গাড়ির ভেতর একই পরিবারের ৭ জনের লাশ

ভারত ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৭ ১৭:১২:০৮
গাড়ির ভেতর একই পরিবারের ৭ জনের লাশ

ভারতের হরিয়ানা রাজ্যের পঞ্চকুলা জেলার সেক্টর-২৬ ও ২৭ এর সংযোগস্থলে সোমবার (২৭ মে) গভীর রাতে একটি গাড়ির ভেতর থেকে একই পরিবারের সাতজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, আর্থিক অনটন ও ঋণের ভারে জর্জরিত হয়ে পরিবারটি আত্মহত্যার পথ বেছে নেয়। ঘটনাটি গোটা এলাকায় চরম চাঞ্চল্য সৃষ্টি করেছে।

মৃতদের মধ্যে রয়েছেন পরিবারের কর্তা রাজেন্দ্র মিত্তল, তার বাবা ও মা, স্ত্রী নীতা মিত্তল এবং তিন শিশু সন্তান। তারা উত্তরাখণ্ডের দেহরাদুন শহরের বাসিন্দা। জানা যায়, তারা সবাই পঞ্চকুলায় সৎসঙ্গের একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে এসেছিলেন এবং হোটেলে জায়গা না পেয়ে গাড়িতে রাত কাটাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শী পুনীত রানা জানান, রাত ১১টার দিকে তিনি ও তার ভাই গাড়িটি দেখতে পান এবং সরাতে বলেন। চালক জানান, তারা ধর্মীয় অনুষ্ঠানে এসে গাড়িতেই রাত্রিযাপন করছেন। কিন্তু পুনীত রানা গাড়ির কাচ দিয়ে উঁকি দিয়ে দেখেন, ভেতরের সবাই অচেতন অবস্থায় পড়ে আছেন এবং কয়েকজনের মুখে বমির চিহ্ন রয়েছে। তাদের চেহারায় তখনও বিষ খাওয়ার স্পষ্ট লক্ষণ ছিল।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি খুলে একে একে মরদেহ উদ্ধার করে। গাড়ির ভেতরে পাওয়া যায় স্যুইসাইড নোট। সেখানে পরিবারের পক্ষ থেকে উল্লেখ করা হয়, তারা ব্যবসায়িক ক্ষতি, ঋণের চাপে আর মানসিকভাবে স্থিত থাকতে পারছিলেন না। পুলিশের ধারণা, বিষক্রিয়া বা কোনো রাসায়নিক পদার্থ খাইয়ে আত্মহত্যা করা হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার আগে নিশ্চিত হওয়া যাচ্ছে না।

পুলিশ কমিশনার নরেন্দ্র বিজ বলেছেন, আত্মহত্যার কারণ খুঁজতে তদন্ত চলছে এবং বিষক্রিয়ার ধরন জানতে ফরেনসিক দল নমুনা সংগ্রহ করেছে। এই ঘটনায় আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদও শুরু হয়েছে।

রাজেন্দ্র মিত্তলের পরিবারের এই আত্মহত্যা কেবল একটি পরিবার ধ্বংসের খবর নয়; বরং এটি আমাদের সমাজে আর্থিক চাপ, ঋণ ও মানসিক স্বাস্থ্যের প্রতি অবহেলার ভয়াবহ ফলাফল। এই ঘটনার তদন্ত চলমান, তবে সমাজের প্রতিটি স্তরে এমন দুঃখজনক পরিণতি রোধে এখনই পদক্ষেপ নেওয়া জরুরি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনটির মূল কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়ে আছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ।... বিস্তারিত