ইরান ইস্যুতে রাশিয়া-পাকিস্তান-তুরস্ক এক কণ্ঠে

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ২৩ ১৯:২৭:৩৪
ইরান ইস্যুতে রাশিয়া-পাকিস্তান-তুরস্ক এক কণ্ঠে

ইরানে সাম্প্রতিক মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্বনেতারা। পাকিস্তান, তুরস্ক ও রাশিয়া—তিনটি আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাবশালী রাষ্ট্র কড়া ভাষায় এসব হামলার নিন্দা জানিয়েছে।

বিবিসির বরাতে জানা গেছে, হামলার পরপরই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক আহ্বান করেছেন। একই সঙ্গে তিনি টেলিফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ানের সঙ্গে এবং এই সংকটময় সময়ে ইরানের প্রতি পাকিস্তানের দৃঢ় সংহতি ও সমর্থন জানিয়েছেন। ইসলামাবাদ হামলাকে "ইরানের বিরুদ্ধে ধারাবাহিক আগ্রাসন" হিসেবে উল্লেখ করে জানিয়েছে, এ ধরনের ঘটনা মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করে তুলবে।

এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ইরানে যেই হামলা চালাক না কেন, তুরস্ক তা সহ্য করবে না। আনাদোলু সংবাদ সংস্থার এক প্রতিবেদনে এরদোয়ান জানান, ইরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক নিরাপত্তার বিরুদ্ধে যেকোনো পদক্ষেপের জবাব দিতে প্রস্তুত আঙ্কারা। তিনি বলেন, “আমরা বড় ধরনের বিপর্যয় রোধে সর্বাত্মক চেষ্টা করছি।”

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এই হামলাকে “বিনা উসকানিতে সম্পূর্ণ আগ্রাসন” বলে মন্তব্য করেছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে পুতিন জানান, ইরানের জনগণের পাশে থাকার জন্য মস্কো প্রস্তুত। তার কথায়, “এটি আন্তর্জাতিক আইন ও মানবিকতার লঙ্ঘন। এই হামলার কোনো ন্যায্যতা নেই।”

বর্তমানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মস্কো সফর করছেন এবং রুশ প্রেসিডেন্টের সঙ্গে তাঁর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে পুতিন বলেন, “এই সংকট থেকে উত্তরণের পথ খুঁজে বের করতে আপনার উপস্থিতি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।” ইরান-রাশিয়ার বন্ধুত্বপূর্ণ ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতিও আসে উভয়পক্ষ থেকে।

বিশ্লেষকদের মতে, এই হামলা শুধু মধ্যপ্রাচ্যের রাজনৈতিক স্থিতিশীলতাই নয়, বরং আন্তর্জাতিক কূটনীতির নতুন স্নায়ুযুদ্ধের ইঙ্গিত বহন করছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ