে তা যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দেবে। তিনি আরও বলেছেন, ‘অত্যন্ত পক্ষপাতদুষ্ট একটি আপিল আদালত ভুলভাবে বলেছে আমাদের শুল্ক তুলে নেওয়া উচিত। কিন্তু তারা জানে, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই জয়ী হবে।’
ট্রাম্প সতর্ক করে বলেন, এই শুল্কগুলো তুলে নেওয়া হলে তা দেশের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে এবং আমেরিকা আর্থিকভাবে দুর্বল হয়ে পড়বে।
আইইইপিএ'র অধীনে একজন প্রেসিডেন্টকে অস্বাভাবিক হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়া হয়। ট্রাম্প বাণিজ্যে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে বলেছিলেন, বাণিজ্য ঘাটতি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর। তবে আপিল আদালত এই যুক্তি প্রত্যাখ্যান করে বলেছে, শুল্ক আরোপ করা প্রেসিডেন্টের এখতিয়ার নয়, এটি কংগ্রেসের মূল ক্ষমতার অন্তর্ভুক্ত।
আদালতের ১২৭ পৃষ্ঠার রায়ে বলা হয়েছে, আইইইপিএ আইনে ‘শুল্ক’ বা এর কোনো প্রতিশব্দ উল্লেখ করা হয়নি। এছাড়াও, প্রেসিডেন্টের শুল্ক আরোপের ক্ষমতা সুস্পষ্টভাবে সীমিত করার মতো কোনো প্রক্রিয়াগত সুরক্ষাও এতে নেই। আদালত মনে করে, কর ও শুল্ক আরোপের ক্ষমতা কংগ্রেসের হাতেই থাকবে।
এই রায়টি ক্ষুদ্র ব্যবসায়ী এবং কয়েকটি অঙ্গরাজ্যের জোটের দায়ের করা দুটি মামলার পরিপ্রেক্ষিতে এসেছে। গত এপ্রিলে ট্রাম্পের নির্বাহী আদেশের মাধ্যমে বিশ্বের প্রায় সব দেশের ওপর ১০ শতাংশ শুল্ক এবং আরও ডজনখানেক দেশের ওপর ‘পারস্পরিক শুল্ক’ আরোপ করা হয়েছিল।
এই রায়ের ফলে এখন প্রশ্ন উঠেছে, যেসব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক কমানোর চুক্তি করেছিল, সেগুলোর ভবিষ্যৎ কী হবে। যদি সুপ্রিম কোর্ট মামলাটি বিবেচনায় নেয়, তবে নয়জন বিচারপতি নির্ধারণ করবেন, ট্রাম্পের শুল্ক কর্মসূচি আইনসিদ্ধ কিনা। আপিল আদালতে ট্রাম্প হেরে গেলেও, সুপ্রিম কোর্টে ৬ জন রিপাবলিকান বিচারপতির মধ্যে ৩ জন ট্রাম্পের নিয়োগপ্রাপ্ত হওয়ায় সর্বোচ্চ আদালতে মামলার ভবিষ্যৎ অনিশ্চিত হতে পারে।
-বিবিসি
আর মানবিক মূল্যবোধ উপেক্ষা নয়: ইসরায়েলের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত তুরস্কের
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ঘোষণা দিয়েছেন যে, তার দেশ ইসরায়েলের সঙ্গে সব ধরনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে। একইসঙ্গে ইসরায়েলি বিমানকে তুরস্কের আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না বলেও তিনি জানিয়েছেন। গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের প্রতিবাদে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে এই খবর জানানো হয়।
শুক্রবার গাজা ইস্যুতে তুরস্কের জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে বক্তব্য রাখার সময় ফিদান বলেন, “গত দুই বছর ধরে ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে। মানবিক মূল্যবোধকে সম্পূর্ণ উপেক্ষা করে তারা পুরো বিশ্বের চোখের সামনে এই নৃশংসতা ঘটাচ্ছে।”
তুরস্ক গত বছরের মে মাসেই ইসরায়েলের সঙ্গে সরাসরি বাণিজ্য বন্ধ করে দিয়েছিল। সেই সময় তারা গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং অবিলম্বে মানবিক সহায়তা প্রবেশের দাবি জানায়। ২০২৩ সালে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল ৭ বিলিয়ন ডলার।
ফিদান বলেন, “আমরা ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করেছি। আমরা তুর্কি জাহাজগুলোকে ইসরায়েলি বন্দরে যেতে দিচ্ছি না। তাদের বিমানকেও আমাদের আকাশসীমায় প্রবেশের অনুমতি দিচ্ছি না।”
গাজা যুদ্ধ নিয়ে আঙ্কারা প্রথম থেকেই কঠোর অবস্থান নিয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এই যুদ্ধকে গণহত্যা আখ্যা দিয়েছেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করেছেন।
/আশিক
স্বাধীনতা দিবসে সব নাগরিককে নগদ অর্থ দেবে সরকার
ভিয়েতনাম সরকার স্বাধীনতা দিবস উদযাপনকে কেন্দ্র করে এক নজিরবিহীন পদক্ষেপ ঘোষণা করেছে। সরকারের বিবৃতিতে জানানো হয়েছে, দেশের প্রতিটি নাগরিককে এই বিশেষ উপলক্ষে নগদ অর্থ প্রদান করা হবে। প্রত্যেক নাগরিক পাবেন ৩ দশমিক ৮০ মার্কিন ডলার, যা স্থানীয় মুদ্রায় রূপান্তরিত হয়ে এককালীন অনুদান হিসেবে বিতরণ করা হবে। এই কর্মসূচি বাস্তবায়নে সরকারের ব্যয় হবে আনুমানিক ৩৮০ মিলিয়ন মার্কিন ডলার, যা জাতীয় অর্থনীতির একটি উল্লেখযোগ্য অংশ ব্যয় করার প্রতিফলন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে প্রকাশিত সরকারি বিবৃতিতে এই উদ্যোগকে “অতুলনীয়” বা “নজিরবিহীন” হিসেবে অভিহিত করা হয়। সেখানে বলা হয়, এই পদক্ষেপ দেশের প্রতিটি মানুষের প্রতি ভিয়েতনামের কমিউনিস্ট পার্টি এবং রাষ্ট্রের গভীর উদ্বেগ ও দায়িত্ববোধকে তুলে ধরছে। সরকার স্পষ্ট করে জানিয়েছে, অর্থ প্রদান কার্যক্রম নাগরিকদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অথবা নগদ আকারে সম্পন্ন করা হবে। এ জন্য ভিয়েতনামের কেন্দ্রীয় ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে যাতে আগামী মঙ্গলবারের মধ্যে, অর্থাৎ জাতীয় দিবসের আনুষ্ঠানিকতার আগে, অর্থ বিতরণ নিশ্চিত করা যায়।
স্থানীয় নাগরিকদের প্রতিক্রিয়ায় দেখা গেছে, এই ঘোষণা অনেককে অবাক করেছে। রাজধানী হ্যানয়ের বাসিন্দা ফাম তিয়েন লুয়াত এক সাক্ষাৎকারে বলেন, “আমি যখন শুনলাম, প্রথমে বিশ্বাসই করতে পারিনি। ভেবেছিলাম, হয়তো এটা সত্যি নয়। তবে এখন দেখছি, সরকার সত্যিই এমন একটি পদক্ষেপ নিয়েছে।” তাঁর বক্তব্য সাধারণ মানুষের অনুভূতির প্রতিফলন, যা সরকারি ঘোষণার আকস্মিকতা এবং ভিন্নধর্মী প্রকৃতি নির্দেশ করে।
সরকারি তথ্য অনুযায়ী, গত বছর ভিয়েতনামের একজন শ্রমিকের গড় মাসিক বেতন ৮.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। অর্থনৈতিক সূচকগুলো ইঙ্গিত করে, দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটি ক্রমেই স্থিতিশীল প্রবৃদ্ধির পথে হাঁটছে। স্বাধীনতা দিবস উপলক্ষে নগদ অর্থ প্রদানের এই সিদ্ধান্তকে অনেক বিশ্লেষক অর্থনৈতিক শক্তি ও জনগণের সঙ্গে সরকারের সামাজিক চুক্তির প্রকাশ হিসেবে দেখছেন।
এ বছর ভিয়েতনাম তাদের স্বাধীনতার ৮০তম বার্ষিকী উদযাপন করছে, যা ঐতিহাসিকভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। রাজধানী হ্যানয়ে আগামী সপ্তাহে দেশের ইতিহাসে অন্যতম বৃহত্তম কুচকাওয়াজের আয়োজন করা হবে বলে জানা গেছে। এই মহাযজ্ঞে দেশাত্মবোধ, জাতীয় ঐক্য ও স্বাধীনতার চেতনাকে জোরালোভাবে তুলে ধরা হবে।
সরকারি টেলিভিশন ও সংবাদমাধ্যমের প্রতিবেদনে আরও জানানো হয়েছে, জাতীয় দিবস উপলক্ষে রাজধানী হ্যানয় এবং বাণিজ্যিক কেন্দ্র হো চি মিন সিটির নাগরিকরা বিশেষ সুবিধা পাবেন। ওই দিন গণপরিবহন সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবে সাধারণ মানুষ। সরকারের মতে, এটি উদযাপনকে আরও সবার জন্য অন্তর্ভুক্তিমূলক করে তুলবে এবং উৎসবের আবহকে শহরজুড়ে ছড়িয়ে দেবে।
-শরিফুল
নিহত গাজা সাংবাদিকের চিঠি পড়ে কেঁদে ফেললেন জাতিসংঘে আলজেরিয়ার রাষ্ট্রদূত
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয় যখন আলজেরিয়ার রাষ্ট্রদূত আমর বেনজামা গাজায় নিহত ফিলিস্তিনি সাংবাদিক মরিয়ম আবু দাক্কার লেখা বিদায়পত্র পাঠ করেন। ইসরায়েলি হামলায় প্রাণ হারানো এই তরুণী সাংবাদিক মৃত্যুর আগে নিজের ১৩ বছর বয়সী ছেলে গাইথের উদ্দেশে এক চিঠি লিখেছিলেন, যা বৈঠকজুড়ে উপস্থিত সবাইকে নাড়া দেয়।
৩৩ বছর বয়সী মরিয়ম আবু দাক্কা এই সপ্তাহের শুরুতে গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি বাহিনীর চালানো ভয়াবহ হামলায় নিহত হন। সেই হামলায় পাঁচ সাংবাদিকের পাশাপাশি আরও অন্তত ২০ জন ফিলিস্তিনি প্রাণ হারান। মরিয়মের মৃত্যুর আগেই লেখা চিঠিতে ছিল এক মায়ের শেষ অনুরোধ। তিনি লিখেছিলেন, “তুমি তোমার মায়ের প্রাণ আর আত্মা। আমি মারা গেলে আমার জন্য কেঁদো না, বরং দোয়া করো। বড় হয়ে যখন বিয়ে করবে আর কন্যাসন্তান জন্মাবে, তার নাম রেখো মরিয়ম, আমার নামে।”
রাষ্ট্রদূত বেনজামা চিঠি পড়তে গিয়ে আবেগাপ্লুত হয়ে বলেন, মরিয়মের এই বার্তাই যে কোনো কূটনৈতিক বিবৃতির চেয়ে অনেক বেশি সত্য তুলে ধরে। তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান, মরিয়মের হাতে ছিল কেবল একটি ক্যামেরা, গায়ে ছিল কেবল প্রেস ভেস্ট, তবু তাকেও নিশানা বানানো হলো। তাঁর মতে, সাংবাদিকদের টার্গেট করে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজার সত্যকে আড়াল করার চেষ্টা করছে।
বেনজামা পরিসংখ্যান তুলে ধরে বলেন, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ২৪৫ সাংবাদিক নিহত হয়েছেন। শুধু গত আগস্টের শেষ দিকেই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইচ্ছাকৃতভাবে ছয়জন সাংবাদিককে হত্যা করেছে। “তারা সঙ্গে রাখত কেবল শব্দ, ছবি আর কণ্ঠস্বর। অথচ এই পরিষদ এতকিছুর পরও কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ,”— রাষ্ট্রদূত হতাশা প্রকাশ করেন।
তিনি আলোচনায় আনেন দুই বছরের ক্ষুধার্ত শিশু ইয়াজান আবু ফুলের ঘটনা, যার অস্থি-চর্মসার দেহ বাবার কোলের ছবিতে বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। তাঁর ভাষায়, “একটি শিশুকে এভাবে ধুঁকে যেতে দেখা গাজার দুঃসহ বাস্তবতার প্রতিচ্ছবি।” তিনি গাজাকে ‘জীবন্ত নরক’ আখ্যা দেন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে সমালোচনা করে বলেন, এটি এখন কেবল ‘শোক প্রকাশের থিয়েটারে’ পরিণত হয়েছে।
রাষ্ট্রদূত আরও স্পষ্ট ভাষায় সতর্ক করে বলেন, যুদ্ধবিরতি চাপিয়ে দেওয়া, দ্রুত মানবিক সহায়তা নিশ্চিত করা এবং গণহত্যা বন্ধ করাই এখন একমাত্র অগ্রাধিকার হওয়া উচিত। তাঁর কঠোর মন্তব্য ছিল, “ব্যর্থতা মানে সহযোগী হওয়া। বিলম্ব মানে লজ্জা মেনে নেওয়া। গণহত্যা ঠেকানো কোনো বিকল্প নয়, এটি একটি আন্তর্জাতিক দায়িত্ব।”
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে এদিন ত্রাণকর্মী ও কর্মকর্তারাও সতর্ক করে বলেন, গাজা উপত্যকাজুড়ে দুর্ভিক্ষ দ্রুত ছড়িয়ে পড়ছে। ১৪ জন সদস্য রাষ্ট্র একযোগে ক্ষুধাকে ‘যুদ্ধের অস্ত্র’ হিসেবে ব্যবহারের তীব্র নিন্দা জানায় এবং অবিলম্বে, নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানায়। পাশাপাশি তারা সব বন্দির মুক্তি এবং মানবিক ত্রাণ সহায়তা বহুগুণ বাড়ানোর আহ্বান জানায়। তবে যুক্তরাষ্ট্র এই প্রস্তাবে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানায়, যা নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় ৬৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। পুরো গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আর দুর্ভিক্ষ এখন ভয়াবহ আকার ধারণ করেছে।
আন্তর্জাতিক আদালতগুলোও ইসরায়েলের বিরুদ্ধে মামলা গ্রহণ করেছে। গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োযভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এছাড়া গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলাও চলমান।
-রাফসান
গাজা উপত্যকায় রাতভর তাণ্ডব
গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক হামলা ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় অন্তত ৬১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে চিকিৎসা সূত্রে জানা গেছে। নিহতদের মধ্যে অন্তত ১৯ জন ছিলেন সাধারণ মানুষ, যারা মানবিক সহায়তা ও ত্রাণ সংগ্রহ করতে গিয়েছিলেন। এই ঘটনাটি শুধু সামরিক আক্রমণের সীমারেখায় সীমাবদ্ধ থাকেনি, বরং মানবিক বিপর্যয়ের এক ভয়াবহ চিত্র তুলে ধরছে।
গাজা সিটির পূর্ব ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর বিমান ও আর্টিলারি হামলা আরও তীব্র হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। পাশাপাশি উপত্যকার বৃহত্তম নগরী গাজা সিটিতে পূর্ণাঙ্গ স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। আন্তর্জাতিক মহল থেকে অভিযানের ঝুঁকি পুনর্বিবেচনার আহ্বান জানানো হলেও ইসরায়েলি কর্তৃপক্ষ সেই সতর্কতাকে উপেক্ষা করছে। বিশ্লেষকরা মনে করছেন, এই অভিযানের ফলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটতে পারে এবং শহরে আশ্রয় নেওয়া প্রায় ১০ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি আবারও ঘরবাড়ি হারিয়ে মরিয়া হয়ে পালাতে বাধ্য হবেন।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বৃহস্পতিবার এক বিবৃতিতে ইসরায়েলের পরিকল্পিত সামরিক অভিযানের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, গাজা সিটিতে বৃহৎ পরিসরের সামরিক অভিযান যুদ্ধকে নতুন এবং অত্যন্ত বিপজ্জনক এক ধাপে নিয়ে যাবে। তাঁর মতে, এই পদক্ষেপে ইতিমধ্যেই বিপর্যস্ত ও মানসিকভাবে বিধ্বস্ত লক্ষ লক্ষ বেসামরিক মানুষ আবারও বাস্তুচ্যুত হবেন, যা পরিবার ও শিশুদের আরও ভয়াবহ বিপদের দিকে ঠেলে দেবে।
এদিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শুজাইয়া, জেইতুন এবং সাবরা এলাকায় ইসরায়েলি বাহিনী বোমা বর্ষণ শুরু করলে মানুষ আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে পালাতে শুরু করে। বেশিরভাগ পরিবারই উপকূলের দিকে ছুটে যায় জীবন রক্ষার জন্য। গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, ইসরায়েলি স্থল অভিযানের সময় শুধু জেইতুনের দক্ষিণাংশেই অন্তত ১৫০০ বাড়িঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সেখানে এখন আর কোনো স্থাপনা অবশিষ্ট নেই, চারপাশজুড়ে শুধু ধ্বংসস্তূপ পড়ে আছে।
ইসরায়েলি কর্মকর্তারা গাজা সিটিকে হামাসের শেষ শক্ত ঘাঁটি হিসেবে বর্ণনা করেছেন। তাঁদের দাবি, এ অঞ্চলেই হামাসের সামরিক কমান্ড কাঠামো এবং লড়াই চালিয়ে যাওয়ার মূল সক্ষমতা টিকে আছে। তাই অভিযানের মাধ্যমে তারা প্রতিরোধ কেন্দ্র ধ্বংস করতে চায়। তবে বাস্তবে এর প্রধান শিকার হচ্ছেন সাধারণ বেসামরিক মানুষ, যারা প্রতিদিন বোমা হামলা, অবরোধ ও বাস্তুচ্যুতির ভয়াবহতায় জীবন রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছেন।
পাঠকের মতামত:
- ব্ল্যাকহেড্স দূর করার ঘরোয়া উপায়: মাত্র দুটি জিনিস লাগবে
- মা-মেয়েকে অজ্ঞান করতে গিয়ে ধরা, নিজ জুসেই বেহুঁশ অজ্ঞান পার্টির সদস্য
- শরিয়াহবিরোধী,আখ্যায় আফগানিস্তানে নারীদের বিউটি পার্লার বন্ধে কঠোর অবস্থান
- টি-টোয়েন্টিতে সাকিবের রেকর্ড ছুঁলেন লিটন, বাংলাদেশের সহজ জয়
- রংপুরে চাপা উত্তেজনা: জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদ মুখোমুখি
- নুরের পাশে জামায়াত: ঢাকা মেডিকেলে তাহেরের নেতৃত্বে প্রতিনিধিদল
- খালেদা জিয়া ও তারেক রহমান অংশ নেবেন ফেব্রুয়ারির নির্বাচনে
- শঙ্কামুক্ত নন: নুরকে আরও ৩৬ ঘণ্টা আইসিইউতে রাখার সিদ্ধান্ত চিকিৎসকদের
- ট্রাম্পের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে, কী বলছে হোয়াইট হাউস?
- নেদারল্যান্ডসকে ১৩৬ রানে আটকে দিল টাইগাররা
- সবার সক্রিয় সমর্থন চাই: ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কাছে তারেক রহমানের আহ্বান
- কড়া বার্তা অন্তর্বর্তী সরকারের
- সংসদ ভবনে আগুন দিল বিক্ষোভকারীরা
- এক মঞ্চে মামুনুল-চরমোনাই পীর: নির্বাচন ও জুলাই সনদ নিয়ে কঠোর বার্তা
- অ্যাপলের নতুন চমক: আইফোন ১৭ সিরিজ আসছে, কী থাকছে নতুন ফোনে?
- পাগলা মসজিদের দানবাক্স খুলতেই ৩২ বস্তা টাকা, এবার রেকর্ড ভাঙার আশা
- ভারত আমাদের হাত বেঁধে, মুখ ঢেকে বন্দীদের মতো করে নিয়ে যায়—এরপর সমুদ্রে ফেলে দেয়
- শিবচরে ৪ বাসের ভয়ংকর সংঘর্ষ, অচল হয়ে পড়েছে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে
- খুঁটির সঙ্গে বেঁধে বৃদ্ধকে পেটালেন বিএনপি নেতা
- নাকের হাড় ভেঙেছে নুরের, অবস্থা স্থিতিশীল: ঢামেক পরিচালক
- স্বর্ণের দামে স্বস্তি নেই: ফের বাড়ল দাম, নতুন মূল্য কার্যকর আজ থেকে
- যানজট নিরসনে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু হচ্ছে আজ
- ঐতিহাসিক রায়ে ট্রাম্পের বৈশ্বিক শুল্ক অবৈধ ঘোষণা
- নিজের আমলের ফল নিজেই ভোগ করবে মানুষ: হাদিসে কুদসীর শিক্ষা
- গ্ল্যামারাস রূপে হানিয়া আমির, নতুন লুকে মুগ্ধ ভক্তরা
- এশিয়া কাপের প্রস্তুতি: আজ নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
- কালো হাত ভেঙে দেওয়া হবে: নুরের ওপর হামলা নিয়ে সারজিস আলমের হুঁশিয়ারি
- নুরের ওপর হামলার প্রতিবাদে ময়মনসিংহে জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর
- চিয়া বীজ কি সবার জন্য নিরাপদ? জেনে নিন কাদের জন্য এটি বিপজ্জনক
- জ্ঞান ফিরেছে নুরুল হক নুরের
- নুরের ওপর হামলা,ভারতের মদতে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা: হাসনাত
- বিএনপির সঙ্গে বরফ না গলায় ছয় দল নিয়ে এগোচ্ছে জামায়াত
- নুরের ওপর হামলার আইনি তদন্তের আহ্বান তারেক রহমানের
- আর মানবিক মূল্যবোধ উপেক্ষা নয়: ইসরায়েলের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত তুরস্কের
- আইসিইউতে নুরুল হক নুরের অবস্থা আশঙ্কাজনক
- ই-কমার্স খাতে শৃঙ্খলা আনতে কঠোর আইন: অনলাইনে মিথ্যা তথ্য দিলেই কারাদণ্ড
- কাকরাইলে সংঘর্ষে রক্তাক্ত নুর, উত্তপ্ত রাজনীতি: এনসিপির বিক্ষোভ কর্মসূচির ঘোষণা
- দিল্লিতে হাসিনা–এস আলম গোপন বৈঠকে অর্থায়ন, প্রোপাগান্ডা ও অস্থিতিশীলতার কৌশল!
- "জাতীয় নাগরিক পার্টি আসলে ইউনূসের দল, জামায়াতই দেশ চালাচ্ছে"
- মসজিদে প্রবেশের আগে যে ছোট কাজটি আনতে পারে রহমত
- কেন প্রতিদিন লেখার চর্চা আপনাকে করে তুলতে পারে আলাদা? জানুন কিভাবে
- কেন আমরা সিদ্ধান্তহীনতায় ভুগি- মনোবিজ্ঞান বলছে ভিন্ন কথা
- শেয়ারবাজারের সাপ্তাহিক বিশ্লেষণ
- সবজির পর এবার অন্য যেসব খাতে আগুন
- আসন্ন নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনারের অভূতপূর্ব মন্তব্য
- নকলায় বিএনপি থেকে জামায়াতে যোগ ২৪ নেতা-কর্মীর
- নদী ভাঙন রোধে কী পরিকল্পনা জানালেন বিএনপির সম্ভাব্য প্রার্থী
- স্বাধীনতা দিবসে সব নাগরিককে নগদ অর্থ দেবে সরকার
- নিহত গাজা সাংবাদিকের চিঠি পড়ে কেঁদে ফেললেন জাতিসংঘে আলজেরিয়ার রাষ্ট্রদূত
- গাজা উপত্যকায় রাতভর তাণ্ডব
- ডিএসই প্রকাশ করল নতুন মার্জিন ঋণযোগ্য সিকিউরিটিজ তালিকা
- মাহাথির মোহাম্মদ ও মালয়েশিয়ার অর্থনৈতিক রূপান্তর: নীতি, সংস্কার ও উত্তরাধিকার
- "জাতীয় নাগরিক পার্টি আসলে ইউনূসের দল, জামায়াতই দেশ চালাচ্ছে"
- অমীমাংসিত ইস্যু সরকারের বিষয়, মুসলিম বিশ্বের ঐক্য শক্তিশালী করার আহ্বান জামায়াতের
- পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নতুনভাবে ভাবতে চায় এনসিপি, ৭১-এর অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান
- ২৭ আগস্ট ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ২৬ আগস্ট ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশ শেয়ার
- জ্ঞান ফিরেছে নুরুল হক নুরের
- ২৭ আগস্টের বন্ড মার্কেট আপডেট: কিছু বন্ডে দরপতন, বেশিরভাগই স্থবির
- মুক্তিযুদ্ধের নাম কি তবে ‘৭১ ডিল’: মেহের আফরোজ শাওন
- ২৬ আগস্ট শেয়ারবাজারে দরপতনের শীর্ষ ১০ শেয়ার
- জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া বিপ্লব অসম্পূর্ণ: ডা. তাহের
- ২৫ আগস্ট ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশ শেয়ার
- নাইজেরিয়ার বাজারে ডেরিকা: টমেটো পেস্ট থেকে মাপের এককে রূপান্তরের গল্প
- ২৪ আগস্ট ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশ শেয়ার