চীনকে বাদ দিয়ে ভারতকে পাশে টানছে মালদ্বীপ! পর্দার আড়ালে কী চলছে?

ভারত ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৭ ২০:২২:৩৭
চীনকে বাদ দিয়ে ভারতকে পাশে টানছে মালদ্বীপ! পর্দার আড়ালে কী চলছে?
ছবি: সংগৃহীত

একসময় ভারতের বিরুদ্ধে সরব ছিলেন মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। নির্বাচনী প্রচারে তিনি ‘ইন্ডিয়া আউট’ আন্দোলনের অন্যতম মুখ ছিলেন। কিন্তু সময়ের বাস্তবতায় এখন তিনিই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির স্বাধীনতা দিবস উদযাপনে।

সম্প্রতি মালদ্বীপের ৬০তম স্বাধীনতা দিবসে রাষ্ট্রীয় অতিথি হিসেবে মালেতে সফর করেন প্রধানমন্ত্রী মোদি। ওই সফরে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা ও আবহাওয়া বিষয়ে একাধিক চুক্তি স্বাক্ষর হয়। ভারতের পক্ষ থেকে ৫ হাজার কোটি টাকার লাইন অব ক্রেডিট দেওয়ার প্রতিশ্রুতি আসে এবং ৭২টি ভারী যানবাহন মালদ্বীপকে হস্তান্তর করা হয়। এছাড়া স্বাক্ষর হয় চারটি সমঝোতা স্মারক (MoU) ও তিনটি সরকারি চুক্তি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চীনের সীমিত সহযোগিতা এবং মুইজ্জুর অভ্যন্তরীণ রাজনৈতিক চ্যালেঞ্জ কাজে লাগিয়ে ভারত কৌশলগতভাবে মালদ্বীপকে আবারও ঘনিষ্ঠ করেছে।

মালদ্বীপ ভারত মহাসাগরে গুরুত্বপূর্ণ একটি ভূ-রাজনৈতিক অবস্থানে রয়েছে। দীর্ঘদিন ধরেই ভারত দেশটিকে কৌশলগতভাবে পাশে রাখতে চায়। কিন্তু মুইজ্জু চীনঘেঁষা অবস্থান নিয়ে সেই প্রচেষ্টায় ছেদ ফেলেছিলেন। বর্তমানে তাঁর অবস্থান বদল আন্তর্জাতিক অঙ্গনে মোদিকে কূটনৈতিকভাবে ‘মাস্টারস্ট্রোক’ খেলোয়াড় হিসেবে তুলে ধরেছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, মালদ্বীপের এই নতুন ঘনিষ্ঠতা চীনের জন্য উদ্বেগের কারণ হতে পারে। ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারত ও চীনের প্রভাব বিস্তারের প্রতিযোগিতা এখন নতুন মাত্রা পেতে পারে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ